Bride Groom Kissing Viral Video: কিছুতেই সহে না! ফুলসজ্জার আগে বরকনের এমন কাণ্ড, ঝড়ের গতিতে ভাইরাল...

Last Updated:

Bride Groom Kissing Viral Video: বর কনের 'সেই' মুহূর্ত দেখে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবেশ। বিয়ের এই নতুন 'ট্রেন্ড-সেটার কাপল' এখন তুমুল ভাইরাল হয়ে কাঁপাচ্ছে নেটদুনিয়া।

নেট কাঁপাচ্ছে বড়-কনের ভাইরাল LOVE
নেট কাঁপাচ্ছে বড়-কনের ভাইরাল LOVE
#কলকাতা: বর্তমানে বিয়ের মরশুম চলাকালীন নেটমহলে চোখে পড়ছে নানা মজাদার ও বিস্ময়কর বিয়ের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় চমক দিতে আজকাল বর-কনেরা কোনও কসুর ছাড়েন না (Viral Video)। কোনও কোনও ক্ষেত্রে তো দেখা যায় বিয়ের দিন, বর-কনে নিজেরা বা তাঁদের বন্ধু-বান্ধবরা এমন কিছু সৃজনশীলতা (Bride Groom Kissing Viral Video) করার কথা ভাবেন, যাতে এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারে।
ইন্টারনেটে প্রতিদিন শত শত এমনই ভিডিও (Bride Groom Kissing Viral Video) আপলোড করা হয়। কিছু দিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে কনে বরের গলায় মঙ্গলসূত্র পরিয়েছিলেন। শুধু তাই নয়, বরের দাবিতে সিঁদুরে তাঁর সিঁথি ভরিয়ে দিয়েছিলেন কনে। এমনই আরেকটি ভিডিও সামনে এসেছে, যা দেখার পর চমকে (Viral Video) উঠবেন সবাই।
advertisement
advertisement
আমরা প্রায়শই দেখেছি যে যখন মালা বদল অনুষ্ঠান হয়, বরের গলায় মালা পরানোর পর কনেও (Bride Groom Viral Video) তাঁর ভাবী স্বামীর পা ছুঁয়ে থাকেন। এই ভিডিওতে তেমনই কিছু দেখা গেলেও এবার কনের পা ছুঁয়েছেন বরও। শুনতে অবাক লাগলেও বছরের পর বছর ধরে চলে আসা চিরাচরিত ঐতিহ্যকে পরিবর্তন করার চেষ্টা করেছেন এই নবদম্পতি (Bride Groom Kissing Viral Video)।
advertisement
আসলে বেশ কিছু ক্ষেত্রেই দেখা যায় নতুন কোনও ট্রেন্ড (Viral Video) শুরু হওয়ার পর অনেকেই এটি অনুসরণ করা শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Wedding Viral) হওয়া এই ভিডিওতেও (Bride Groom Kissing Viral Video) তেমনটাই দেখা গেল। কনে পা ছুঁয়েছেন দেখা মাত্রই বর ঘুরে এসে কনের পা ছুঁলেন। এতে অবশ্য কনে বিন্দুমাত্র লজ্জিত হননি, কিন্তু গর্ববোধ করেছিলেন।
advertisement
View this post on Instagram

A post shared by WedAbout.com (@wedabout)

advertisement
শুধু তাই নয়, ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় বরের এই কাজের পর সেখানে উপস্থিত অতিথিরাও অবাক হয়ে যান। কনের পা স্পর্শ করার পর বর তার গালে চুমুও খেলেন। এরপর হাঁটু গেড়ে বসে তাঁর পাণিগ্রহণের প্রস্তাব দেন বর। উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে কনে যখন প্রপোজ করতে হাঁটু গেড়ে বসেন, বরও তার সঙ্গে হাঁটু গেড়ে বসেন। দুজনে আংটি বিনিময় করে তারপর উঠে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরেন সকলের সামনেই। বর কনের গভীর আলিঙ্গনাবদ্ধ সেই মুহূর্ত দেখে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবেশ। বিয়ের এই নতুন ট্রেন্ড সেটার 'কাপল' এখন তুমুল ভাইরাল হয়ে কাঁপাচ্ছে নেটদুনিয়া।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bride Groom Kissing Viral Video: কিছুতেই সহে না! ফুলসজ্জার আগে বরকনের এমন কাণ্ড, ঝড়ের গতিতে ভাইরাল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement