ঘর ভাড়া নিয়ে রাত-দিন দরজা বন্ধ করে রাখত তিন বন্ধু, ভিতরে যে খেলা চলছিল টের পেয়ে হতবাক পুলিশও !

Last Updated:

হামেশাই খবরের শিরোনামে উঠে আসছে সাইবার অ্যারেস্টের ঘটনা। বা অজানা নম্বর থেকে কল আসছে ব্যাঙ্কের নাম করে, কখনও বা বিপুল রিটার্নের লোভ দেখিয়ে ফেলা হচ্ছে বিনিয়োগের টোপের মুখে। কিন্তু এই তিন যুবক যা করেছেন, তা সাইবার অপরাধ হলেও রীতিমতো অবাক করে তুলেছে পুলিশকেও।

ঘর ভাড়া নিয়ে রাত-দিন দরজা বন্ধ করে রাখত তিন বন্ধু (Image-File)
ঘর ভাড়া নিয়ে রাত-দিন দরজা বন্ধ করে রাখত তিন বন্ধু (Image-File)
বারমেঢ়: সাইবার অপরাধ, বলতে নেই, আমাদের এই দেশে এখন এক নিত্য সংঘটিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ইন্টারনেট এখন পৌঁছে গিয়েছে প্রায় সব ঘরেই। প্রায় সবারই হাতে স্মার্টফোন, প্রায় সবারই রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আর তার সূত্র ধরেই বাড়ছে সাইবার জালিয়াতি। হামেশাই খবরের শিরোনামে উঠে আসছে সাইবার অ্যারেস্টের ঘটনা। বা অজানা নম্বর থেকে কল আসছে ব্যাঙ্কের নাম করে, কখনও বা বিপুল রিটার্নের লোভ দেখিয়ে ফেলা হচ্ছে বিনিয়োগের টোপের মুখে। কিন্তু এই তিন যুবক যা করেছেন, তা সাইবার অপরাধ হলেও রীতিমতো অবাক করে তুলেছে পুলিশকেও।
বারমের পুলিশও সঙ্গত কারণেই এলাকার সাইবার অপরাধের দিকে কড়া নজর রাখছে। এই রকম এক পরিস্থিতির মধ্যেই দ্রুত ব্যবস্থা নিয়ে তিন যুবককে গ্রেফতার করেছে বারমের থানা পুলিশ। তিনজনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রলোভন দিয়ে মানুষকে প্রতারিত করত।
advertisement
advertisement
ডিএসটি এবং বালোত্রা থানার যৌথ পদক্ষেপের অংশ হিসাবে এই তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। সাইবার জালিয়াতিতে ব্যবহৃত পাঁচটি মোবাইল নেটওয়ার্কের রাউটার, বেশ কয়েকটি ব্যাঙ্কের ডেবিট কার্ড, পাস বই ও চেক বই উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে যে সাইবার প্রতারণার জন্য এই তিন যুবক একটি ঘর ভাড়া নিয়েছিলেন। এর ভিতরে বসে তাঁরা একটি সম্পূর্ণ সেট আপ তৈরি করেছিলেন যেখান থেকে তাঁরা তাঁদের শিকারকে ফাঁদে ফেলতেন।
advertisement
ঘটনা সম্পর্কে তথ্য দিতে গিয়ে বালোত্রার এসপি কুন্দন কানওয়ারিয়া বলেন, তিন যুবক সারা দিন একটি ভাড়া ঘরে দরজা বন্ধ করে বসে থাকত এই খবর তাঁরা পেয়েছিলেন। খবর পেয়েই সাইবার জালিয়াতির ঘটনা বলে সন্দেহ হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, তিনজনই মানুষকে নানা ধরনের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলত। এর পর পুলিশ বিশেষ টাস্কফোর্স গঠন করে ওই ঘরে অভিযান চালায়। এই সময় তিন অভিযুক্তই ওই ঘরে উপস্থিত ছিলেন। পুলিশ তাঁদের কাছ থেকে একটি রেজিস্টার উদ্ধার করেছে, যাতে তাঁরা প্রতারণার সমস্ত বিবরণ লিখতেন। সেই রেজিস্টার খোলার পর জানা যায় যে, কোটি টাকার প্রতারণার খেলা এত দিন ধরে চলেছে দরজার পিছনে।
advertisement
অভিযুক্ত বনওয়ারলাল, লক্ষ্মণ কুমার ও আইদানরাম স্বীকার করে নিয়েছেন যে, তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিকটিমদের খোঁজ করতেন। অনলাইন গেম খেলার অজুহাতে তাঁরা ফাঁদে ফেলতেন শিকারকেষ। আগে তাঁরা সেই ব্যক্তিকে কম পরিমাণ টাকা জিততে দিতেন। এরপর মোটা টাকা জিতে গেলেই শুরু হত প্রতারণা। গ্রেফতার হওয়া এই তিন যুবকেরই বয়স তেইশ থেকে চব্বিশ বছরের মধ্যে। পুলিশ এখন তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ঘর ভাড়া নিয়ে রাত-দিন দরজা বন্ধ করে রাখত তিন বন্ধু, ভিতরে যে খেলা চলছিল টের পেয়ে হতবাক পুলিশও !
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement