Dilip Ghosh: ‘কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি...’, যাদবপুর নিয়ে 'বিস্ফোরক' দিলীপ ঘোষ! দিলেন চরম হুঁশিয়ারি

Last Updated:

Dilip Ghosh: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু ঘিরে তোলপাড় বাংলা। ইতিমধ্যেই রাজনৈতিক রঙ লেগেছে ঘটনা ঘিরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এবার ‘সার্জিকাল স্ট্রাইক’ নিদান দিলীপ ঘোষের।

দিলীপের হুঁশিয়ারি
দিলীপের হুঁশিয়ারি
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু ঘিরে তোলপাড় বাংলা। ইতিমধ্যেই রাজনৈতিক রঙ লেগেছে ঘটনা ঘিরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এবার ‘সার্জিকাল স্ট্রাইক’ নিদান দিলীপ ঘোষের। প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি দিয়ে চাঞ্চল্যকর মন্তব্য ছুঁড়ে দিলেন দিলীপ ঘোষ।
বিস্ফোরক মন্তব্যে বরাবরই প্রথম সারিতে থাকা বিজেপি সাংসদ দিলীপ ঘোষের যাদবপুর ঘটনার আবহে ফের বেফাঁস মন্তব্য ঘিরে আজ তোলপাড় পড়ে যায় বাংলা জুড়ে। রাজ্যে পালাবদল হলে, যাদবপুরে জয় শ্রীরাম স্লোগান উঠবে বলেও মন্তব্য বিজেপি নেতার।
advertisement
advertisement
রবিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভার ভাটপাড়ায় বিজেপির এক সমাবেশ ছিল। সেখানে যোগ দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেই মঞ্চ থেকে দিলীপের নিদান, রাজ্যে পালাবদল হলে যাদবপুরকে ঠান্ডা করে দেওয়া হবে। একইসঙ্গে বুদ্ধিজীবীদেরও তীব্র ভাষায় আক্রমণ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।
দিলীপ ঘোষ তাঁর স্বভাবসিদ্ধ জ্বালাময়ী ভাষণে এদিন বলেন, “যেখানে যেখানে সন্ত্রাসবাদী, সমাজবিরোধী শক্তি মাথাচাড়া দিয়েছে, আমরা বুট দিয়ে মাথা কুচলে দিই তার। জেএনইউয়ে যান। দেখে আসুন। ওখানেও প্রকাশ্যে মদ গাঁজা খাওয়া হত। আজাদি আজাদি বলা হত। সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে। এই বাংলার সরকার যেদিন যাবে যাদবপুরে বিবেকানন্দের স্ট্যাচু আর ভারত মাতা কী জয় স্লোগান দেবে, জয় শ্রীরাম স্লোগান দেবো। আমি বলে যাচ্ছি।”
advertisement
দিলীপের আরও দাবি, “কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, কোথায় যাদবপুর? আজ হোক কাল ঠান্ডা হয়ে যাবে।” দিলীপ ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ে যদি খুনের ঘটনা, মদ-গাঁজার আসর বসে, ছেলে মেয়েরা কী ভাবে ভাল ফল করবে? বাংলার যে শিক্ষা নিয়ে গর্ব করা হত, তা গোড়া থেকে কেটে ফেলার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: ‘কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি...’, যাদবপুর নিয়ে 'বিস্ফোরক' দিলীপ ঘোষ! দিলেন চরম হুঁশিয়ারি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement