জন্মদিনের আগেই নিভল জীবনের আলো, বিলাসবহুল পোর্শে গাড়ির বেপরোয়া গতির জেরে মর্মান্তিক পরিণতি যুবকের! তালগোল পাকিয়ে যাওয়া স্কুটি দেখে শিউরে উঠলেন প্রত্যক্ষদর্শীরা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Chandigarh Porsche Crash: সোমবার, ১০ মার্চ রাতের ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে চলা একটি বিলাসবহুল গাড়ি পোর্শে গিয়ে সটান ধাক্কা মেরেছে একটি দু-চাকার স্কুটারে। যার জেরে প্রাণ হারিয়েছেন এক যুবক। আর আহত হয়েছেন দুই তরুণীও।
Report: Manoj Rathee
চণ্ডীগড়: চণ্ডীগড় শহরকে ‘The City Beautiful’ বলেও ডাকা হয়। আর সেই সুন্দর শহরেই ব্যাপক চাঞ্চল্য। এবার গতির বলি হয়ে ঝরে গেল তরতাজা একটি প্রাণ। সোমবার, ১০ মার্চ রাতের ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে চলা একটি বিলাসবহুল গাড়ি পোর্শে গিয়ে সটান ধাক্কা মেরেছে একটি দু-চাকার স্কুটারে। যার জেরে প্রাণ হারিয়েছেন এক যুবক। আর আহত হয়েছেন দুই তরুণীও। অভিযুক্ত গাড়ির চালককে অবশ্য ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
advertisement
আসলে চণ্ডীগড়ের সেক্টর ৪-এর একটি পেট্রোল পাম্পের কাছে এই ঘটনাটি ঘটেছে। প্রথমে পোর্শে গাড়িটি সটান গিয়ে ধাক্কা মারে একটি স্কুটারে। এরপর তা আর একটি স্কুটারকে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইক আরোহী বছর চব্বিশের যুবক অঙ্কিতের। নয়াগাঁওয়ে পরিবার নিয়ে থাকতেন তিনি। আদতে অঙ্কিতরা আবার উত্তরাখণ্ডের বাসিন্দা। মঙ্গলবারই ছিল অঙ্কিতের জন্মদিন। ফলে সেই উপলক্ষে তাঁর গোটা পরিবার একটি পার্টির আয়োজন করেছিল। সমস্ত প্রস্তুতি ছিল সারা। বন্ধু এবং পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপনের আনন্দে মেতে ওঠার কথা ছিল অঙ্কিতের। কিন্তু কেউই বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি যে, অঙ্কিতের জীবনের শেষ দিন এটাই হয়ে যাবে। মর্মান্তিক পরিণতি হয়েছে অঙ্কিতের। বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কার অভিঘাতে তাঁর দেহ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল।
advertisement
News18-এর কাছে মৃত যুবকের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। কাঁদতে কাঁদতে তাঁরা জানালেন যে, চণ্ডীগড়ে বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতির বলি হল তাঁদের পরিবারের ছেলেটা। আর বিলাসবহুল এই পোর্শে গাড়ির মালিকের নাম সঞ্জীব। তিনি সেক্টর ২১-এর বাসিন্দা। পেশায় ব্যবসায়ী সঞ্জীব প্রপার্টি ডিলার হিসেবে কাজ করেন।
advertisement
এটা বলা হয়েছে যে, প্রবল গতিতে রাজ ভবনের দিকে ছুটে যাচ্ছিল পোর্শে গাড়িটি। প্রথমে গাড়িটি গিয়ে একটি স্কুটারকে ধাক্কা মারে। এরপর তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সোজা গিয়ে ধাক্কা মারে একটি অ্যাক্টিভাকে। এরপর একটি খুঁটিতে ধাক্কা মারে পোর্শেটি। আর অ্যাক্টিভায় ছিলেন দুই তরুণী। গুরুতর আহত অবস্থায় তাঁদের আপাতত সিক্সটিন্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
পোর্শে গাড়িটির সামনে থাকা ইঞ্জিনে অ্যাক্টিভাটি আটকে গিয়েছিল। ফলে তা বেশ দীর্ঘ দূরত্ব পর্যন্ত অ্যাক্টিভাটিকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়েছিল। যার ফলে গাড়ির ইঞ্জিনে আটকে থাকা অ্যাক্টিভাটি দুমড়েমুচড়ে দুটি খণ্ডে ভাগ হয়ে গিয়েছিল। পোর্শের চালককে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে গাড়িটি নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত চালকের বিরুদ্ধে গাফিলতি, গাড়ির বেপরোয়া গতি এবং পথ দুর্ঘটনা সংক্রান্ত ধারার আওতায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে যে, পোর্শে গাড়িটি রয়েছে সেক্টর ২১-এর বাসিন্দা সঞ্জীবের নামে। আহত তরুণীদের নাম জানা গিয়েছে। তাঁদের নাম সোনি এবং গুরলীন।
Location :
Chandigarh
First Published :
March 11, 2025 1:15 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জন্মদিনের আগেই নিভল জীবনের আলো, বিলাসবহুল পোর্শে গাড়ির বেপরোয়া গতির জেরে মর্মান্তিক পরিণতি যুবকের! তালগোল পাকিয়ে যাওয়া স্কুটি দেখে শিউরে উঠলেন প্রত্যক্ষদর্শীরা