Wedding Viral Video|| লজ্জার বালাই নেই! বিয়ের মণ্ডপে ঠোঁটে ঠোঁট মিলিয়ে বসে রইলেন বর-কনে! তুমুল ভাইরাল ভিডিও...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Bride and Groom Kiss Like Crazy On wedding Mandap: কী কাণ্ড! ভিডিওতে দেখা গিয়েছে, একেবারে একেবারে সাদামাটা একটি চুমু নয়, বিয়ের সাত পাক শেষে একে অপরের সঙ্গে চুমুতে ডুবে যান বর এবং কনে।
#ভাইরাল ভিডিও: খ্রীষ্ঠান ধর্মাবলম্বীদের বিয়ের পরে বক-কনের নিজেদের মধ্যে চুমু খাওয়ার রীতি দীর্ঘদিনের প্রচলিত। কিন্তু হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তা দেখা যায় না। এ বারে তেমনই এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল (Viral Video) হয়েছে সম্প্রতি। ভিডিওতে দেখা গিয়েছে, একেবারে একেবারে সাদামাটা একটি চুমু নয়, বিয়ের সাত পাক শেষে একে অপরের সঙ্গে চুমুতে ডুবে যান বর এবং কনে। যা দেখে নেটিজেনরা বলে উঠেছেন 'হায় রাব্বা'।
বিয়েবাড়ি মানেই দেদার মজা। মেকআপ, ড্রেস, গয়না, নাচ-গান, হই-হুল্লোড়, ব্যাপক খাওয়াদাওয়া। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। বিয়ের মণ্ডপে সময়ের পৌঁছে গিয়েছিলেন বর-কনে। মন্ত্রচ্চারণের মধ্যে দিয়ে পুরোহিতমশাই বিয়ে দিচ্ছিলেন। সাত পাকে ঘোরা, সিঁদুরদান সবই হয়ে যায় একেবারে রীতি মেনে। তারপরেই উপস্থিত বন্ধুরা মজা করে বর-কনেকে চুমু খাওয়ার জন্য বলেন। সকলেই ভেবেছিলেন, মজা চলছে। কিছুক্ষণেরমধ্যেই সকলে নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়বেন। বর-কনে আর বিব্রত হবেন না।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: স্কুটিতে চাপিয়ে বরকে ছাদনাতলায় নিয়ে এলেন কনে নিজেই! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...
view commentsকিন্তু কোথায় কি! সকলকে একেবারে অবাক করে একে অপরের সঙ্গে চুমুতে ডুবে যান নবদম্পতি। সেই চুমু এতটাই দীর্ঘায়িত ছিল যে একে অপরকে ছাড়ছিলেন না। এমনি লজ্জার লেশ পর্যন্ত ছিল না তাঁদের মধ্যে। এত লোকজন তাঁদের ঘিরে রয়েছেন বা ক্যামেরা তাক করা রয়েছে, তাও ভুলে গিয়েছিলেন প্রেমে মজে। ফলে যা হওয়ার হয়েছেও তাই। বর-কনের অবাক করা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কেউ। তারপরে তা ভাইরাল (Viral Video) হতে সময় নেয়নি। নবদম্পতির কীর্তি দেখে এক নেটাগরিক লেখেন, 'বর তৃষ্ণার্ত'।
Location :
First Published :
December 16, 2021 6:17 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Wedding Viral Video|| লজ্জার বালাই নেই! বিয়ের মণ্ডপে ঠোঁটে ঠোঁট মিলিয়ে বসে রইলেন বর-কনে! তুমুল ভাইরাল ভিডিও...