মায়ের সঙ্গে গভীর বনে রাতের অন্ধকারে ঘুরছে কালো রঙের বাঘের ছানা! বিরল ভিডিও ভাইরাল ঝড়ের গতিতে

Last Updated:

Black Tiger: শাবকটি নিখুঁত ডোরাকাটা নয়৷ তার দেহে কালোর আধিক্য৷

 শাবকের সঙ্গে অতন্দ্র প্রহরী মা৷ এক মুহূর্তও কাছছাড়া করে না শাবককে
শাবকের সঙ্গে অতন্দ্র প্রহরী মা৷ এক মুহূর্তও কাছছাড়া করে না শাবককে
বাঘিনীর সঙ্গে গভীর বনে ঘুরে বেড়াচ্ছে তার শাবক৷ এরকম ছবি আগেও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়৷ এবার দেখা দলে বাঘিনীর সঙ্গে ঘুরছে কালো রঙের শাবক! ফুটেজ দেখে বোঝা যাচ্ছে রাতের অন্ধকারে লুকোনো ক্যামেরায় ধরা পড়েছে মা-শাবক৷ মা দিব্যি ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার৷ সঙ্গের শাবকটি নিখুঁত ডোরাকাটা নয়৷ তার দেহে কালোর আধিক্য৷ তারা বেশ কৌতূহলী হয়ে ক্যামেরার দিকে এগিয়ে আসে৷ কিছুটা মন দিয়ে দেখে আবার সরে যায় সেখান থেকে৷ চলে যায় ফ্রেমের বাইরে৷ শাবকের সঙ্গে অতন্দ্র প্রহরী মা৷ এক মুহূর্তও কাছছাড়া করে না শাবককে৷
এই ভিডিও শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা৷ তিনি ভিডিও শেয়ার করে লিখেছেন কালো বাঘ দেখা খুবই দুর্লভ ও বিরল ঘটনা৷ কিন্তু শাবকটি কেন কৃষ্ণকায়? সে কথাও জানিয়েছেন সুশান্ত৷ ট্যুইট করেছেন, ‘‘আমি নিশ্চিত আপনারা কোনওদিন গভীর বনে বাঘিনীর সঙ্গে কালো রঙের শাবককে দেখেননি৷’’
সুশান্ত জানিয়েছেন বাঘের ছানাটি ‘অ্যাবান্ডিজম’ অসুখের শিকার৷ পিগমেন্টেশনগত এই ত্রুটির জন্য বাঘের শাবকের গায়ে কালো রঙের প্রভাব বেশি দেখা যায়৷ বিরল এই অবস্থার পিছনে দায়ী মেলানিনই, জানিয়েছেন আইএফএস অফিসার সুশান্ত৷ সিউডোমেলানিজম নামে জিনগত এই ত্রুটির শিকার হয়েছে ওড়িশার সিমলিপাল অরণ্যের বাঘরা৷ জিনগত এই রহস্য উদঘাটন করার জন্য গবেষণাও চালিয়েছেন বিজ্ঞানীরা৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :  এক বিশেষ পেশার যুবকদের যোগাযোগ করতে নিষেধ! সংবাদপত্রে প্রকাশিত বিয়ের বিজ্ঞাপন ভাইরাল
আইএফএস অফিসার সুশান্তর শেয়ার করা ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷ কেউ ভেবেছেন বাঘের ছানা বুঝি ক্যামোফ্ল্যাজ করেছে৷ কারওর প্রশ্ন, ওড়িশার বাঘের মধ্যে এই বৈশিষ্ট্য কেন দেখা যায়? কালো রঙের বাঘের ছানার ভিডিও ইতিমধ্যেই ৬ হাজারের বেশি ভিউজ পেয়েছে৷ সামাজিক মাধ্যমে লাইক এসেছে অগণিত৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মায়ের সঙ্গে গভীর বনে রাতের অন্ধকারে ঘুরছে কালো রঙের বাঘের ছানা! বিরল ভিডিও ভাইরাল ঝড়ের গতিতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement