Snake Vs Mongoose: সাপের বিষাক্ত চুমুর পরও বেঁচে যায় বেজি! এটা কি মিথ না সত্যি, জানুন বৈজ্ঞানিক কারণ...

Last Updated:
Snake Vs Mongoose: সাপের বিষে যেখানে হাতি-ঘোড়াও মারা যায়, সেখানে বেজি কীভাবে টিকে থাকে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার শরীরের বিশেষ এক বৈজ্ঞানিক বৈশিষ্ট্যে। জানুন বেজির বিষ প্রতিরোধ ক্ষমতা এবং সাপের সঙ্গে চিরন্তন লড়াইয়ের রহস্য...
1/8
বড় বড় প্রাণী সাপের বিষে মারা যায়, অথচ বেজির মতো ছোট প্রাণী কীভাবে টিকে থাকে? সাপের সবচেয়ে বড় শত্রু বেজি কীভাবে সাপের কামড়ের হাত থেকে বেঁচে যায়, জানেন? কখনও ভেবেছেন?
বড় বড় প্রাণী সাপের বিষে মারা যায়, অথচ বেজির মতো ছোট প্রাণী কীভাবে টিকে থাকে? সাপের সবচেয়ে বড় শত্রু বেজি কীভাবে সাপের কামড়ের হাত থেকে বেঁচে যায়, জানেন? কখনও ভেবেছেন?
advertisement
2/8
হাতি, ঘোড়ার মতো বিশাল প্রাণীদের কোবরা বা অন্যান্য বিষধর সাপ কামড়ালে তারা টিকে থাকতে পারে না, এটা আমাদের সবারই জানা। কিন্তু সেই সাপেরই চরম শত্রু বেজি কীভাবে ওই বিষকে সহ্য করে? আজ চলুন জেনে নেওয়া যাক এর বৈজ্ঞানিক রহস্য।
হাতি, ঘোড়ার মতো বিশাল প্রাণীদের কোবরা বা অন্যান্য বিষধর সাপ কামড়ালে তারা টিকে থাকতে পারে না, এটা আমাদের সবারই জানা। কিন্তু সেই সাপেরই চরম শত্রু বেজি কীভাবে ওই বিষকে সহ্য করে? আজ চলুন জেনে নেওয়া যাক এর বৈজ্ঞানিক রহস্য।
advertisement
3/8
বিশ্বজুড়ে নানা ধরনের সাপ রয়েছে। তবে সব সাপ বিষধর নয়। তবে হঠাৎ সামনে সাপ এলেই আমরা ভয় পেয়ে যাই। তখন কী করব সেটা নিয়ে আমরা হিমশিম খাই, তাই তো?
বিশ্বজুড়ে নানা ধরনের সাপ রয়েছে। তবে সব সাপ বিষধর নয়। তবে হঠাৎ সামনে সাপ এলেই আমরা ভয় পেয়ে যাই। তখন কী করব সেটা নিয়ে আমরা হিমশিম খাই, তাই তো?
advertisement
4/8
সোশ্যাল মিডিয়ায় সাপ আর বেজির লড়াইয়ের অনেক ভিডিও আমরা প্রায়ই দেখি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বেজি সাপের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত জিতে যায়। তাহলে প্রশ্ন ওঠে, কেন সাপের বিষ বেজির গায়ে কাজ করে না?
সোশ্যাল মিডিয়ায় সাপ আর বেজির লড়াইয়ের অনেক ভিডিও আমরা প্রায়ই দেখি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বেজি সাপের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত জিতে যায়। তাহলে প্রশ্ন ওঠে, কেন সাপের বিষ বেজির গায়ে কাজ করে না?
advertisement
5/8
এই বিষয়ে সাধারণ মানুষের নানা মত রয়েছে। কেউ বলেন, বেজির শরীরে ঘন লোম থাকে যা সাপের বিষ থেকে বাঁচতে সাহায্য করে।
এই বিষয়ে সাধারণ মানুষের নানা মত রয়েছে। কেউ বলেন, বেজির শরীরে ঘন লোম থাকে যা সাপের বিষ থেকে বাঁচতে সাহায্য করে।
advertisement
6/8
তবে এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। সত্যিটা হলো, বেজির শরীরে থাকে “নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর”, যা এক ধরনের নিউরোট্রান্সমিটার। এটি রক্তে ছড়িয়ে পড়া সাপের নিউরোটক্সিন বিষের প্রভাব অনেকটাই কমিয়ে দেয়। এ কারণেই সাপের কামড়ে বেজি মারা যায় না।
তবে এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। সত্যিটা হলো, বেজির শরীরে থাকে “নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর”, যা এক ধরনের নিউরোট্রান্সমিটার। এটি রক্তে ছড়িয়ে পড়া সাপের নিউরোটক্সিন বিষের প্রভাব অনেকটাই কমিয়ে দেয়। এ কারণেই সাপের কামড়ে বেজি মারা যায় না।
advertisement
7/8
বেজি আর সাপের এই দ্বন্দ্বের মূল কারণ কী? কেন এত শত্রুতা? বনবিভাগের প্রতিবেদন বলছে, সাপই বেজির প্রধান খাবার। বেজিরা সাপকে শিকার করে খায়, তাই তাদের মধ্যে এই লড়াই হয়।
বেজি আর সাপের এই দ্বন্দ্বের মূল কারণ কী? কেন এত শত্রুতা? বনবিভাগের প্রতিবেদন বলছে, সাপই বেজির প্রধান খাবার। বেজিরা সাপকে শিকার করে খায়, তাই তাদের মধ্যে এই লড়াই হয়।
advertisement
8/8
আরেকটি রিপোর্ট অনুযায়ী, নারী অজগর সাধারণত প্রথমে আক্রমণ করে না। তবে নিজের বাচ্চাদের রক্ষা করতে গেলে সে সাপের বিরুদ্ধে লড়াইয়ে নামে। এই তথ্য বলছে, ভারতীয় অজগরের অন্যতম শত্রু হল বেজি। এমনকি এই অজগর সহজেই রাজসাপের মতো বিষধর সাপকে মেরে ফেলতে পারে।
আরেকটি রিপোর্ট অনুযায়ী, নারী অজগর সাধারণত প্রথমে আক্রমণ করে না। তবে নিজের বাচ্চাদের রক্ষা করতে গেলে সে সাপের বিরুদ্ধে লড়াইয়ে নামে। এই তথ্য বলছে, ভারতীয় অজগরের অন্যতম শত্রু হল বেজি। এমনকি এই অজগর সহজেই রাজসাপের মতো বিষধর সাপকে মেরে ফেলতে পারে।
advertisement
advertisement
advertisement