রান্নাঘরে টাইলসে নাছোড় তেলচিটে দাগ! চোখের নিমেষে সাফ করে ফেলুন দীপাবলির আগেই
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kitchen Tiles Cleaning: দীপাবলি বাঙালির কাছে যেমন কালী আরাধনার তিথি, তেমনই এই পুণ্য লগ্নে রেওয়াজ রয়েছে দীপান্বিতা লক্ষ্মী পূজারও। এই দিন কি আর ঘর বিবর্ণ থাকলে চলে!
রান্নাঘরে তেলচিটে দাগ তো ধরবেই। তা নিয়মিত পরিষ্কার করা দরকার। কিন্তু সব থেকে সমস্যা তৈরি করে দেওয়ালের টাইল। রান্নাঘরের দেওয়ালে থাকা টাইল যত মসৃণই হোক না কেন তার খাঁজে তেল ঢুকে ময়লা আটকে যাবেই। দিন কয়েক পর পর পরিষ্কার না করলে অত্যন্ত বাজে দেখতে লাগে। শুধু তাই নয়, দিনের পর দিন তেল ময়লা পড়তে থাকলে তা রীতিমতো অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে ফেলে।
দীপাবলি বাঙালির কাছে যেমন কালী আরাধনার তিথি, তেমনই এই পুণ্য লগ্নে রেওয়াজ রয়েছে দীপান্বিতা লক্ষ্মী পূজারও। এই দিন কি আর ঘর বিবর্ণ থাকলে চলে! চিন্তা নেই, খুব সহজেই এই নাছোড় তেলের হাত থেকে টাইলগুলি উদ্ধার পেতে পারে। খুব সহজেই পরিষ্কার করা যায় রান্নাঘরের টাইল। কীভাবে তা দেখে নেওয়া যাক এক নজরে, সাফ করে ফেলা যাক দীপাবলির আগেই—
advertisement
ভিনিগার ও স্প্রে বোতল
advertisement
একটি স্প্রে বোতলে খানিকটা জলের মধ্যে ভিনেগার মিশিয়ে নিতে হবে। তেলচিটে দেওয়া তা স্প্রে করে দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর মাইক্রো ফাইবার দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে দেওয়াল।
আরও পড়ুন : বোনের জন্য এক নির্ঝরিণী! ভাইফোঁটার সাজে অঙ্গশোভায় থাক ফুরফুরে রাফল শাড়ি
বেকিং সোডার ব্যাটার
advertisement
বেকিং সোডায় জল মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করতে হবে। এই ঘন মিশ্রণটি রান্নাঘরের দেওয়ালের টাইলে মাখিয়ে রাখতে হবে। এ বার একটি ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে। তারপর ভিজে কাপড় দিয়ে দেওয়াল মুছে দিলেই একেবারে ঝকঝকে।
ব্লিচের পরিচ্ছন্নতা
রান্নাঘরের দেওয়ালের টাইল খুব বেশি রকমের ময়লা হলে জলের সঙ্গে ব্লিচ মিশিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করা যেতে পারে।
advertisement
অ্যামোনিয়ার কামাল
জলের সঙ্গে সমপরিমাণ অ্যামোনিয়া মিশিয়ে দেওয়ালে লাগিয়ে ঘষে নিতে হবে। একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে ঘর। অবশ্যই হাতে গ্লাভস পরে নিতে হবে।
লেবুর রস
জল হালকা গরম করে নিয়ে লেবুর রস মিশিয়ে নিতে হবে। দেওয়ালে হালকা ময়লা থাকলে খুব সহজেই এই উপায়ে পরিষ্কার করে ফেলা সম্ভব।
advertisement
ডিটারজেন্ট পাউডার
জল ভাল করে গরম করে নিয়ে ডিটারজেন্ট পাউডার গুলে নিতে হবে। এই মিশ্রণ দিয়ে ভাল করে টাইলস ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে।
লা-জবাব লবণ
দেওয়ালের টাইলে যে সব জায়গায় খুব কড়া তেলচিটে দাগ পড়েছে, সেখানে লবণই মোক্ষম ওষুধ। বেশ খানিকটা লবণ দেওয়ালে মাখিয়ে রাখতে হবে। খানিক্ষণের মধ্যেই লবণ সম্পূর্ণ তেল শুষে নেবে। এরপর দেওয়ালে ভিনিগার স্প্রে করে নিতে হবে। তারপর কাপড় দিয়ে মুছে নিলেই সমস্যার সমাধান নিমেষে!
advertisement
(এই উপাদানগুলি সব সময় সমানভাবে ফলপ্রসূ নাও হতে পারে। এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2022 1:56 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রান্নাঘরে টাইলসে নাছোড় তেলচিটে দাগ! চোখের নিমেষে সাফ করে ফেলুন দীপাবলির আগেই