হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো 'দ্য কপিল শর্মা শো' (The Kapil Sharma Show)। এই কমেডি শো বর্তমানে অন্যান্য বিভিন্ন প্রোগ্রামকে পিছনে ফেলে দিয়েছে জনপ্রিয়তার লড়াইয়ে। দীর্ঘদিন ধরে এই শো এর টিআরপি ধরে রেখেছেন সঞ্চালক কপিল শর্মা (The Kapil Sharma Show)।
2/ 7
তবে শুধু কপিলের দৌলতেই নয়, তাঁর সঙ্গী হিসেবে যাঁরা এই শো-তে কাজ করেন তাঁরাও অনবদ্য কমেডিয়ান। এঁদের মধ্যে একজন রয়েছেন চন্দু চায়ওয়ালা। তাঁর আসল নাম চন্দন প্রভাকর। তিনি পঞ্জাবি ছবি অভিনেতাও বটে।
3/ 7
শো-তে যেখানে চন্দুর রূপ ও তাঁর জীবনে কোনও মহিলার না থাকা নিয়ে কপিল বার বার রসিকতা করেন, সেই চন্দুর সত্যিকারের স্ত্রীকে দেখলে অবাক হবেন সকলেই।
4/ 7
বলিউড সুন্দরীদের থেকে কোনও অংশে কম না চন্দুর স্ত্রী নন্দিনী খান্না।
5/ 7
সোশ্যাল মিডিয়ায় চন্দু অর্থাৎ চন্দন প্রভাকরের সঙ্গে তাঁর স্ত্রীর ছবি মাঝেমধ্যে দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠানে সুন্দরী স্ত্রীকে পাশে নিয়ে ক্যামেরায় পোজ দিতে দেখা গিয়েছে চন্দুকে।
6/ 7
২০১৫ সালে নন্দিনীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চন্দন। তাঁর বিয়েতে বলিউডের বড় বড় স্টার যেমন ধর্মেন্দ্র, জিতেন্দ্র, রণবীর-দীপিকা, আমিশা প্যাটেল, রবীনা ট্যান্ডন উপস্থিত ছিলেন।
7/ 7
চন্দন এবং নন্দিনীর এক কন্যা সন্তান রয়েছে। তার নাম আদভিকা। ২০১৭ সালে মেয়ের জন্ম হয়েছে তাঁদের। মেয়েকে নিয়েই বেশিরভাগ সময় কাটান নন্দিনী। ক্যামেরার সামনে খুব একটা দেখা যায় না তাঁকে।