GK: বেশি ওজন বলে মন খারাপ? চাঁদে আপনার ওজন কত জানেন? মনে রাখবেন দোষ আপনার নয়, পৃথিবীর!

Last Updated:

General knowledge: বেশি ওজন বলে মন খারাপ? চাঁদে আপনার ওজন কত জানেন? মনে রাখবেন দোষ আপনার নয়, পৃথিবীর!

চাঁদে আপনার ওজন কত জানেন?
চাঁদে আপনার ওজন কত জানেন?
advertisement
নয়াদিল্লি: চাঁদ হল পৃথিবীর একমাত্র উপগ্রহ, যাকে রাতে আমরা দেখতে পাই।  কিন্তু এই চাঁদকে নিয়ে অনেক গোপন রহস্য রয়েছে। এই রহস্যগুলো উন্মোচনের জন্য, বিশ্বজুড়ে বিভিন্ন মহাকাশ গবেষণা কেন্দ্র বছরের পর বছর ধরে চাঁদের উপর অভিযান চালিয়ে এসেছে। এই সময়ে অনেক রহস্য প্রকাশিত হয়েছে, আবার অনেক জিনিস এখনও অজানা রয়ে গিয়েছে।
advertisement
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞা চাঁদের মাটিতে অবতরণ করেছিল এই রহস্যগুলো উন্মোচনের জন্য।
১৯৬০ এবং ১৯৭০ এর দশকে, অ্যাপোলো অভিযানগুলি প্রথমবারের মতো মানুষকে চাঁদের পৃষ্ঠে নামিয়ে আনে। সেই মিশনের থেকে আমরা যে ছবিগুলো এবং ভিডিওগুলো দেখি, সেখানে মহাকাশচারীরা লাফিয়ে লাফিয়ে ঘুরতে দেখা যায়। কারণ চাঁদে মানুষের ওজন অনেক কমে যায়, তাই হাঁটার সময় তারা যেন লাফাচ্ছে মনে হয়।
advertisement
এটি মাধ্যাকর্ষণের শক্তি এবং চাঁদের কম ভর কারণে ঘটে। কিন্তু সেটা কতটা কম এবং এর কোন মহাকাশীয় ব্যাখ্যা রয়েছে, আসুন জানা যাক।
চাঁদের ভর এবং চাঁদের কম মাধ্যাকর্ষণের কারণে, মানুষের এবং অন্যান্য কোনো বস্তুর ওজন পৃথিবীর তুলনায় ছয় গুণ কম।উদাহরণস্বরূপ, যদি একজন মানুষের পৃথিবীতে ওজন ৭৮ কেজি হয়, তাহলে চাঁদের উপর তার ওজন মাত্র ১৩ কেজি হবে।
advertisement
এই উত্তরটি কাছাকাছি, কিন্তু সম্পূর্ণ নয়। এখানে প্রশ্ন হল, পৃথিবীর তুলনায় চাঁদের উপর ওজনের পরিবর্তন হিসাব করার জন্য কোনো সূত্র কি আছে? এর উত্তর হ্যাঁ। এর জন্য দুটি পদ্ধতি আছে।
advertisement
প্রথম সূত্র: পৃথিবীর উপর মানুষের ওজন × ১৬.৫ ÷ ১০০ = চাঁদের উপর মানুষের ওজন। ধরুন, বিশ্বে কেউ ৭৮ কেজি ওজনের। তাহলে চাঁদের উপর তার ওজন কত? সূত্র অনুযায়ী, ৭৮ কেজি × ১৬.৫ ÷ ১০০ = ১২.৮৭ কেজি হবে। অর্থাৎ, এটি ৬ গুণ কম। এটি একটি সঠিক উত্তর।
advertisement
দ্বিতীয় সূত্র: চাঁদের ওজন = (পৃথিবীর ওজন / ৯.৮১) × ১.৬২। যেখানে ৯.৮১ = পৃথিবীর মাধ্যাকর্ষণের শক্তি (প্রতি বর্গ মিটারে)। ১.৬২ = চাঁদের মাধ্যাকর্ষণের শক্তি (প্রতি বর্গ মিটারে)। এই সূত্র অনুযায়ী, ওজন হবে (৭৮ কেজি / ৯.৮১) × 1.62 = 12.88 কেজি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
GK: বেশি ওজন বলে মন খারাপ? চাঁদে আপনার ওজন কত জানেন? মনে রাখবেন দোষ আপনার নয়, পৃথিবীর!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement