১০ বছর ধরে পাননি ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট, এক এক করে নিজের দাঁত নিজেই তুলেছেন এই ব্রিটিশ মধ্যবয়সি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Removing Teeth : দন্ত চিকিৎসকের দেখা পাননি৷ এর পর সম্পূর্ণ ঘটনা নিজের হাতে তুলে নেন এক সময়ের মাংসবিক্রেতা ডেভিড৷
চারপাশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি আপনার অভিযোগের শেষ নেই? তাহলে এক ব্রিটিশ নাগরিকের অভিজ্ঞতা জানলে আপনার ক্ষোভ প্রশমিত হতে পারে৷ ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিস বা জাতীয় স্বাস্থ্য পরিষেবার অধীনে দন্ত চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে তাঁর অপেক্ষা পেরিয়েছে এক দশক! পাঠকমহলে চাঞ্চল্য ফেলেছে ‘দ্য মিরর’-এর এক প্রতিবেদন৷ সেখানে বলা হয়েছে ৫০ বছর বয়সি ডেভিড সার্জেন্ট গত ১০ বছর ধরে ডেন্টিস্টের অপেক্ষায় রয়েছেন৷ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন ব্রিটিশ ন্যাশনাল হেল্থ সার্ভিসে৷ কারণ তাঁর দাঁত তোলার প্রয়োজন হয়েছিল৷ এর পর সময়ের সঙ্গে সঙ্গে তাঁর দাঁত ক্রমশ খারাপ হয়েছে৷ কিন্তু দন্ত চিকিৎসকের দেখা পাননি৷ এর পর সম্পূর্ণ ঘটনা নিজের হাতে তুলে নেন এক সময়ের মাংসবিক্রেতা ডেভিড৷
কোনও উপায় না দেখে দাঁতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ডেভিড নিজেই নিজের দাঁত তুলে ফেলেন৷ তার আগে তিনি কিছুটা বিয়ার পান করে নেন৷ তার পর নিজেই টেনে তোলেন যন্ত্রণাবিদ্ধ দাঁত৷ এর পর খেয়ে নেন ব্যথা কমানোর ওষুধ৷ পর পর যন্ত্রণাক্লীষ্ট দাঁত এভাবেই তুলে ফেলেন তিনি৷ এক সময় ডেভিড পেশায় ছিলেন কসাই৷ মাংস বিক্রি করতেন তিনি৷ তবে বর্তমানে বেশ অর্থকষ্টে আছেন তিনি৷ নিজের এবং পোষ্য কুকুর অ্যাশের জন্য খাবার কিনতেও তাঁর সমস্যা হয়৷ আর্থিক অনটনের সমস্যায় দাঁতের চিকিৎসার খরচও যোগাড় করতে পারছিলেন না ডেভিড ৷
advertisement
advertisement
আরও পড়ুন : রান্নাঘরে টাইলসে নাছোড় তেলচিটে দাগ! চোখের নিমেষে সাফ করে ফেলুন দীপাবলির আগেই
বেসরকারি চিকিৎসা পরিষেবার সাহায্য তিনি নিতে পারেননি অর্থসঙ্কটের জন্যই৷ এদিকে জাতীয় স্বাস্থ্য পরিষেবা থেকে সাহায্যও পাচ্ছিলেন না৷ শেষে তিনি বাধ্য হন দাঁত নিজের হাতে তুলে ফেলতে৷ জানিয়েছেন ‘‘আমি অপেক্ষা করেছি যত ক্ষণ না পর্যন্ত দাঁত তার গোড়া থেকে আলগা হয়ে পড়ে৷ বেশ কিছুটা আলগা হয়ে যাওয়ার পর আমি টেনে তুলে ফেলি দাঁত৷ আগে আমি প্লায়ার্স ব্যবহার করতাম৷ এখন বেশির ভাগ সময়েই শুধু আঙুল দিয়ে টেনেই দাঁত তুলে ফেলি৷’’
advertisement
আরও পড়ুন : এ বছর কবে পালিত হবে ধনতেরস পার্বণ, পুজোর শুভ মুহূর্তই বা কখন, জানুন পঞ্জিকা কী বলছে
view commentsজাতীয় স্বাস্থ্য পরিষেবার উপর সব আস্থা হারিয়ে ফেলেছন ডেভিড৷ তবে তাঁর মানসিক সমস্যাও আছে বলে জানা গিয়েছে৷ জীবনধারণের জন্য তাঁকে ডিজএবিলিটি লিভিং অ্যালোয়্যান্স বা ডিএলএ-এর উপর ভরসা করতে হয়৷
Location :
First Published :
October 18, 2022 6:11 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
১০ বছর ধরে পাননি ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট, এক এক করে নিজের দাঁত নিজেই তুলেছেন এই ব্রিটিশ মধ্যবয়সি