অন্নসংস্থানের জন্য লোকাল ট্রেনে হকারি সম্ভ্রান্ত প্রবীণার, মন ছুঁয়ে যায় ভিডিও

Last Updated:

Viral Video : অন্নসংস্থানের জন্য প্রবীণার জীবনসংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷

অন্নসংস্থানের জন্য প্রবীণার জীবনসংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷
অন্নসংস্থানের জন্য প্রবীণার জীবনসংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷
বয়স শুধুই একটা সংখ্যা ৷ বহুল প্রচলিত এই কথাটাই আবার নতুন করে প্রমাণ করলেন এক প্রবীণা ৷ তাঁর চেহারা তথাকথিত ট্রেনের হকারসুলভ নয় ৷ কিন্তু তিনি লোকাল ট্রেনের কামরায় চকোলেট ফিরি করছেন ৷ তাঁর ভিডিও শেয়ার করেছেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷ অন্নসংস্থানের জন্য প্রবীণার জীবনসংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷ স্বাতীর কথায়, ‘‘যখন কিছু মহিলা স্বাচ্ছন্দ্যের জীবন কাটান, তখন অন্যদের উপার্জনের জন্য সংগ্রাম করতে হয় ৷ অনুগামীদের প্রতি স্বাতীর আর্জি, তাঁরা যেন এরকম প্রবীণদের কাছ থেকে জিনিস কেনেন ৷ যতটা সম্ভব তাঁদের যেন সাহায্য করেন ৷
ট্যুইটারে ভিডিওটি শেয়ার করে স্বাতী যা লিখেছেন তার ইংরেজি তর্জমা করলে দাঁড়ায়, ‘‘যখন কিছু মানুষ স্বাচ্ছন্দ্যে আছেন, তখন বাকিদের কাছে সংগ্রামই জীবন ৷ এই মহিলা তাঁর মতো আরও কয়েক হাজার জন দু’বেলা দু’মুঠো খাবারের জন্য কঠোর পরিশ্রম করেন ৷ যদি সম্ভব হয় তাঁদের কাছ থেকে জিনিস কিনবেন ৷’’ ট্যুইটারে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি ৷ ৫ হাজার ‘লাইক’-এর পাশাপাশি এসেছে ১০৯.৩ হাজারের বেশি ভিউজ ৷ লোকাল ট্রেনের কামরায় ঘুরে ঘুরে চকোলেট বিক্রিরত প্রবীণাকে দেখে নেটিজেনরা একইসঙ্গে মুগ্ধ এবং বিমর্ষ ৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :  'বলছি, ওদিকে যাস না!' মায়ের বারণ কি আর ছানা-হাতি শোনে; পরের ঘটনা ভিডিওয় ভাইরাল হতে সময় নিল না মোটে!
এক নেটিজেন লিখেছেন ‘‘মাঝে মাঝে আমাদের উচিত দরকার না থাকলেও এই কঠোর পরিশ্রমীদের কাছ থেকে কিছু কেনা ৷ তাহলে তাঁদের উপকার হবে ৷’’ আর এক নেটিজেনের মন্তব্য, ‘‘এই প্রবীণাকে কুর্নিশ ৷ অল্পবয়সিরা যারা খালি অজুহাত খোঁজে, তাদের ওঁর কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া প্রয়োজন ৷’’ অনেকেই তাঁর ঠিকানা চেয়েছেন ৷ যাতে কিছু সাহায্য পাঠানো যায় ৷
advertisement
এক ট্যুইটারেত্তি একটি ছবি পোস্ট করেছেন ৷ সেখানেও দেখা যাচ্ছে এক বয়স্ক মহিলার হাত ৷ তিনি নেলপলিশ বিক্রি করছিলেন রেলের কামরায় ৷ তাঁর ধারণা, এই দু’জন আদতে একই প্রবীণা ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
অন্নসংস্থানের জন্য লোকাল ট্রেনে হকারি সম্ভ্রান্ত প্রবীণার, মন ছুঁয়ে যায় ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement