Bride Smoking Video: বিয়ের দিনে কনের মহাকীর্তি! হবুবরের এক ইশারাতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Last Updated:

Bride Smoking Video: এই ভাইরাল ভিডিওতে কনের কাণ্ড দেখলে চমকে যাবেন। ভিডিও দেখে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা।

কনের কীর্তি তুমুল ভাইরাল
কনের কীর্তি তুমুল ভাইরাল
ভাইরাল ভিডিও: সময় বদলেছে। এর পাশাপাশি এখন মানুষের চিন্তাধারায়ও অনেক পার্থক্য এসেছে। এর পরেও, আমরা এখনও রীতিনীতির ক্ষেত্রে কিছু পুরানো সীমাবদ্ধতায় আবদ্ধ। আজও পুরনো রীতি মেনেই বিয়ে হয়ে থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যেও এসেছে আধুনিকতা। সম্প্রতি একটি বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।
এই ভাইরাল ভিডিওতে কনের কাণ্ড দেখলে চমকে যাবেন। সেই ভিডিও দেখে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন কনের ওপর। আসলে, ভিডিওতে, কনেকে বিয়ের দিন ধূমপান করে ধোঁয়ার রিং ছড়াতে দেখা যায়। এটা দেখে আত্মীয় স্বজনরা যারপরনাই অবাক। বেচারা বরও তার কনের এমন কাণ্ড দেখে হতবাক। এর পরে, তিনি ইশারায় কনেকে এটি না করতে বলেন। যাইহোক, নববধূ তার অঙ্গভঙ্গি উপেক্ষা করে এবং ধোঁয়ার আংটিটি সরাতে থাকে।
advertisement
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাবে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এরপর বর-কনে আত্মীয়-স্বজনের সঙ্গে বসে খাওয়া-দাওয়া উপভোগ করেন। বর-কনে একে অপরকে হাত দিয়ে খাওয়াচ্ছেন। এই সময়, নববধূকে তার মুখ থেকে ধোঁয়ার রিং ছড়াতে দেখা যায়।
advertisement
ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠান শেষ করে ডিনার টেবিলে পৌঁছেছেন বর-কনে। খাওয়ার সময়ই নববধূ তার মুখে কিছু রাখে। এর পরে, সে তার মুখ থেকে ধোঁয়ার রিং বরকে লক্ষ্য করে ছড়াতে থাকেন। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটির কমেন্টে নেটিজেনদের একাংশ লেখেন কনের লজ্জা হওয়া উচিত। যদিও অনেকেই এ নিয়ে মজার প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bride Smoking Video: বিয়ের দিনে কনের মহাকীর্তি! হবুবরের এক ইশারাতে তোলপাড় সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement