চার মাস ধরে অকথ্য অত্যাচারের শিকার, আত্মঘাতী এইচআরটিসি বাসচালক! মৃত্যুর আগে করে গেলেন চাঞ্চল্যকর অভিযোগ

Last Updated:

HRTC Bus Driver Video: মৃত্যুর ঠিক আগে চিকিৎসা চলাকালীনই সঞ্জয়ের পরিবারের সদস্যরা তাঁর জবানবন্দি ভিডিও করে রেখেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে পুলিশের কাছে সেই ভিডিও পৌঁছেছে কি না, তা স্পষ্ট নয়।

আত্মঘাতী এইচআরটিসি বাসচালক
আত্মঘাতী এইচআরটিসি বাসচালক
মান্ডি, হিমাচল প্রদেশ: নানা কারণে আত্মহননের পথ বেছে নিয়েছেন হিমাচল প্রদেশের মান্ডি জেলার ধরমপুর বাস ডিপোর এইচআরটিসি ড্রাইভার সঞ্জয় কুমার। তবে এই ঘটনায় তীব্র হইচই সৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশ পথ পরিবহণ নিগমের অন্দরে। কারণ মৃত্যুর আগে সঞ্জয় কুমার একরাশ অভিযোগ করে গিয়েছেন। আর তাঁর অভিযোগের তির ধরমপুর ডিপোর রিজিওনাল ম্যানেজার (আরএম) বিনোদ কুমার দারুর বিরুদ্ধে। মৃত্যুর ঠিক আগে চিকিৎসা চলাকালীনই সঞ্জয়ের পরিবারের সদস্যরা তাঁর জবানবন্দি ভিডিও করে রেখেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে পুলিশের কাছে সেই ভিডিও পৌঁছেছে কি না, তা স্পষ্ট নয়।
যেটুকু তথ্য পাওয়া গিয়েছে, তা থেকে জানা যাচ্ছে যে. মাস চারেক আগে রামপুর থেকে ধরমপুর ডিপোয় বদলি হয়েছিলেন সঞ্জয় কুমার। দিন কয়েক আগে তিনি বিষাক্ত কিছু খেয়ে আত্মহননের পথ বেছে নেন। এরপর ১২ জানুয়ারি মৃত্যু হয়েছে ওই বাসচালকের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যে ভিডিও রেকর্ডিং করা হয়এছে, তাতে সঞ্জয়কে বলতে শোনা গিয়েছে যে, ধরমপুরের আরএম বিনোদ কুমার তারু তাঁকে হেনস্থা করছিলেন। প্রায় ৪ মাস ধরে আটকে রাখা হয়েছিল তাঁর বেতনও। এমনকী সঞ্জয়ের অভিযোগ, আরএম বারবার তাঁকে সাসপেন্ড করারও হুমকি দিতেন। এমনকী কাজ কীভাবে করতে হয়, সেটাও বলে দিত। ওই ভিডিও স্বাভাবিক ভাবেই হিমাচল পথ পরিবহণ নিগমের অন্দরে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
advertisement
advertisement
তবে অন্য দিকে আরএম ধরমপুর বিনোদ কুমার নিজে অবশ্য সঞ্জয়ের এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সঞ্জয় কুমার নামে ওই বাসচালককে সময়ে বেতন দেওয়া হত। কোনও ভাবেই তাঁকে হেনস্থা করা হয়নি। এদিকে এই ঘটনার কথা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে উপর মহলের কানেও। আপাতত কর্পোরেশন ম্যানেজমেন্টের হায়ার অথরিটি তদন্তের নির্দেশ দিয়েছেন। আবার এইচআরটিসি ডিভিশন ম্যানেজার বিনোদ ঠাকুর বলেন যে, সকলের নজরে এসেছে গোটা ঘটনার কথা। মৃত বাসচালকের অভিযোগ সম্পর্কে তদন্ত করে দেখা হবে। আর তদন্তে যে তথ্য হাতে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এ-ও মাথায় রাখা দরকার যে, গত কয়েক মাস ধরে ক্রমাগত সংবাদের শিরোনামে রয়েছে এইচআরটিসি। ল্যাগ পলিসি থেকে শুরু করে কর্মীদের উপর গ্রহণ করা পদক্ষেপ – এই সব কিছুকে ঘিরেই একাধিক অভিযোগে উত্তাল হয়েছে ওই সংস্থা।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চার মাস ধরে অকথ্য অত্যাচারের শিকার, আত্মঘাতী এইচআরটিসি বাসচালক! মৃত্যুর আগে করে গেলেন চাঞ্চল্যকর অভিযোগ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement