Fashion: 'ফুলও নয় আবার 'হাফ'ও নয়! 'হাঁসজারু' জিনসে মজে ফ্যাশন দুনিয়া, দাম শুনলে ভিরমি খাবেন আপনিও। জানেন কত দাম?

Last Updated:

বাজারে নতুন এক পোশাক এসেছে। আর নতুন এই পোশাক আসতেই শুরু হয়ে গিয়েছে হইচই! কেউ কেউ এই পোশাক দেখে বলছেন, “ এইসব পোশাক শুধু পাগলেই পরে ?” কেউ আবার এই পোশাকেই খুঁজে পাচ্ছেন আধুনিক ফ্যাশনের ইতিকথা।

ফ্যাশন দুনিয়ায় বাজার কাঁপাচ্ছে নতুন এই ট্রেন্ড। ছবি- সমাজমাধ্যম
ফ্যাশন দুনিয়ায় বাজার কাঁপাচ্ছে নতুন এই ট্রেন্ড। ছবি- সমাজমাধ্যম
কলকাতা: বাজারে নতুন এক পোশাক এসেছে। আর নতুন এই পোশাক আসতেই শুরু হয়ে গিয়েছে হইচই! কেউ কেউ এই পোশাক দেখে বলছেন, “ এইসব পোশাক শুধু পাগলেই পরে ?” কেউ আবার এই পোশাকেই খুঁজে পাচ্ছেন আধুনিক ফ্যাশনের ইতিকথা। কিন্তু, আপনি যে পক্ষেই থাকুন না কেন, পোশাকটি যে আপনার কাছেও আগ্রহের উদ্রেক করবে তা কিন্তু আপনিও অস্বীকার করতে পারবেন না। অদ্ভুত এই পোশাকটির নাম– ‘হাফ শর্ট হাফ প্যান্ট’। বাংলায় ব্যাখ্যা করতে গেলে প্যান্টটি হাফ এবং ফুল প্যান্টের মিলেমিশে এক একাকার।
আরও পড়ুন: কোন প্রাণীর দুধ টুথপেস্টের মতো থকথকে বেশি ঘনত্বের জন্য? সঠিক উত্তর অজানা ৯৯%-এর কাছেই
এই প্যান্টের বৈশিষ্ট্য হল প্যান্টটির একদিকে পা পূর্ণ দৈর্ঘ্যের, অন্যদিকে পায়ের অংশ একেবারে গোড়া থেকে কাটা। আর এই ধরনের প্যান্টই ঝড় তুলেছে গোটা বিশ্বের ফ্যাশন দুনিয়ায়। একেপেয়ে এই জিন্সের দাম শুনলেও ভিরমি খেতে পারেন। ফরাসি পোশাক সংস্থা ‘কোপার্নি’-র দাম প্রায় ৪৪০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার টাকারও বেশি।
advertisement
আরও পড়ুন: হোটেলে রাত কাটাবেন? দরজা বন্ধের সময় গলিয়ে দিন তোয়ালে! কারণ জানলে প্রত‍্যেকবার করবেন
পোশাক বিশেষজ্ঞ ক্রিস্টি সারার অনুরাগীর সংখ্যা গোটা নেট মাধ্যমে প্রায় দেড় কোটির বেশি। সম্প্রতি ক্রিস্টি নিজের নেটমাধ্যমে এই প্যান্টের ছবি পোস্ট করে লেখেন, “এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত পোশাক বোধহয় এটাই।” ক্রিস্টির সঙ্গে সহমত এমি পুরস্কার জয়ী পোশাকশিল্পী কারসন ক্রেসলে। মজার ছলে তিনি লিখেছেন, “আশা করি এই ট্রেন্ড এক পায়ে বেশিদিন হাঁটতে পারবে না।” তবে সমালোচনার মুখেও পিছু হটতে নারাজ ফ্যাশন সংস্থাটি। সংস্থার বক্তব্য, ফ্যাশন দুনিয়ায় নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা চলবেই, সেটাই দস্তুর। বিশেষজ্ঞরা যাই বলুন, আমজনতা যে এই প্যান্ট বিলক্ষণ পছন্দ করছেন তা কিন্তু বোঝা যাচ্ছে বিভিন্ন সমীক্ষায়। ফ্যাশন ম্যাগাজিন ভগের সমীক্ষা অনুসারে আপাতত ‘হটেস্ট ফ্যাশন ট্রেন্ড’-এর শিরোপা রয়েছে এই প্যান্টের দখলেই। তাই একপেয়ে জিনসেই মজে এখন ফ্যাশন দুনিয়া।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Fashion: 'ফুলও নয় আবার 'হাফ'ও নয়! 'হাঁসজারু' জিনসে মজে ফ্যাশন দুনিয়া, দাম শুনলে ভিরমি খাবেন আপনিও। জানেন কত দাম?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement