Jadavpur University: শুরুতেই ছন্দপতন! ক্যাম্পাসে এলেন উপাচার্য... দেখা মিলল না রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রারের

Last Updated:

Jadavpur University: সাধারণত প্রোটোকল মাফিক আনুষ্ঠানিকভাবে উপাচার্য আসার দিন রেজিস্টার বা ডেপুটি রেজিস্টার বা রেজিস্টার অফিসের কোনও আধিকারিক থাকেন।

শুরুতেই ছন্দপতন
শুরুতেই ছন্দপতন
কলকাতা: শুরুতেই তাল কাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুদ্ধদেব সাউ আনুষ্ঠানিকভাবে উপাচার্য হিসাবে সোমবার ক্যাম্পাসে এলেও সেই সময় দেখা মিলল না রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রারের। সাধারণত প্রোটোকল মাফিক আনুষ্ঠানিকভাবে উপাচার্য আসার দিন রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার বা রেজিস্ট্রার অফিসের কোনও আধিকারিক থাকেন। কিন্তু এক্ষেত্রে সকাল দশটার সময় ক্যাম্পাসে উপাচার্য গেলেও দেখা মিলল না বাকিদের।
যাদবপুরের ছাত্র মৃত্যু ঘটনায় তোলপাড় গোটা রাজ্য! আর এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল! আচার্য সিভি আনন্দ বোস অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক বুদ্ধদেব সাউকে। তিনি গণিতের অধ্যাপক। এদিন অধ্যাপক বুদ্ধদেব সাউকে অস্থায়ী উপাচার্য নির্বাচনের পরেই দ্রুত সব দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়!
advertisement
ক্যাম্পাসে ঢোকার পরপরই তিনি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ফিনান্স অফিসারকে সঙ্গে নিয়ে। পরিদর্শনকালে বিভিন্ন নির্দেশ তাঁর নিরাপত্তার রক্ষীকে নোট করতে বলেন। এ নিয়েও প্রথম দিনেই বিতর্ক শুরু হয়। পাশাপাশি হস্টেল নিয়েও রিপোর্ট চান অন্তর্বর্তীকালীন উপাচার্য। কোন হস্টেলে কতসংখ্যক আসন রয়েছে, সেই আসন কীভাবে পড়ুয়াদের মধ্যে বিন্যাস করা আছে, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তিনি। ক্যাম্পাস্ মদের বোতল যাতে সরানো হয়, এলাকা যাতে পরিষ্কার রাখা হয়, সেই বিষয়েও নির্দেশ দেবেন বলে জানিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: শুরুতেই ছন্দপতন! ক্যাম্পাসে এলেন উপাচার্য... দেখা মিলল না রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রারের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement