Peak Bengaluru: গাড়িতে কর্পোরেট অফিসের চেয়ার! বেঙ্গালুরু অটো চালকের কান্ড নেটদুনিয়ায় ভাইরাল

Last Updated:

Peak Bengaluru: কোথাও অটোড্রাইভারের চেনা সিট? সেখানে জায়গা পেয়েছে কর্পোরেট অফিসের চেয়ার! বেঙ্গালুরুতে অটো চালকের কান্ড নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল, মিস না করে ছবিটি দেখুন৷

Peak Bengaluru: গাড়িতে কর্পোরেট অফিসের চেয়ার! বেঙ্গালুরু অটো চালকের কান্ড নেটদুনিয়ায় ভাইরাল
Peak Bengaluru: গাড়িতে কর্পোরেট অফিসের চেয়ার! বেঙ্গালুরু অটো চালকের কান্ড নেটদুনিয়ায় ভাইরাল
বেঙ্গালুরু: ধরে নিন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। হঠা‍ৎ আপনার সামনে একটা অটো হুশ করে চলে এলো৷ ড্রাইভার জিজ্ঞালা করল কোথায় যাবেন আপনি৷ কিন্তু আপনার চোখ আটকে গেল ড্রাইভারের সিট দেখে৷ সাধারণ অটো নয়, সেখানে বসানো রয়েছে অফিসের চেয়ার! ব্যাপারটা নিশ্চয়ই আপনাকে অবাক করে দেবে?
না গল্প নয়, ঘটনাটি একবারে সত্যি৷ এমন ঘটনা ঘটেছে খোদ বেঙ্গালুরুতে৷ যেখানে দেখা গিয়েছে, এক অটোচালক তার গাড়িতে ড্রাইভারের সাধারণ সিট রাতারাতি পাল্টেই ফেলেছেন৷ তার জায়গায় লাগিয়ে ফেলেছেন কর্পোরেট অফিসের চেয়ার৷
advertisement
advertisement
নিত্য নতুন ঘটনার জন্য বেঙ্গালুরুর নাম বিভিন্ন সময় সংবাদের শিরোনামেই থাকে৷ কিছুদিন আগেই আর এক অটোচালকের কীর্তি অবাক করে দিয়েছিল সবাইকে৷ দেখা গিয়েছিল, তিনি নিজের হাত ঘড়িতে একটি কিউআর কোড লাগিয়েছেন৷ পিক টাইম মানে ব্যস্ততার সময়৷ তার উপর অনলাইনের যুগ৷ চটপট কাস্টমারদের থেকে টাকা তুলতেই এই ব্যবস্থা করেছিলেন তিনি৷ কাস্টমরা তার ঘড়ি স্ক্যান করেই পেমেন্ট করে দিচ্ছিলেন৷
advertisement
তবে কর্পোরেট চেয়ার লাগানো অটোচালকের কীর্তি রীতিমতো ভাইরাল৷ এক যাত্রী সেই ছবিটি তুলে সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দেন৷ ছবিটি ২৩ সেপ্টেম্বর শেয়ার করা হয়েছিল৷ প্রায় ২৭ হাজার ভিউ এসেছে৷ ছবিটি শেয়ার করে, শিবানী মাতলাপুদি নামের সেই অটোযাত্রী লিখেছিলেন, “এই কারণেই বেঙ্গালুরুকে আমি এত ভালোবাসি৷ অটোচালক কত ভালোভাবে নিজের সিটটি আপগ্রেড করেছে দেখুন” অটোচালকের এই কাজে অনেকে যেমন অবাক হয়েছেন, তেমন অনেকে আবার প্রশংসাও করেছেন৷ অনেকে লিখেছেন, ঘণ্টার পর ঘণ্টা অটো চালানো পরিশ্রমের কাজ৷ তাছাড়া বেঙ্গালুরু প্রবল জ্যামে আটকে থাকার ব্যাপারটিও রয়েছে৷ হাত ও পিঠের বিশ্রামের জন্য অটোচালক যা করেছেন তা প্রশংসার দাবী রাখে৷
advertisement
ছবি ভাইরাল হতেই নেট জগতে একের পর এক কমেন্ট ভেসে উঠছে৷ সবাই যে ব্যাপারটায় বেশ মজা পেয়েছেন সেটা পরিষ্কার৷ একজন যেমন লিখেছেন, “এই অটোচালকই রূপার পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন, কিউকি আরম কা মামলা হ্যায়৷” অন্য আর একজন লিখেছেন, “এমন কিছু হতে পারে আমি সত্যিই ভাবতে পারছি না৷ নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস হচ্ছে৷ আমি এখনই বেঙ্গালুরু যাব৷ পুরো ব্যাপারটা নিজের চোখে দেখতে চাই৷ অবিশ্বাস্য৷”
advertisement
এখানেই শেষ নয়৷ নেটিজেনদের অনেকে অটোচালককে ব্যাটম্যানের সঙ্গেও তুলনা করেছেন৷ লিখেছেন, “প্রবল ট্রাফিক থেকে বাঁচটে ভাই দারুণ একটি উপায় বের করেছে৷ ভিড় ঠেলে এবার ও ব্যাটম্যানের মতো যাত্রীদের নিয়ে যাবে৷” একজন লিখেছেন, “যে ভঙ্গিতে অটোচালক বসে রয়েছে আর অটো চালাচ্ছে সেটা কিন্তু দারুন৷”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Peak Bengaluru: গাড়িতে কর্পোরেট অফিসের চেয়ার! বেঙ্গালুরু অটো চালকের কান্ড নেটদুনিয়ায় ভাইরাল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement