Home /News /entertainment /
Aryan Khan Suhana Khan: মাদককাণ্ডের পর প্রথমবার প্রকাশ্যে, IPL মেগা নিলামে হাজির শাহরুখ-পুত্র আরিয়ান খান! সঙ্গী সুহানা-জাহ্নবী

Aryan Khan Suhana Khan: মাদককাণ্ডের পর প্রথমবার প্রকাশ্যে, IPL মেগা নিলামে হাজির শাহরুখ-পুত্র আরিয়ান খান! সঙ্গী সুহানা-জাহ্নবী

Aryan Khan Suhana Khan

Aryan Khan Suhana Khan

শনিবার নিলাম শুরু হওয়ার সময়ই নজর কেড়ে নিলেন কলকাতা নাইট রাইডার্সের টেবিলে বসা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan Suhana Khan)। (IPL 2022)

 • Share this:

  #বেঙ্গালুরু: গোটা দেশের নজর আজ আইপিএল-এর (IPL 2022) মেগা নিলামের দিকে। দু'দিন ধরে চলবে এই নিলাম। অংশ নেবেন মোট ৫৯০ জন ক্রিকেটার। শনিবার নিলাম শুরু হওয়ার সময়ই নজর কেড়ে নিলেন কলকাতা নাইট রাইডার্সের টেবিলে বসা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan Suhana Khan)। সঙ্গী দলের মেেয় বোন সুহানা খান ও জুহি চাওলার মেয়ে জাহ্নবী। কেকেআর দলের মালিক একযোগে শাহরুখ খান এবং জুহি চাওলা। তবে নিলামে নেই শাহরুখ খান বা জুহির কেউই। তবে পরবর্তী প্রজন্মকে দেখা গিয়েছে এই কাজ করতে (Aryan Khan Suhana Khan)। যেন সন্তানদের হাতেখড়ি করালেন দুই তারকা।

  গত ৬ ফেব্রুয়ারি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণের পর মুম্বইয়ের শিবাজি পার্কে বহুদিন পর প্রকাশ্যে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। গায়িকার আত্মার শান্তি কামনায় দুয়া করতে দেখা গিয়েছিল তাঁকে। শাহরুখের সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছিল গোটা দেশে। শাহরুখের ২৩ বছরের ছেলে আরিয়ান খান কিছুদিন আগেই মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিল। সেই সময় নিজের সমস্ত শ্যুটিং ও ব্যবসার কাজ প্রায় বন্ধ রেখে একেবারেই অন্তরালে ছিলেন শাহরুখ। ছেলের জামিনের পর লতা মঙ্গেশকরের প্রয়াণেই প্রথমবার জনসমক্ষে দেখা গিয়েছিল তাঁকে।

  আরও পড়ুন: কপিল শর্মার সঙ্গী চন্দু চায়ওয়ালার স্ত্রীকে চেনেন? বলিউড সুন্দরীদের চেয়ে কম না, দেখুন

  আরও পড়ুন: প্রেম জমে ক্ষীর! পবনদীপের বোনের বিয়েতে হাজির অরুণিতা, দেখুন একসঙ্গে কী করলেন তাঁরা...

  মুম্বইয়ের প্রমোদতরীতে মাদককাণ্ডে গ্রেফতারির পর এবার শনিবার আরিয়ানকে প্রথম প্রকাশ্যে দেখা গেল। আইপিএলের নিলামে কেকেআর-এর প্রতিনিধিত্ব করছেন আরিয়ান ও সুহানা। গত অক্টোবরের শেষে জামিনে মুক্তি পাওয়ার পর বার কয়েক এনসিবি দফতরে হাজিরা দিতে দেখা গিয়েছে আরিয়ানকে। তবে তার বাইরে স্বাভাবিক জীবনে এই প্রথম, এবং বাবার অনুপস্থতিতিতে একেবারে যোগ্য উত্তরসূরীর মতো ব্যবসা সামলানোর কাজ করতে দেখা গিয়েছে আরিয়ান ও সুহানাকে।

  বেশ কয়েক বছর আগে আরিয়ান আর জাহ্নবী কেকেআরের হয়ে নিলামে অংশ নিয়েছিলেন। সেই সময়ও তাঁদের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় (Aryan Khan Suhana Khan)। পরবর্তী প্রজন্মকে নিয়ে জুহি বলেছিলেন, 'কত কিছুই মনে চলছিল। একটা তো অবশ্যই এটা যে প্রকৃতির নিয়ম কতই মধুর! এক ঝলকে আরিয়ানকে দেখলে সবার মনে হয় তরুণ শাহরুখ খান, আর জাহ্নবীর মধ্যে আমি নিজেকে খুঁজে পাই!'

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Aryan khan, IPL 2022, IPL Auction, Shah Rukh Khan, Suhana Khan

  পরবর্তী খবর