Dubai News: বউকে বিকিনিতে দেখতে চান, বিশেষ 'তোফা' স্বামীর, দাম শুনলে চোখ কপালে উঠবে!

Last Updated:

Dubai News: সৌদির সমুদ্র সৈকত পছন্দ হয়নি। এদিকে বউকে বিকিনিতে দেখতে চেয়েছিলেন। কোটি কোটি টাকা খরচ করে এশিয়ায় আস্ত দ্বীপই কিনে ফেললেন স্বামী। বিস্তারিত পড়ুন...

বউকে বিকিনিতে দেখতে চান, বিশেষ 'তোফা' স্বামীর৷
বউকে বিকিনিতে দেখতে চান, বিশেষ 'তোফা' স্বামীর৷
দুবাই : বউ আবদার করেছিল৷ ফেলতে পারেননি স্বামী৷ পকেট থেকে মুহূর্তে খসালেন কোটি কোটি টাকা৷ কী কিনলেন? একটা আস্ত দ্বীপ৷ এর পিছনে কোন কারণ জানলে অবাক হয়ে যাবেন৷
সম্প্রতি এক দুবাইয়ের এক মহিলা একটি ভিডিয়ো শেয়ার করেছেন৷ সেখানে তিনি বলেছেন, তাঁর স্বামী কী ভাবে তাঁকে খুশি রাখতে কোটি কোটি টাকা খরচ করেন৷ সৌদি আল নাদাক নামের মেয়েটি আসলে ব্রিটিশ৷ কিন্তু বিয়ের পর তিনি দুবাই চলে এসেছেন৷ তিনি ও তাঁর স্বামী যেভাবে জলের মতো টাকা খরচ করেন, জানলে কপালে চোখ উঠবে আপনাদের৷
advertisement
advertisement
নাদাক জানিয়েছেন, তাঁকে একবার বিকিনিতে দেখতে চেয়েছিলেন তাঁর স্বামী৷ তবে দুবাই-এর বিচে নিরাপত্তার অভাবের কথা ভেবে বিচিত্র এক সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি৷ নাদাক জানিয়েছেন, তাঁর স্বামী প্রায় ৪১৮ কোটি টাকা খরচ করে একটা আস্ত দ্বীপ কিনে ফেলেছেন৷ উদ্দেশ্য একটাই, স্ত্রী যেন বিকিনি পরে গোটা দ্বীপে চূড়ান্ত মজা করতে পারেন৷ এবং তিনি যেন এক মুহূর্তের জন্যেও নিরাপত্তাহীনতায় না ভোগেন৷
advertisement
দুবাইয়ে পড়াশোনার জন্য এসেছিলেন নাদাক৷ সেখানে এসেই তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল জামাল আল আদাকের৷ যিনি দুবাইয়ের খুব বড় ব্যবসায়ী৷ বউয়ের জন্য তিনি এশিয়ায় দ্বীপ কিনেছেন৷ তবে বউ-এর পিছনে এত টাকা খরচের ব্যাপারটা এই প্রথম নয়৷ সৌদি নাদাক জানিয়েছেন, প্রতিদিন, প্রতি সপ্তাহ এবং প্রতিটি ছুটির সময় জামাল জলের মতো টাকা খরচ করে তাঁর জন্য৷ এর আগে বউকে খুশি করতে জামাল ইটালি চলে গিয়েছিল৷ এরপর ডায়মন্ডের আংটিও উপহার দিয়েছে বউকে৷ জানা গিয়েছে, এসবের জন্য সাড়ে আট কোটিরও বেশি টাকা খরচ করে ফেলেছেন জামাল৷
advertisement
তবে বউ-এর বিকিনির জন্য গোটা দ্বীপ কিনে ফেলার ব্যাপারটা যে আসলে সত্যি নয়, সেটা খোলসা করেছেন সৌদি আল নাদাক৷ জানিয়েছেন, তাঁরা দুজনেই অনেকদিন ধরে কোনও কিছুতে বিনিয়োগের কথা ভাবছিলেন৷ তার জন্য কোটি কোটি টাকা খরচ করে প্রাইভেট দ্বীপ কিনেছিলেন৷
ব্যাপারটা নেট দুনিয়ায় ভাইরাল হতেই হাজারো কমেন্টের বন্যা৷ একজন লিখেছেন, শুধু দ্বীপ কিনলে চলবে না৷ খাবারও চাই৷ ওখানে কিন্তু উবের ইটস খাবার দেয় না৷ আর একজন লিখেছেন, জামাল যেন তাঁর স্ত্রীকে এভাবেই আগলে রাখেন, ভালোবেসে যান৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Dubai News: বউকে বিকিনিতে দেখতে চান, বিশেষ 'তোফা' স্বামীর, দাম শুনলে চোখ কপালে উঠবে!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement