ভারতের সেই রহস্যময় গ্রাম! যেখানে ভারতীয়দের চেয়ে বিদেশিরাই বেশি! মাসের পর মাস ভাড়া নেন ঘর, স্বপ্নের মতো কাটে জীবন

Last Updated:

ভারতে এমনই একটি গ্রাম রয়েছে, যেখানে বিদেশিরা এসে দীর্ঘ সময়ের জন্য বসবাস করেন। এই কারণেই গ্রামটিকে বলা হয় “বিদেশিদের গ্রাম”। এখানে ভারতীয়দের তুলনায় বিদেশির সংখ্যা অনেক বেশি। তারা গ্রামের বাড়ি বা ঘর মাসের পর মাস ভাড়া নিয়ে সেখানে থেকেই যান।

যে গ্রামে বিদেশিরাই বেশি থাকেন!
যে গ্রামে বিদেশিরাই বেশি থাকেন!
ভারত এতটাই সুন্দর এক দেশ যে, একবার এখানে এলে যে কেউ এখানকার প্রেমে পড়ে যায়। কেউ ঘুরে ফিরে চলে যায়, কেউ বারবার আসে, আর কেউ কেউ আবার পুরোপুরি না হলেও বেশ কিছুদিনের জন্য এখানেই থেকে যায়।
advertisement
ভারতে এমনই একটি গ্রাম রয়েছে, যেখানে বিদেশিরা এসে দীর্ঘ সময়ের জন্য বসবাস করেন। এই কারণেই গ্রামটিকে বলা হয় “বিদেশিদের গ্রাম”। এখানে ভারতীয়দের তুলনায় বিদেশির সংখ্যা অনেক বেশি। তারা গ্রামের বাড়ি বা ঘর মাসের পর মাস ভাড়া নিয়ে সেখানে থেকেই যান।
advertisement
ইনস্টাগ্রাম ইউজার মোহাম্মদ আমান (amaankhanvlogz) একজন জনপ্রিয় ট্রাভেলার ও কনটেন্ট ক্রিয়েটর। তার অনুসারীর সংখ্যা এক লক্ষেরও বেশি। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায়—তিনি এমন এক ভারতীয় গ্রামে গিয়েছেন, যেখানে ভারতীয়দের চেয়ে বিদেশি বাসিন্দাই বেশি।
advertisement
ই বিদেশিরা সেখানে ঘর ভাড়া নিয়ে দীর্ঘ সময়ের জন্য থাকেন। সেই গ্রামটি পরিচিত “মিনি ইজরায়েল ইন ইন্ডিয়া (Mini Israel in India)” নামে।
ভারতের বিদেশি গ্রাম এই গ্রামটির নাম ধর্মকোট (Dharamkot), যা হিমাচল প্রদেশে অবস্থিত। একে অনেকেই বলেন “ফরেনার ভিলেজ ধর্মকোট” (Foreigner Village Dharamkot)। এই গ্রামটি ধর্মশালার প্রায় ২ কিলোমিটার ওপরে পাহাড়ের দিকে অবস্থিত।
advertisement
ভিডিওতে দেখা যায়, যখন ট্রাভেলার আমান সেখানে পৌঁছান, তখন বৃষ্টি হচ্ছিল। তাই রাস্তাঘাটে খুব বেশি মানুষ দেখা যায়নি। তবে তার ক্যামেরায় যাঁরা ধরা পড়েছেন, তাঁদের মধ্যে বেশিরভাগই বিদেশি নাগরিক ছিলেন।
এই বিদেশিদের মধ্যে ইজরায়েলি পর্যটকরা সবচেয়ে বেশি আসেন। তারা এখানকার ঘর বা কটেজ মাসের পর মাস ভাড়া নিয়ে থাকেন।
advertisement
গ্রামে অনেক সুন্দর ক্যাফে ও রেস্টুরেন্ট রয়েছে, যেখানে ইতালীয়, ইজরায়েলি এবং অন্যান্য দেশের খাবার পাওয়া যায়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভারতের সেই রহস্যময় গ্রাম! যেখানে ভারতীয়দের চেয়ে বিদেশিরাই বেশি! মাসের পর মাস ভাড়া নেন ঘর, স্বপ্নের মতো কাটে জীবন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement