Viral: বিয়ের পরের রাতে খুশি মনে টয়লেটে গেল নতুন বউ, পিছু নিল বর! 'তুমি কোথায়?' কোনও সাড়া নেই... দরজা খুলতেই চমকে গেল পিলে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বর উপেন্দ্র রাজভর মোহাম্মদাবাদ কোতওয়ালিতে গিয়ে পুরো ঘটনার অভিযোগ দায়ের করে। পুলিশ তৎক্ষণাৎ আইপিসি ৮৪ এবং ৩৫১ (৩) এর অধীনে মামলা দায়ের করে এবং তদন্ত শুরু করে।
মোহাম্মদাবাদ: ওই গানটা তো নিশ্চয়ই শুনেছেন, ‘পেয়ার হমে কিস মোড় পর লে আয়া।’ এর জীবন্ত উদাহরণ হল মোহাম্মদাবাদের এই কনে। বড় ভালবাসায় বিয়ে করেছিলেন তিনি। বাড়ির সবাই খুশিও ছিল। সবকিছু ভালই ছিল কিন্তু আসল গল্প শুরু হল ফুলশয্যার পর।
উত্তরপ্রদেশের গাজিপুর জেলার মোহাম্মদাবাদ কোতওয়ালি এলাকার ঘটনা। ১৭ মে মোহাম্মদাবাদের একটি গ্রামের বাসিন্দা উপেন্দ্র রাজভরের বিয়ে হয় কাসিমাবাদ থানা এলাকার এক যুবতীর সঙ্গে। পুরো গ্রামে তখন বিয়ের রোশনাই। বরের পরিবার নাচ-গান, খাওয়া দাওয়ায় কোনও ত্রুটি রাখেনি। প্রতিটি রীতি সঠিকভাবে হচ্ছিল।
পরের দিন ১৮ মে কনে প্রথমবার তার শ্বশুরবাড়ি আসে। সেখানেও পরিবারের লোকেরা পূজা-পাঠ এবং গান-বাজনার মাধ্যমে তাকে স্বাগত জানায়। ১৯ মে সকালে কনে বলল যে সে টয়লেটে যাচ্ছে। বরের বাড়িতে শৌচাগার ছিল না, তাই সে বাড়ির বাইরে গেল। সবাই ভেবেছিল যে সে ফিরে আসবে। কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরেও যখন খোঁজ পাওয়া গেল না তখন পরিবারের চিন্তা বেড়ে গেল।
advertisement
advertisement
অনেক খোঁজাখুঁজির পর জানা গেল যে কনে তার নিজের গ্রামের এক যুবক রাজন রাজভরের সঙ্গে পালিয়ে গিয়েছে। তাদের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। বর উপেন্দ্র রাজভর মোহাম্মদাবাদ কোতওয়ালিতে গিয়ে পুরো ঘটনার অভিযোগ দায়ের করে। পুলিশ তৎক্ষণাৎ আইপিসির ধারা ৮৪ এবং ৩৫১ (৩) এর অধীনে মামলা দায়ের করে এবং তদন্ত শুরু করে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 22, 2025 9:34 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: বিয়ের পরের রাতে খুশি মনে টয়লেটে গেল নতুন বউ, পিছু নিল বর! 'তুমি কোথায়?' কোনও সাড়া নেই... দরজা খুলতেই চমকে গেল পিলে