লোকনাথ ব্রক্ষ্মচারীর মত অনন্ত রহস্যময় ব্যক্তিত্ব আধ্যাত্মিক জগতে খুব কম এসেছেন। ভক্তের হৃদয়ে বারবার মূর্ত হয় তাঁর চেনা ছবি। তবে অনেকেই জানেন না সেই ছবি কোথা থেকে এল। এর পিছনেও রয়েছে এক অলৌকিক গল্প।
লোকনাথ ব্রক্ষ্মচারীর একটি ছবি তুলেছিলেন ভাওয়ালের তৎকালীন রাজা। প্রায় ১৩০ বছর আগের কথা। সেই ছবিটি দেখে মুগ্ধ হন ঢাকা জেলার বিখ্যাত নাগ পরিবারের গিন্নি রেণুকা নাগ। রেণুকা লোকনাথের একটি বড় পোর্ট্রেট তৈরির সিদ্ধান্ত নেন। ডাক পড়ে ওই জেলার শিল্পী দুর্গেশ বন্দ্যোপাধ্যায়ের। হতদরিদ্র হলেও শিল্পী হিসেবে তার যথেষ্ট নামডাক ছিল। কিন্তু ছবিটি তৈরি করতে গিয়ে পদে পদে বিপদে পড়েন দুর্গেশ।
তিনি জানান ছবিটি আঁকতে শুরু করলেই তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে যাচ্ছেন, বারবার সংজ্ঞা হারানোর ঘটনাও ঘটে। এক সময়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় একেকটি কাগজে দেহাংশ এঁকে তিনি এই কাজ শেষ করেন।পুরো কাজটাই তিনি করেন ঘোরের মধ্যে। কিন্তু বাকি থেকে যায় চোখ আঁকা।
ওই অলৌকিক আবেশটি চলে যাওয়ায় চোখ আঁকতেও সমস্যা হচ্ছিল দুর্গেশবাবুর। নিজের মতো করে একটি চোখ আঁকেন তিনি। তবে লোকনাথের বিভূতি প্রত্যক্ষ করেছেন এমন এক ব্যক্তি পর্যবেক্ষণ করে জানান চোখজোড়া যেন ঠিক লোকনাথের নয়।
এর পরে দিন যায়, মাস যায়, ছবির কাজ আর সম্পূর্ণ হয় না। প্রায় দেড় বছর বাদে এক শীতের রাতে দুর্গেশবাবু চাদরে মুখ ঢাকা এক দীর্ঘাঙ্গীকে দেখতে পান। তাঁর চেহারা অবিকল লোকনাথের মতো। চোখে অবিকল সেই জ্যোতি। মুহূর্তে জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরতে দৌড়ে নাগবাড়ি এসে কাজে হাত দেন তিনি। কাজ শেষ করে ওই লোকনাথ দ্রষ্টাকে ডাকলে তিনিও ছবি দেখে 'বাবা' বলে চিৎকার করে মূ্র্চ্ছা যান। এর পর থেকে গোটা বঙ্গদেশে এই ছবিটিই ব্যপক ভাবে প্রচারিত হয়। এই ছবিটি দেখে লোকনাথের মুখাবয়ব আঁকেন অসংখ্য ছোটবড় শিল্পী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।