অন্নসংস্থানের জন্য লোকাল ট্রেনে হকারি সম্ভ্রান্ত প্রবীণার, মন ছুঁয়ে যায় ভিডিও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Viral Video : অন্নসংস্থানের জন্য প্রবীণার জীবনসংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷
বয়স শুধুই একটা সংখ্যা ৷ বহুল প্রচলিত এই কথাটাই আবার নতুন করে প্রমাণ করলেন এক প্রবীণা ৷ তাঁর চেহারা তথাকথিত ট্রেনের হকারসুলভ নয় ৷ কিন্তু তিনি লোকাল ট্রেনের কামরায় চকোলেট ফিরি করছেন ৷ তাঁর ভিডিও শেয়ার করেছেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷ অন্নসংস্থানের জন্য প্রবীণার জীবনসংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷ স্বাতীর কথায়, ‘‘যখন কিছু মহিলা স্বাচ্ছন্দ্যের জীবন কাটান, তখন অন্যদের উপার্জনের জন্য সংগ্রাম করতে হয় ৷ অনুগামীদের প্রতি স্বাতীর আর্জি, তাঁরা যেন এরকম প্রবীণদের কাছ থেকে জিনিস কেনেন ৷ যতটা সম্ভব তাঁদের যেন সাহায্য করেন ৷
ট্যুইটারে ভিডিওটি শেয়ার করে স্বাতী যা লিখেছেন তার ইংরেজি তর্জমা করলে দাঁড়ায়, ‘‘যখন কিছু মানুষ স্বাচ্ছন্দ্যে আছেন, তখন বাকিদের কাছে সংগ্রামই জীবন ৷ এই মহিলা তাঁর মতো আরও কয়েক হাজার জন দু’বেলা দু’মুঠো খাবারের জন্য কঠোর পরিশ্রম করেন ৷ যদি সম্ভব হয় তাঁদের কাছ থেকে জিনিস কিনবেন ৷’’ ট্যুইটারে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি ৷ ৫ হাজার ‘লাইক’-এর পাশাপাশি এসেছে ১০৯.৩ হাজারের বেশি ভিউজ ৷ লোকাল ট্রেনের কামরায় ঘুরে ঘুরে চকোলেট বিক্রিরত প্রবীণাকে দেখে নেটিজেনরা একইসঙ্গে মুগ্ধ এবং বিমর্ষ ৷
advertisement
advertisement
किसी की ज़िंदगी आराम है, संघर्ष किसी की ज़िंदगी का नाम है। ये महिला और इनके जैसे हज़ारों लोग जो मेहनत कर दो वक्त की रोटी कमाते हैं, हो सके तो उनसे सामान ज़रूर खरीदें। pic.twitter.com/zKXU3oIE8w
— Swati Maliwal (@SwatiJaiHind) September 5, 2022
advertisement
আরও পড়ুন : 'বলছি, ওদিকে যাস না!' মায়ের বারণ কি আর ছানা-হাতি শোনে; পরের ঘটনা ভিডিওয় ভাইরাল হতে সময় নিল না মোটে!
এক নেটিজেন লিখেছেন ‘‘মাঝে মাঝে আমাদের উচিত দরকার না থাকলেও এই কঠোর পরিশ্রমীদের কাছ থেকে কিছু কেনা ৷ তাহলে তাঁদের উপকার হবে ৷’’ আর এক নেটিজেনের মন্তব্য, ‘‘এই প্রবীণাকে কুর্নিশ ৷ অল্পবয়সিরা যারা খালি অজুহাত খোঁজে, তাদের ওঁর কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া প্রয়োজন ৷’’ অনেকেই তাঁর ঠিকানা চেয়েছেন ৷ যাতে কিছু সাহায্য পাঠানো যায় ৷
advertisement
I think she is the same woman. I took this photo of her in Nov, 2014 in Mumbai local. pic.twitter.com/kT90gVLK00
— Eeshita Mittal (@EeshitaMittal) September 6, 2022
এক ট্যুইটারেত্তি একটি ছবি পোস্ট করেছেন ৷ সেখানেও দেখা যাচ্ছে এক বয়স্ক মহিলার হাত ৷ তিনি নেলপলিশ বিক্রি করছিলেন রেলের কামরায় ৷ তাঁর ধারণা, এই দু’জন আদতে একই প্রবীণা ৷
view commentsLocation :
First Published :
September 07, 2022 1:38 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
অন্নসংস্থানের জন্য লোকাল ট্রেনে হকারি সম্ভ্রান্ত প্রবীণার, মন ছুঁয়ে যায় ভিডিও