Couple Arrested: নতুন বউয়ের পোশাক এল কোথা থেকে? যা কাণ্ড তাতে বিয়ের দিনই গ্রেফতার দম্পতি!

Last Updated:

নিজেদের বিয়ের দিন চুরি করা পোশাক পরে গ্রেফতার হতে হয়েছে নবদম্পতিকে (Couple Arrested)।

আপনার ক্ষেত্রেও এমন হয় কি? তাহলে তার সমাধানও আপনার হাতে।
আপনার ক্ষেত্রেও এমন হয় কি? তাহলে তার সমাধানও আপনার হাতে।
#কলকাতা: নিজেদের বিয়ের দিনই গ্রেফতার হলেন নবদম্পতি (Couple Arrested)। কিন্তু কেন? নতুন বউয়ের পোশাক নিয়েই সমস্যার সূত্রপাত। জানা যায়, চুরি করা পোশাক পরেছেন নতুন বউ। তাও আবার যেখান-সেখান থেকে না। পাত্রের প্রাক্তন স্ত্রীর কাছ থেকে। এমনকী প্রাক্তন স্ত্রীয়ের বেশ কিছু সাজ সরঞ্জামও পরেছেন নতুন বউ। পাত্রের সঙ্গে ডিভোর্সের পরই প্রাক্তন স্ত্রীয়ের বিয়ের পোশাক ও সাজ সরঞ্জাম অদ্ভুত ভাবে হারিয়ে গিয়েছিল। সেই সময় কোনও ভাবেই সেগুলি আর খুঁজে পাওয়া যায়নি (Couple Arrested)।
প্রাক্তন বরের নতুন করে বিয়ের পরই এক বন্ধুর কাছ থেকে বিয়ের দিনের ছবি দেখেই নিজের পোশাক চিনতে পারেন প্রাক্তন স্ত্রী। তার পরেই পুলিশকে খবর দেন তিনি। তাঁদের দু'জনেরই পরিচিত এক বন্ধুই সেই খবর পৌঁছিলেন প্রাক্তন স্ত্রীর কাছে। এর পর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এমন কাণ্ডের কথা। নিজেদের বিয়ের দিন চুরি করা পোশাক পরে গ্রেফতার হতে হয়েছে নবদম্পতিকে (Couple Arrested)।
advertisement
আরও পড়ুন: মাদককাণ্ডের পর প্রথমবার প্রকাশ্যে, IPL মেগা নিলামে হাজির শাহরুখ-পুত্র আরিয়ান খান! সঙ্গী সুহানা-জাহ্নবী
ওই বন্ধু জানিয়েছেন, মেরি ও অ্যাডাম একই কোম্পানিতে তাঁর সঙ্গে চাকরি করতেন। তার আগেই তাঁদের বিয়ে হয়ে গিয়েছিল। এর পর মেরি চাকরি ছেড়ে দেওয়ার পর পরে অ্যাডামের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মেরির। পরে অ্যাডাম চেলসি নামে এক মহিলার প্রেমে পড়েন এবং বিয়ের সিদ্ধান্ত নেন। ওই পূর্বপরিচিত বন্ধুকে ফের ডাকেন নিজেদের বিয়েতে। সেখানে গিয়েই তিনি আবিষ্কার করেন, মেরির বিয়ের পোশাকই পরে রয়েছেন চেলসি। তখনই মেরিকে বিয়ের ছবি পাঠান তিনি। এবং সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে থেকে রেলের এই নিয়ম ফের চালু হচ্ছে, যাত্রীরা অবশ্যই জেনে নিন...
এর পর মেরি পুলিশের কাছে অভিযোগ জানানোর পরই নবদম্পতিতে থানায় ডাকা হয়। সমস্ত পোশাক ও গয়না জমা করতে বলা হয়। জানা গিয়েছে, মেরির পোশাক অ্যাডামই চেলসিকে দিয়েছিলেন। কিন্তু কেন অ্যাডাম এই কাজ করলেন তা জানা যায়নি, বিদেশে কোথায় ঘটেছে এমন কাণ্ড তাও অজানা। নবদম্পতি আপাতত জামিনে মুক্ত।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Couple Arrested: নতুন বউয়ের পোশাক এল কোথা থেকে? যা কাণ্ড তাতে বিয়ের দিনই গ্রেফতার দম্পতি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement