বাটার চিকেন আইসক্রিম খেয়েছেন কখনও? আজব এই রেসিপি দেখে হতবাক নেটিজেনরা
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
Butter chicken ice-cream video viral on social media : এক বিচিত্র আইসক্রিমের ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।
#কলকাতা : আইসক্রিম খেতে কে না ভালবাসে! কিন্ত, বাটার চিকেন আইসক্রিমের কখনও নাম শুনেছেন? শুনতে অবাক লাগলেও, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক অদ্ভুত আইসক্রিমের ভিডিও ৷
বহু বিচিত্র খাবারের ছবি প্রায়েই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার পর্দায়। ভাইলার হয় বিভিন্ন অদ্ভুত সব রেসিপি ৷ কিন্তু এবার এক অদ্ভুত আইসক্রিমের ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।
advertisement
advertisement
এর আগেও আইসক্রিম নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ভিডিও দেখা গিয়েছিল ৷ কখনও খিচুড়ি আইসক্রিম বা কখনও ম্যাগির আইসক্রিমের ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল শোস্যাল মিডিয়ায় ৷ কিন্তু এবার একেবারে বাটার চিকেন আইসক্রিম দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটিজেনরা ৷
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি একটি মাটির পাত্রে বাটার চিকেন আইসক্রিম ঢালছেন। শুধু তাই নয় আইসক্রিমের উপরে আবার পুদিনার চাটনিও ঢালছেন ওই ব্যক্তি। এই আশ্চর্যজনক ভিডিও দেখে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷
Location :
First Published :
October 07, 2022 10:49 PM IST