Graveyard: পৃথিবীর ভয়ঙ্কর কবরস্থানগুলি কোথায় আছে জানেন? দেখলেই ভয় কাঁপবে শরীর
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Graveyard: কবরস্থান শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত৷ তবে এটা কি জানেন যে, কবরস্থান শুধুমাত্র মানুষের হয় না৷ সেগুলি গাড়ি, ট্রেনেরও হতে পারে৷ আজ এমনই বিশ্বের কিছু ভয়ঙ্কর কবরস্থানের সম্পর্কে জানুন, সেগুলির ছবি দেখলে আপনি অবাক হয়ে যাবেন...
গাড়ির কবরস্থান- ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, চীনের হাংঝো শহরের বাইরে একটি বিশাল কবরস্থান রয়েছে, যেখানে শত শতবৈদ্যুতিক গাড়িকে কবর দেওয়া হয়েছে। গাড়িগুলির মধ্যে গাছপালা পর্যন্ত গজিয়েছে। আসলে ২০১৮ তে সালটি চীনে অটো কোম্পানিগুলি একের পর এক বৈদ্যুতিক যানবাহন লঞ্চ শুরু করে৷ যেগুলির বৈশিষ্ট্য ছিল দারুন৷ সাধারণ মানুষ তাই তাদের পুরনো গাড়িগুলো ফেলে দিতে থাকে। সেই গাড়িগুলো জমেই এই কবরস্থানের সৃষ্টি হয়েছে৷ (ছবি: Twitter/tradingMaxiSL)
advertisement
ট্রেন কোচ কবরস্থান - গ্রীস-এর দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতে একটি ট্রেন কোচের কবরস্থান রয়েছে। অ্যাটলাস অবসকুরা ওয়েবসাইট অনুসারে, ১৯৮০-এর দশক থেকে ট্রেনের যে কোচগুলি পুরনো হয়ে যায়, প্রশাসন সেগুলি এখানে ফেলে দেয়। বছরের পর বছর ধরে ট্রেনের কোচগুলি এখানে এভাবেই পড়ে আছে। লোহাকে স্ক্র্যাপ হিসেবে নিলামে তোলারও চেষ্টা চলছে, কিন্তু এত বেশি টিন আছে যে, ব্যাপারডা কিছুতেই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। (ছবি: রেডডিট)
advertisement
জাহাজের কবরস্থান - অস্ট্রেলিয়ার ব্রিসবেনের টাঙ্গালুমা বিচের কাছে একটি জাহাজের কবরস্থান রয়েছে৷ প্রায় ১৫টি ডুবে যাওয়া জাহাজকে এখানে একসঙ্গে রেখে দেওয়া হয়েছে৷ লোকজন এগুলি দেখতে আসে। পৃথিবীতে আরও অনেক জাহাজের কবরস্থান রয়েছে। ক্রুজ জাহাজগুলি ভারতের খাম্বাত উপসাগরে পাঠানো হয়, যেখানে সেগুলি স্ক্র্যাপ করে বিক্রি করা হয়। (ছবি: ক্যানভা)
advertisement
টেলিফোন বুথ কবরস্থান - একটা সময় লাল রঙের টেলিফোন বুথগুলি বেশ বিখ্যাত ছিল, এগুলি রাস্তার ধারে ধারে দেখা যেত। সংখ্যাটা কম নয়৷ এগুলো পুরনো হয়ে যাওয়ার পর জায়গা খালি করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়৷ .দিনের পর দিন অসংখ্য ফোন জমা হতে থাকে এক জায়গায়৷ বছরের পর বছর এগুলি পড়ে রয়েছে একই জায়গায়৷ (ছবি: Twitter/tradingMaxiSL)
advertisement
advertisement