India Pakistan Border: পকেটে ৩৩০ টাকা, অমৃতসরে পাকিস্তান সীমান্তের কাছে ঘুরছিলেন বৃদ্ধ! ঠিক চিনে নিল বিএসএফ

Last Updated:

আজ, বুধবার পঞ্জাবের ফিরোজপুর সীমান্তের কাছ থেকে দুটি ডিজেআই মাভিক থ্রি ক্লাসিক ড্রোন উদ্ধার করে বিএসএফ৷

Representative Image
Representative Image
পঞ্জাবের অমৃতসরে আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক বিএসএফ৷ ধৃত ওই পাকিস্তানি নাগরিককে ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷
বিএসএফ-এর পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘটনার কথা জানানো হয়েছে৷ বিএসএফ-এর পঞ্জাব ফ্রন্টিয়ার জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হয়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের৷ এর পরই ওই বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু হয়৷ তল্লাশির সময় তাঁর পকেট থেকে ৩৩০ পাকিস্তানি টাকা পাওয়া যায়৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ধৃত ৬৫ বছরের ওই ব্যক্তি পাকিস্তানের লাহোরের বাসিন্দা৷ তবে তাঁর কাছ থেকে ৩৩০ পাকিস্তানি টাকা ছাডা় আর সন্দেহজনক কিছু পাওয়া যায়নি৷ অমৃতসরের গ্রামীণ এলাকায় পাকিস্তান সীমান্ত লাগোয়া করিমপুরা গ্রাম থেকে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ৷ মে মাসের শুরুতেও অমৃতসরের দরিয়া মনসুর এলাকা থেকে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করেছিল বিএসএফ৷
advertisement
এর পাশাপাশি আজ, বুধবার পঞ্জাবের ফিরোজপুর সীমান্তের কাছ থেকে দুটি ডিজেআই মাভিক থ্রি ক্লাসিক ড্রোন উদ্ধার করে বিএসএফ৷ একটি ড্রোন পাওয়া যায় একটি ক্ষেতের মধ্যে থেকে৷ দ্বিতীয় ড্রোনটি সীমান্তের কাঁটাতারের বেড়ায় আটকে ছিল৷
বিএসএফ জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা মজবুত করতে বিএসএফ যে বৈদ্যুতিন প্রযুক্তি ব্যবহার করে, সেগুলির ঘেরাটোপে চলে আসার ফলেই ড্রোন দুটি ধ্বংস হয়ে গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan Border: পকেটে ৩৩০ টাকা, অমৃতসরে পাকিস্তান সীমান্তের কাছে ঘুরছিলেন বৃদ্ধ! ঠিক চিনে নিল বিএসএফ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement