GK: গঙ্গাসাগরকে 'এই' কোডেই চেনে গোটা বিশ্ব! কেন এই কোড ব্যবহার হয়? এই তথ্য জানা উচিত বঙ্গবাসীর

Last Updated:

Knowledge Story: বিশ্বজুড়ে গঙ্গাসাগরকে একটি কোডে চেনা হয়। সেই কোড নম্বর হল এ-এস ১৫৩। এই কোড দিয়ে গঙ্গাসাগর সম্বন্ধে অনেক কিছুই বুঝতে পারেন বিশ্বের অন্যান্য জায়গার মানুষজন।

+
গঙ্গাসাগর

গঙ্গাসাগর সমুদ্র সৈকত 

গঙ্গাসাগর: বিশ্বজুড়ে গঙ্গাসাগরকে একটি কোডে চেনা হয়। সেই কোড নম্বর হল এ-এস ১৫৩। এই কোড দিয়ে গঙ্গাসাগর সম্বন্ধে অনেক কিছুই বুঝতে পারেন বিশ্বের অন্যান্য জায়গার মানুষজন। এই কোডের কি বিশেষত্ব সে সম্পর্কে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল রেডিও আ্যমেচার ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস। বিশ্বজুড়ে অনেক দ্বীপ আছে যেখানে মানুষ যেতে পারেনা। সেই কারণে এই কোড দিয়ে বোঝানো হয় এখানে মানুষজন যেতে পারবে কিনা।
গঙ্গাসাগরের এই কোড থাকার ফলে সহজেই সকলেই বুঝে যাচ্ছেন এখানে মানুষজন আসতে পারবেন। এছাড়াও জাহাজ যদি বিপদে পড়ে তখন এই কোড দিয়েই বুঝে যাবে তারা এই দ্বীপে নামতে পারবে কিনা। এছাড়াও এই কোড দিয়ে বোঝা যায় এখানে রেডিও অপারেট করা যায় কিনা। যে কোনও প্রাকৃতিক বিপর্যয় হলে, যখন সমস্ত যোগাযোগ ভেঙে পড়ে তখনও এই দ্বীপ থেকে রেডিও সিগন্যাল অপারেট করা যায়।
advertisement
আরও পড়ুনঃ দিঘায় এমন ঘটনা আগে ঘটেনি, শুধু এই কারণেই সমুদ্রপাড়ে জমবে দ্বিগুণ মজা, জানুন আপনিও
জাহাজে-জাহাজে যোগাযোগ, প্রাকৃতিক বিপর্যয়ের সময় দ্বীপের পরিস্থিতি, গঙ্গাসাগরের সঙ্গে বিশ্বের যোগাযোগ সবকিছুই এর ফলে সুবিধাজনক হবে।যুগান্তরকারী এই পদক্ষেপের ফলে বিশ্বের দরবারে নিঃশব্দে গঙ্গাসাগর তার জায়গা করে নিয়েছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
GK: গঙ্গাসাগরকে 'এই' কোডেই চেনে গোটা বিশ্ব! কেন এই কোড ব্যবহার হয়? এই তথ্য জানা উচিত বঙ্গবাসীর
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement