হাতের মোবাইল হয়ে উঠবে ডি এস এল আর! পুজোয় নজর কাড়া ছবি তুলতে এই ৫ অ্যাপ ব্যবহার করে দেখুন

Last Updated:

Photo Editing apps : খরচা করে ডি এস এল আর কিনতে হবে না। মোবাইলেই উঠবে ফাটাফাটি ছবি। জেনে নিন ৫ অ্যাপ এর নাম

#কলকাতা: পুজোয় ছবি তুলবেন আর তাতে সুন্দর দেখাবে না, তাহলে তো ঠাকুর দেখাটাই মাটি। নতুন জামা পড়ে সেজেগুজে বেরনোর পর একটা ভালো ছবি না উঠলে কি আর মন ভরে? আর এই দমবদ্ধ করা ভিরের মধ্যে ক্যামেরাটা নিয়ে বেরনোও ঝক্কির। তবে উপায়? রয়েছে ম্যাজিকের মতো ৫ অ্যাপ, যা মোবাইলের ছবিতেই দেবে ডিএসএলআর টাচ। খরচা করে ডি এস এল আর কিনতে হবে না। মোবাইলেই উঠবে ফাটাফাটি ছবি। জেনে নিন ৫ অ্যাপ এর নাম...
১) পিক্সআর্ট:
পিক্সআর্ট অ্যান্ড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় ফটো এডিটর অ্যাপগুলির মধ্যে একটি। এটিতে রয়েছে ফটোশপের মতো উন্নত প্রোগ্রামের মতো ফিচার এবং একাধিক ছবির লেয়ার যুক্ত করার ক্ষমতা। এমনকি আপনি PicsArt ব্যবহার করে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য কোলাজ এবং ব্যানার তৈরি করতে পারেন।
advertisement
advertisement
২) স্ন্যাপসিড:
সর্বাধিক বৈশিষ্ট্য সমৃদ্ধ ফটো এডিটর অ্যাপ নয় এটি। তবে ব্যবহার করা সহজ এবং বেশ সহজবোধ্য। আপনি যে ছবিটি এডিট করতে চান তা বেছে নিতে হবে এবং আপনি বিভিন্ন লেয়ার এবং ফিচার দেখতে পাবেন।
৩) অ্যাডোব লাইটরুম:
লাইটরুম হল অ্যান্ড্রয়েডের জন্য একটি ফটো এডিটর যা আপনাকে ফটোতে আলো এবং রঙের সঙ্গে খেলা করতে দেয়। আপনি একটি ছবিতে এক্সপোজার স্তর, হাইলাইট, ছায়া এবং প্রধানত রঙের টোনগুলি পরিবর্তন করতে পারেন। আপনি কালো-সাদা ফটোগুলিকে রঙিন করতে পারেন এই অ্যাপ দিয়ে।
advertisement
৪) ক্যানভা:
ক্যানভায় ইনস্টাগ্রাম পোস্ট, গল্প, ইউটিউব থাম্বনেইল, পোস্টার, ফ্লায়ার, আমন্ত্রণ কার্ড ইত্যাদির মতো একাধিক ব্যবহারের ক্ষেত্রে প্রচুর টেমপ্লেট রয়েছে। ফটোগুলি ডিজাইন বা এডিট করতে চাইলে তাও সম্ভব এই অ্যাপে।
৫) পিক্সলার:
আপনার ফটো এডিট শুরু করার আগে লগ ইন করতে হবে না। খুব সরল এবং সহজ পদ্ধতিতে এডিট করতে পারবেন এই অ্যাপে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হাতের মোবাইল হয়ে উঠবে ডি এস এল আর! পুজোয় নজর কাড়া ছবি তুলতে এই ৫ অ্যাপ ব্যবহার করে দেখুন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement