এ বছর কবে পালিত হবে ধনতেরস পার্বণ, পুজোর শুভ মুহূর্তই বা কখন, জানুন পঞ্জিকা কী বলছে

Last Updated:
Dhanteras 2022 : এ বছর কবে পালিত হবে ধনতেরস? তা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি৷ সেই সংশয় দূর করেছেন জ্যোতিষাচার্য চক্রপাণি ভট্ট৷
1/9
কালীপুজো এবং দীপাবলির উৎসবের ঠিক আগেই আসে ধনতেরস৷ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই পার্বণ৷ ধন ত্রয়োদশী থেকেই ধনতেরস শব্দের জন্ম৷
কালীপুজো এবং দীপাবলির উৎসবের ঠিক আগেই আসে ধনতেরস৷ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই পার্বণ৷ ধন ত্রয়োদশী থেকেই ধনতেরস শব্দের জন্ম৷
advertisement
2/9
এই তিথিতে সোনা, রুপোর অলঙ্কার কেনার রীতি পালিত হয়ে আসছে বহু দিন ধরেই৷ তাই এই দিনের সঙ্গে জড়িয়ে গিয়েছে ধনসম্পদের নাম৷ দৈব চিকিৎসক ধন্বন্তরির জন্মতিথিও পালিত হয় এই তিথিতেই৷
এই তিথিতে সোনা, রুপোর অলঙ্কার কেনার রীতি পালিত হয়ে আসছে বহু দিন ধরেই৷ তাই এই দিনের সঙ্গে জড়িয়ে গিয়েছে ধনসম্পদের নাম৷ দৈব চিকিৎসক ধন্বন্তরির জন্মতিথিও পালিত হয় এই তিথিতেই৷
advertisement
3/9
 অনেকে অলঙ্কারের পরিবর্তে কেনেন বাসনপত্রও৷ প্রচলিত বিশ্বাস, এই তিথিতে যে কোনও ধাতব জিনিস কিনলে তা সংসারের পক্ষে শুভ৷
অনেকে অলঙ্কারের পরিবর্তে কেনেন বাসনপত্রও৷ প্রচলিত বিশ্বাস, এই তিথিতে যে কোনও ধাতব জিনিস কিনলে তা সংসারের পক্ষে শুভ৷
advertisement
4/9
এ বছর কবে পালিত হবে ধনতেরস? তা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি৷ সেই সংশয় দূর করেছেন জ্যোতিষাচার্য চক্রপাণি ভট্ট৷ তিনি জানিয়েছেন এ বছর শনিবার অর্থাৎ ২২ অক্টোবর সন্ধ্যা ৬ টা ০২ মিনিটে শুরু হচ্ছে ধনতেরস তিথি৷
এ বছর কবে পালিত হবে ধনতেরস? তা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি৷ সেই সংশয় দূর করেছেন জ্যোতিষাচার্য চক্রপাণি ভট্ট৷ তিনি জানিয়েছেন এ বছর শনিবার অর্থাৎ ২২ অক্টোবর সন্ধ্যা ৬ টা ০২ মিনিটে শুরু হচ্ছে ধনতেরস তিথি৷
advertisement
5/9
ধনতেরস থাকবে পরের দিন রবিবার, ২৩ অক্টোবর সন্ধ্যা ৬ টা ০৩ মিনিটে৷
ধনতেরস থাকবে পরের দিন রবিবার, ২৩ অক্টোবর সন্ধ্যা ৬ টা ০৩ মিনিটে৷
advertisement
6/9
ধনতেরসে দেবী লক্ষ্মীর পুজো করার রীতি প্রচলিত৷ ২২ অক্টোবর সন্ধ্যা ৭ টা ১ থেকে রাত ৮ টা ১৭ পর্যন্ত পুজোর শুভ মুহূর্ত নির্ধারণ করা হয়েছে৷
ধনতেরসে দেবী লক্ষ্মীর পুজো করার রীতি প্রচলিত৷ ২২ অক্টোবর সন্ধ্যা ৭ টা ১ থেকে রাত ৮ টা ১৭ পর্যন্ত পুজোর শুভ মুহূর্ত নির্ধারণ করা হয়েছে৷
advertisement
7/9
প্রচলিত বিশ্বাস, এই সময়ে লক্ষ্মী পুজো করলে সংসারে ধন সম্পত্তি সুখ ও সমৃদ্ধির শুভাগমন হয়৷
প্রচলিত বিশ্বাস, এই সময়ে লক্ষ্মী পুজো করলে সংসারে ধন সম্পত্তি সুখ ও সমৃদ্ধির শুভাগমন হয়৷
advertisement
8/9
দৃক পঞ্চাঙ্গ সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ধনতেরসে প্রদোষ কাল থাকছে ২২ অক্টোবর শনিবার বিকেল ৫টা ৪৫ থেকে রাত ৮ টা ১৭ পর্যন্ত৷
দৃক পঞ্চাঙ্গ সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ধনতেরসে প্রদোষ কাল থাকছে ২২ অক্টোবর শনিবার বিকেল ৫টা ৪৫ থেকে রাত ৮ টা ১৭ পর্যন্ত৷
advertisement
9/9
বৃষভকাল পড়েছে ২২ অক্টোবর শনিবার ৭ টা ১ থেকে ৮ টা ৫৬ মিনিট পর্যন্ত৷
বৃষভকাল পড়েছে ২২ অক্টোবর শনিবার ৭ টা ১ থেকে ৮ টা ৫৬ মিনিট পর্যন্ত৷
advertisement
advertisement
advertisement