Horseshoe Crab: রক্তের রং নীল! দাম ১০ লাখ টাকা, মাত্র এক ফোঁটায় বদলে যায় শরীরের অবস্থা

Last Updated:

Horseshoe Crab: হর্সশু কাঁকড়ার শরীরে রক্তের রং নীল। আর এই প্রাণীর চাহিদা আন্তর্জাতিক বাজারে বিপুল রয়েছে

দাম ১০ লাখ টাকা
দাম ১০ লাখ টাকা
শরীরে রয়েছে ১০টি চোখ। পা’ও রয়েছে ১০টি। সবথেকে চমক রয়েছে এই প্রাণীর রক্তের রঙে। কারণ, এই প্রাণীর রক্তের রং আদৌ লাল নয়। নীল রংয়ের রক্ত থাকে এই প্রাণীর দেহ। হর্সশু কাঁকড়ার শরীরে রক্তের রং নীল। আর এই প্রাণীর চাহিদা আন্তর্জাতিক বাজারে বিপুল রয়েছে। কারণ, এই প্রাণীর রক্ত দিয়ে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয়।
জানা গিয়েছে, এই প্রাণীর দেহের রক্ত দিয়ে ওষুধ তৈরি করা হয়। যা বিভিন্ন চিকিৎসায় কাজে লাগে। সাধারণত, খারাপ ব্যাকটেরিয়া চিহ্নিত করা হয় এর মাধ্যমে। এটি যে কোনও বিপজ্জনক ব্যাকটেরিয়া সম্পর্কে সঠিক তথ্য দেয়। এতে অনেক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কেও জানা যায়।
advertisement
এই প্রাণীর রক্ত বিক্রি হয়েছে ১০ লাখ টাকায়। চিকিৎসা বিজ্ঞানে এর রক্তের চাহিদা এত বেশি, যে এটি প্রতি লিটারে প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হয়। এক প্রতিবেদনে বলা হয়েছে, রক্তের বিপুল চাহিদার জন্য প্রতি বছর ৫ লাখের বেশি এই কাঁকড়া মেরে ফেলা হয়। এর রক্তে তামা-ভিত্তিক হিমোসায়ানিন রয়েছে, যা শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে।
advertisement
হর্সশু ক্র্যাবের রক্তের রং নীল। এটি পৃথিবীর একমাত্র প্রাণী যার রক্তের রং নীল। হর্সশু কাঁকড়ায় খুব বেশি মাংস নেই, তবে এটি জাপান এবং তাইওয়ানে প্রচুর খাওয়া হয়। হর্সশু কাঁকড়াতে খুব কম বিষাক্ত পদার্থ থাকে। ফলে এই দেশগুলিতে খাবার হিসাবেও ব্যবহার করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Horseshoe Crab: রক্তের রং নীল! দাম ১০ লাখ টাকা, মাত্র এক ফোঁটায় বদলে যায় শরীরের অবস্থা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement