Digha: দিঘায় এমন ঘটনা আগে ঘটেনি, শুধু এই কারণেই সমুদ্রপাড়ে জমবে দ্বিগুণ মজা, জানুন আপনিও
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Digha: ইয়াস পরবর্তী সময়ে দিঘার রূপ একেবারেই বদলে গিয়েছে, যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেই দিঘায় ওশিয়ানা বিচে গড়ে উঠেছে নতুন পার্ক, যা নতুন করে আরও আকর্ষিত করবে।
*দিঘা ঘোরার প্ল্যানে রাখুন এই জায়গা,বেড়ানোর আনন্দ হবে দ্বিগুণ। ছুটির দিন বা উইকেন্ডে মানেই ব্যাগ কাঁধে সবাই মিলে কাছেপিঠে কোথাও বেরিয়ে পড়া। বন্ধু-বান্ধব,পরিবার নিয়ে হই হুল্লোড়। কাজের ব্যস্ততায় একটা উইকএণ্ড কাটাতে ভালবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আর বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা দিঘা। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
advertisement
*শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই বাঙালি পর্যটকদের প্রথম পছন্দ দিঘা। দিঘার সমুদ্রের সেই রূপ দেখতে বহু সংখ্যক পর্যটক দিঘায় আসেন। তবে দিঘায় এলে শুধুমাত্র আর সমুদ্র স্নান নয়। দিঘার কাছেই এই জায়গা আপনার বেড়ানোর আনন্দকে দ্বিগুণ করবে। আর এই জায়গা হল দিঘার ওসিয়ানা বিচ পার্ক। দিঘা মানে সমুদ্রের উত্তাল ঢেউর সঙ্গে পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে চুটিয়ে মজা উপভোগ করা। ফাইল ছবি।
advertisement
*সময়ের সঙ্গে সঙ্গে দিঘা শুধুমাত্র সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্র না। সরকারি উদ্যোগে একের পর এক প্রকল্পের বাস্তবায়নে দিঘা হয়ে উঠেছে অন্যতম টুরিস্ট স্পষ্ট। সমুদ্রের পাশাপাশি পার্ক, কফি হাউস, বিশ্ববাংলা, উদ্যান ও মেরিন ড্রাইভ-সহ একগুচ্ছ প্রকল্প যা পর্যটকদের ইতিমধ্যে মনে ধরেছে। সেই দিঘায় পর্যটকদের মনোরঞ্জন করতে সাজানো গোছানো ওশিয়ানা বীচ পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফাইল ছবি।
advertisement
advertisement
*বাচ্চাদের খেলার জন্য একাধিক মজাদার স্পোর্ট একটিভিটি। দিঘায় যারা ঝাউবন ও সমুদ্র খুঁজে পেতে চায় তাদের জন্য আদর্শ জায়গা ওসিয়ানা বীচ পার্ক। ঝাউয়ের জঙ্গলে ঘেরা এই বীচ পার্ক পর্যটকদের মন ভরাবে। এই বীচে নামতে হলে একবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আবার সিঁড়ি বেয়ে সমুদ্র সৈকতে নামতে হয়। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement








