Car Theft News: লাগল না চাবি, বাজল না অ্যালার্ম! লাখ টাকার স্করপিও নিয়ে পালিয়ে গেল চোর, জানুন পুরো ঘটনাটি...
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Car Theft News: ঝাড়খণ্ডে চমকে দেওয়ার মতো ঘটনা৷ গোড্ডার মহাগামা বাজারে চোরেরা ল্যাপটপ দিয়ে স্করপিও চুরি করেছে। চাবি বা অ্যালার্ম ছাড়াই কিছু মিনিটেই গাড়িটি নিয়ে উধাও হয়ে যায় তারা। জানুন ঘটনাটি...
গোড্ডা: ঝাড়খণ্ডে এক আজব ঘটনা ঘটেছে৷ লাখ লাখ টাকা মূল্যের গাড়ি চুরি করে পালালো চোরেরা৷ কীভাবে ঘটাল তারা কাণ্ডটি জানলে অবাক হয়ে যাবেন যে কেউ৷
ঘটনাটি বড় বড় অটোমোবাইল কোম্পানির ইঞ্জিনিয়ারদেরও হতবাক করে দিয়েছে। চোরেরা এবার মাহিন্দ্রা কোম্পানির টপ মডেলের স্করপিও গাড়িটি চাবি ছাড়াই ল্যাপটপ ব্যবহার করে খুলে চুরি করে নিয়ে গেছে। শুধু তাই নয়, গাড়িতে থাকা কোম্পানি-ফিটেড জিপিএসকেও অকেজো করে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এই ঘটনার পর গোড্ডার মহাগামা থানা এলাকার গাড়ি মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে মহাগামা বাজারে, যেখানে শুক্রবার রাতের দিকে চোরেরা হাই-টেক সিকিউরিটি সিস্টেম যুক্ত স্করপিও গাড়িটি মাত্র কয়েক মিনিটে চুরি করে নিয়ে যায়, এবং আশেপাশে কেউ কিছু বুঝতেই পারেনি।
মাত্র কয়েক মিনিটেই চুরি হওয়া স্করপিও গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর JH 17 AC 2533।
advertisement
। এই গাড়িটি মহাগামা বাজার এলাকার বাসিন্দা ড্রাইভার বিকাশ সিংয়ের বাড়ি থেকে চুরি হয়েছে।
খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এক সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, চোরেরা হুন্ডাই আওরা গাড়িতে করে আসে, এবং ঘণ্টাখানেক রেকি করার পর দুই ব্যক্তি ল্যাপটপ ব্যাগ হাতে গাড়ি থেকে নামে এবং কয়েক সেকেন্ডেই স্করপিওর লক খুলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। গাড়ির লক খোলার সময়ও কোনও অ্যালার্ম বাজেনি।
advertisement
এই বিষয়ে মহাগামা এরিয়া এসডিপিও চন্দ্রশেখর আজাদ স্থানীয় মিডিয়া লোকাল 18-কে ফোনে জানিয়েছেন, স্করপিও চুরির লিখিত অভিযোগ পাওয়ার পর মহাগামা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 12:48 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Car Theft News: লাগল না চাবি, বাজল না অ্যালার্ম! লাখ টাকার স্করপিও নিয়ে পালিয়ে গেল চোর, জানুন পুরো ঘটনাটি...