করিশ্মা তান্নার হাত ধরে খোশমেজাজে ক্যামেরাবন্দি বনি কাপুর, মুহূর্তে ভাইরাল হল IIFA 2025 রেড কার্পেটের উজ্জ্বল মুহূর্ত
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Boney Kapoor Holds Karishma Tanna's Hand On IIFA 2025 Red Carpet: সম্প্রতি IIFA 2025-এর রেড কার্পেটে অভিনেত্রী করিশ্মা তান্নার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বলিউডের স্বনামধন্য প্রযোজক বনি কাপুরের। আর সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি IIFA 2025-এর রেড কার্পেটে অভিনেত্রী করিশ্মা তান্নার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বলিউডের স্বনামধন্য প্রযোজক বনি কাপুরের। আর সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ক্লিপেই পাপারাৎজিদের জন্য পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে বনি কাপুরকে। আর সেই সময়ই সেখানে প্রবেশ করেন করিশ্মা তান্না। Photo: Instagram
advertisement
দু’জনের মধ্যে উষ্ণ শুভেচ্ছা বিনিময়ও হয়। এরপর পাপারাৎজিরা দুজনকে একসঙ্গে দাঁড়িয়ে পোজ দিতে বলেন। সেই অনুযায়ী, তাঁরা একসঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে পোজও দেন। এরপরেই বনি কাপুর মজা করে বলে বসেন যে, করিশ্মার গ্ল্যামারের ছটায় তিনি আলোকিত হয়েছেন। এখানেই শেষ নয়, অভিনেত্রীর হাত ধরে আবার ক্যামেরায় পোজ দেন বনি কাপুর। ফলে রেড কার্পেটের এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। Photo: Instagram
advertisement
advertisement
এদিকে শ্রীদেবী শেষ ছবি ‘মম’-এর সিক্যুয়েল করার পরিকল্পনা ঘোষণা করেছেন বনি কাপুর। তাতে অভিনয় করতে দেখা যাবে খুশি কাপুরকে। গ্রিন কার্পেটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার কালে কন্যা খুশি এবং জাহ্নবীর জন্য নিজের স্নেহ-ভালবাসার কথাও প্রকাশ করলেন বনি। তিনি জানান যে, মা শ্রীদেবীর পদচিহ্নই অনুসরণ করতে চান মেয়েরাও। আর ভিন্ন ভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদের দক্ষতার মাধ্যমে স্বীকৃতি অর্জন করতে চাইছেন খুশি এবং জাহ্নবী। Photo: Instagram
advertisement
বনির কথায়, খুশির সমস্ত ছবিই আমি দেখেছি - ‘আর্চিস’, ‘লাভইয়াপ্পা’ এবং ‘নাদানিয়াঁ’। “নো এন্ট্রি-র পর আমিও ওর সঙ্গে একটি ছবির জন্য পরিকল্পনা করছি। এটা হবে খুশির সঙ্গে একটা ছবি। এটা ‘মম ২’-ও হতে পারে। ও আসলে ওর মায়ের পদচিহ্ন অনুসরণ করতে চাইছে। আসলে যে ভাষাতেই ওদের মা কাজ করেছে, তাতেই সে সেরা তারকা ছিল। আর আমি আশা রাখি যে, একই ভাবে খুশি আর জাহ্নবী যেন সাফল্য অর্জন করতে পারে।”
advertisement