গাজিয়াবাদের প্রায় সব গাড়িই হাজির করেছেন পেট্রোল পাম্পে ! পাগল প্রেমিকের কীর্তি দেখে মুচকি হাসছেন নেটিজেনরা

Last Updated:

গাজিয়াবাদের এক যুবক শহরের এক পেট্রোল পাম্পে কর্মরতা এক যুবতীর প্রেমে পড়েন। তিনি যখন ওই পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে আসেন, তখন ওই যুবতী তাঁর হৃদয় হরণ করেন বলেই খবর।

গাজিয়াবাদের প্রায় সব গাড়িই হাজির করেছেন পেট্রল পাম্পে ! (Photo: Instagram)
গাজিয়াবাদের প্রায় সব গাড়িই হাজির করেছেন পেট্রল পাম্পে ! (Photo: Instagram)
গাজিয়াবাদ: পাওলো কোয়েলহো তাঁর দ্য অ্যালকেমিস্ট বইতে একটা কথা লিখেছিলেন। সেটা এতটাই বিখ্যাত হয়ে যায় যে ওম শান্তি ওম ছবির এক সংলাপেও তা রাখা হয়েছিল। ব্যাপারটা আর কিছুই নয়। লক্ষ্য কীভাবে অর্জন করা যায়, তারই এক দার্শনিক ব্যাখ্যা। পাওলো কোয়েলহো লিখেছিলেন, কেউ যদি কোনও কিছু তীব্রভাবে চান, তবে সারা পৃথিবী তাঁকে তা পাইয়ে দেওয়ার প্রচেষ্টায় মেতে ওঠে। গাজিয়াবাদের যে যুবকের কীর্তি এখন নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে, তাঁকে অবশ্য সারা পৃথিবীর সাহায্য নিতে হয়নি। তাঁর নিজের শহরের কিছু পরিচিতর সাহায্যই এক্ষেত্রে যথেষ্ট ছিল।
বিষয় বিশুদ্ধ প্রেমের। জানা গিয়েছে যে গাজিয়াবাদের এক যুবক শহরের এক পেট্রোল পাম্পে কর্মরতা এক যুবতীর প্রেমে পড়েন। তিনি যখন ওই পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে আসেন, তখন ওই যুবতী তাঁর হৃদয় হরণ করেন বলেই খবর। এবার যুবকের কাছে প্রেমাস্পদের দেখা পাওয়ার উপায় একটাই- পেট্রোল পাম্পে যাওয়া। তিনি তা-ই অতএব শুরু করলেন!
advertisement
advertisement
তবে, নিজের গাড়ির জন্য আর কত জ্বালানি লাগে! রোজ রোজ তা লাগার কথাও নয়। তাই ওই যুবক রোজ একটা করে নতুন গাড়ি নিয়ে ওই পেট্রল পাম্পে আসতে শুরু করে দেন। কোনও দিন তাঁর সঙ্গে থাকত দু-চাকা, কোনও দিন আবার চার-চাকা গাড়ি নিয়ে হাজির হয়ে যেতেন তিনি। তবে তাঁর ভদ্রতাবোধ অত্যন্ত নিখুঁত, কোনও ভাবেই যুবতীকে বিরক্ত করতেন না তিনি, অত্যন্ত সজাগ থাকতেন সে বিষয়ে। স্রেফ তেল ভরে নিয়ে চলে যেতেন। সঙ্গে এক বন্ধুও থাকতেন অবশ্য। আর হ্যাঁ, যাঁকে ভালবেসেছেন, তিনি ছাড়া পেট্রোল পাম্পের আরও কাছ থেকে গাড়ি ভর্তি করতেন না।
advertisement

View this post on Instagram

A post shared by Ghaziabad (@realghaziabad)

advertisement
যুবকের এই কীর্তির এক ঝলক এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁরই কোনও বন্ধু সম্ভবত সেই ভিডিও তুলেছেন। তাতে নানা পোশাকে, নানা ঋতুতে দেখা যাচ্ছে তাঁদের। বোঝাই যাচ্ছে, বিষয়টা এক-দুদিনের নয়, তবে ঠিক কত দিন এই প্রেমিকার মন জয়ের প্রচেষ্টা চলেছে, তা বলা হয়নি। যাই হোক, এখন সেই সবের টুকরো টুকরো ঝলক দেখে মুচকি হাসছেন নেটিজেনরা। পেট্রোল পাম্পে কর্মরতা ওই যুবতীকেও ভিডিওয় হাসতে দেখা গিয়েছে। আর তা দেখা মাত্রই মন্তব্য করতে শুরু করে দিয়েছে নেটিজেনরা- তাঁরও এই সম্পর্কে সায় আছে, তিনি আগাগোড়াই বিষয়টাকে প্রশ্রয় দিয়ে এসেছেন!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গাজিয়াবাদের প্রায় সব গাড়িই হাজির করেছেন পেট্রোল পাম্পে ! পাগল প্রেমিকের কীর্তি দেখে মুচকি হাসছেন নেটিজেনরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement