পানীয় জল দিতে চেয়েছিলেন বিমানসেবিকা, নিতে অস্বীকার করায় মহা ফাঁপরে যাত্রী; শেষ পর্যন্ত ঠাঁই হল শ্রীঘরে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
ধৃত ওই যাত্রী আসলে উগান্ডার বংশোদ্ভূত। সিনিয়র শুল্ক অফিসারদের মতে, শারজাহ থেকে দিল্লিগামী জি৯-৪৬৩ উড়ানে এই ঘটনাটি ঘটেছিল।
Delhi Airport: বিমানসেবিকার প্রস্তাব নাকচ করে যে চরম মাসুল গুনতে হবে, সেটা স্বপ্নেও ভাবেননি এক বিমান যাত্রী। আসলে উড়ানটি অবতরণ করামাত্রই হেফাজতে নেওয়া হয়েছিল ওই যাত্রীকে। এরপর টানা ৯ দিন ধরে চলেছিল জিজ্ঞাসাবাদ। অবশেষে গ্রেফতার করা হয়েছে তাঁকে। দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা।
ধৃত ওই যাত্রী আসলে উগান্ডার বংশোদ্ভূত। সিনিয়র শুল্ক অফিসারদের মতে, শারজা থেকে নয়াদিল্লিগামী জি৯-৪৬৩ উড়ানে এই ঘটনাটি ঘটেছিল। উড়ানটি ওড়ার পরেই বিমানসেবিকারা যাত্রীদের মধ্যে খাবার বিতরণ করতে শুরু করে। কিন্তু এর মধ্যে এক যাত্রী খাবার নিতে চাননি। এমনকী, ৪-৫ ঘণ্টার লম্বা উড়ানে খাবার এমনকী পানীয়ও মুখে তোলেননি তিনি। এই বিষয়টা লক্ষ্য করেন বিমানসেবিকা। ফলে তাঁর মনে সন্দেহ দানা বাঁধে।
advertisement
advertisement
সন্দেহ আদৌ ঠিক কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ওই যাত্রীকে জল দিতে চান ওই বিমানসেবিকা। কিন্তু সেটাও নিতে চাননি ওই যাত্রী। এই সময় তাঁর আচরণ একেবারেই পছন্দ হয়নি বিমানসেবিকার। এবার একেবারে নিশ্চিত হয়ে যান তিনি। সময় নষ্ট না করে বিমানের ক্যাপ্টেনকে বিষয়টি জানান ওই বিমানসেবিকা। এরপর ক্যাপ্টেনও তড়িঘড়ি খবর পাঠিয়ে দেন ইন্দিরা গান্ধি বিমানবন্দরের এটিসি-র কাছে।
advertisement
খবর পাওয়ামাত্রই এটিসি বিষয়টি বুঝতে পারে। তারাও এই খবর পাঠিয়ে দেয় কাস্টমস প্রিভেন্টিভ টিমের কাছে। আর তথ্য হাতে আসামাত্রই নড়েচড়ে বসে তারা। ভোরবেলা ৪টে ৩০ মিনিট নাগাদ যখন উড়ানটি অবতরণ করে, তখন ওই যাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। তখন ওই যাত্রী স্বীকার করে নেন যে, তিনি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মাদকের ক্যাপসুল গ্রহণ করেছিলেন। এরপর ওই যাত্রীকে সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ওই যাত্রীর পাকস্থলী থেকে ১৩টি ক্যাপসুল বার করে আনা হয়।
advertisement
ক্যাপসুলগুলি পরীক্ষা করে তার মধ্যে থেকে ৩৫৭ গ্রাম কোকেন উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক বাজারে যার মূল্য ৫.৩৬ কোটি টাকা। এই তথ্য বার করে আনতে প্রায় ৯ দিন সময় লেগে গিয়েছে চিকিৎসক এবং তদন্তকারীদের। আপাতত মাদক পাচারের অভিযোগে শ্রীঘরে ঠাঁই হয়েছে উগান্ডার বংশোদ্ভূত ওই বিদেশি নাগরিকের।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2024 3:22 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পানীয় জল দিতে চেয়েছিলেন বিমানসেবিকা, নিতে অস্বীকার করায় মহা ফাঁপরে যাত্রী; শেষ পর্যন্ত ঠাঁই হল শ্রীঘরে