Human Barbie Doll: জ্যান্ত বার্বি সাজবেন, স্তন, ঠোঁট, নিতম্বের অস্ত্রোপচারে যুবতীর খরচ শুনলে মাথা ঘুরে যাবে!

Last Updated:

Breast Augmentation for Body Transformation: জেসিকা জানান, তাঁর বাবা মা খুব রক্ষণশীল, ক্লিভেজ ঢেকে রাখার জন্য তাঁকে সিল্কের স্কার্ফও দিয়েছিলেন তাঁরা।

Human Barbie
Human Barbie
Viral: টাকা কি গাছে ফলে? মাঝে মাঝেই মানুষের খরচের বহর আর খরচের নেপথ্যের কারণ জেনে এই প্রশ্ন জাগতেই পারে মনের মধ্যে। যেমন, জার্মান বংশোদ্ভূত জেসিকা, ২১ বছর বয়সী এই তরুণী ‘জ্যান্ত বার্বি’ সাজতে গিয়ে কসমেটিক সার্জারির জন্য খরচ করেছেন ৭০,০০০ ডলারেরও বেশি টাকা! তাঁর এই নাটকীয় শারীরিক রূপান্তরের কারণে পরিবারও দূরে সরিয়ে দিয়েছে জেসিকাকে। জেসিকা অবশ্য এখন নিজেকে জেসি বানি বলে ডাকেন। ইনস্টাগ্রামে নিজের শারীরিক​ মাপ শেয়ার করেছেন, যেখানে তিনি নিজেকে “২০০০ কিউবিক সেন্টিমিটারের কাপ সাইজের ফ্যাশন মডেল হিসাবে বর্ণনা করেছেন।
ইয়াহু নিউজ জানিয়েছে, জেসিকা ভিয়েনায় থাকেন এবং স্তনের আকার বাড়াতে তিনটি সার্জারি করিয়েছেন। জেসিকা নিজের নাকেও অস্ত্রোপচারও করিয়েছেন এবং ঠোঁট ও নিতম্ব মোটা করতেও অস্ত্রোপচার করিয়েছেন৷ কয়েক বছর ধরে এই সব অস্ত্রোপচারে প্রায় ৭৩,০০০ মার্কিন ডলার ব্যয় করেছেন বলে দাবি জেসিকার।
advertisement
advertisement
জেসিকা জানিয়েছেন, তিনি আরও কয়েকটি অস্ত্রোপচারের কথা ভাবছেন। তবে তাঁর এই শারীরিক রূপান্তরটি পরিবারের সদস্যরা ভালোভাবে নেননি। জেসিকা জানিয়েছেন তাঁর পরিবার জেসিকার ফোন ধরে না এবং টেক্সট মেসেজেরও উত্তর দেয় না৷
advertisement
“এটা খুবই দুঃখজনক কারণ আমি যোগাযোগ করতে চাই, বিশেষ করে আমার ভাই এবং আমার ঠাকুরদা-ঠাকুমার সঙ্গে। আমি শুধু বুঝতে পারছি না কেন তাঁরা এমন আচরণ করছেন, আমি নিজের শারীরিক চেহারা পরিবর্তন করেছি বলে,” বলেন জেসিকা।
advertisement
২১ বছর বয়সী জেসিকা জানান, তাঁর বাবা মা খুব রক্ষণশীল। এমনকি জেসিকার ক্লিভেজ ঢেকে রাখার জন্য তাঁকে সিল্কের স্কার্ফও দিয়েছিলেন তাঁরা। যখন জেসিকার বয়স ১৭ তখন তিনি শারীরিক পরিবর্তন শুরু করার জন্য বাবা মায়ের বাড়ি ছেড়ে চলে যান।
জেসিকা জানান, প্রথমবার স্তন বৃদ্ধি করার পরে তাঁর ‘আত্মবিশ্বাস’ বেড়ে যায় এবং এখন তিনি তাঁর সম্পূর্ণ শরীরকে ‘টোটাল বার্বি ডল’-এ পরিণত করার পরিকল্পনা করছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Human Barbie Doll: জ্যান্ত বার্বি সাজবেন, স্তন, ঠোঁট, নিতম্বের অস্ত্রোপচারে যুবতীর খরচ শুনলে মাথা ঘুরে যাবে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement