Bihar News: অঙ্কের ভয় কাটাতে বিশেষ ব্যবস্থা নিলেন শিক্ষক, ম্যাজিকের মতো কাজ করে গেল প্ল্যান

Last Updated:

Bihar News: অঙ্কের ভয় কাটাতে বিশেষ ব্যবস্থা নিলেন বিহারের পাটনার এক শিক্ষক৷ ম্যাজিকের মতো কাজ করে গেল প্ল্যান, মিস না করে দেখুন সেই ভিডিয়ো৷

অঙ্কের ভয় কাটাতে বিশেষ ব্যবস্থা নিলেন শিক্ষক, ম্যাজিকের মতো কাজ করে গেল প্ল্যান
অঙ্কের ভয় কাটাতে বিশেষ ব্যবস্থা নিলেন শিক্ষক, ম্যাজিকের মতো কাজ করে গেল প্ল্যান
পাটনা: ছোটবেলার পড়াশোনা। বহু ক্ষেত্রেই দেখা যায়, শিশুরা বিরক্ত হয়ে যায়, পড়াশোনায় মন বসাতে চায় না৷ স্কুলে গেলে তারা ক্লাসে থাকে কম, থাকলেও শিক্ষকরা কী বলছেন সেদিকে গুরুত্বও দেয় না৷ বেশিরভাগ ক্ষেত্রেই তাই শিক্ষকদের পরিশ্রম বিফলে চলে যায়৷ এমন সমস্যা থেকে উদ্ধার পেতে বেশ কিছু শিক্ষক নিজেদের মতো করে ব্যবস্থা নেন৷ কেউ খেলার ছলে পড়াতে থাকেন, কেউ আবার গল্পের ছলে পড়ান৷ দেখা যায়, তাঁদেরকেই শিশুরা বেশি পছন্দ করতে শুরু করে৷
ঠিক এমনই এক ঘটনা ঘটেছে বিহারের এক স্কুলে৷ একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে বেশ৷ সেখানে দেখা গিয়েছে, হাসিমুখে এক শিক্ষক ক্লাস নিচ্ছেন৷ তাও আবার অঙ্কের ক্লাস৷ যেখানে শিশুদের চট করে মন বসতে চায় না৷ কিন্তু এখানে ভিডিয়োটি সম্পূর্ণ ভিন্ন কথা বলছে৷ দেখা গিয়েছে, শিশুরা দ্বিগুন উৎসাহে পড়াশোনা করছে৷ শিক্ষক যাই প্রশ্ন করুন না কেন, তারা চেঁচিয়ে উত্তর দিচ্ছে৷ অনেক সময় শিক্ষকের প্রশ্নের আগেই উত্তর দিয়ে দিচ্ছে তারা৷
advertisement
advertisement
এই শিক্ষকের নাম পবন কুমার৷ তিনি লাহারপা গ্রামে থাকেন৷ বিলাউর উক্রামিত মিডল স্কুলের সঙ্গে তিনি ২০২১ সাল থেকে যুক্ত৷ ক্লাসে শিশুদের নামতা পড়ানোর জন্য তিনি ভিন্ন ব্যবস্থা নিয়েছেন৷ ভিডিয়োতে দেখা গিয়েছে তিনি সবুজ বোর্ডের উপর প্রথম লম্বা লম্বা দাগ টেনেছেন৷ তারপর প্রথম কলামে তিনি এক থেকে ১০ পর্যন্ত নম্বর লিখেছেন৷ এরপরের কলামগুলিতে কত নম্বর হবে জিজ্ঞেস করছেন শিশুদের৷ দেখা গিয়েছে, অভিনব পদ্ধতিতে হওয়া এই ক্লাসে শিশুরাও দারুণ উৎসাহিত হয়ে উত্তর দিচ্ছে৷ কখনও তারা শিক্ষকের লেখা বা জিজ্ঞাসা করার আগেই উত্তর বলে দিচ্ছে৷
advertisement
যে বয়সে শিশুরা অঙ্কে ভয় পেয়ে পালায়, সেখানে তাঁর ক্লাসে এমন কেন? পবন বলছিলেন, টেবল করে পড়ানোর ব্যাপারটা যে তিনি শুরু থেকে করছেন তা নয়৷ তবে তিনি নিয়মিত ভাবতেন, কীভাবে গণিতের ক্লাস শিশুদের কাছে আকর্ষণীয় তোলা যায়৷ সেই ব্যাপারে ভাবতে ভাবতেই এই টেবিল করে পড়ানোর ব্যাপারটা মাথায় আসে তাঁর৷ তিনি জানিয়েছেন, স্কুলের শিশুরা এখন তাঁর ক্লাস আর মিস করতে চায় না৷ তারা দ্বিগুন উৎসাহে অঙ্কের ক্লাসে মন দিয়েছে৷ এবং রেজাল্টও ভালো করছে তারা৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bihar News: অঙ্কের ভয় কাটাতে বিশেষ ব্যবস্থা নিলেন শিক্ষক, ম্যাজিকের মতো কাজ করে গেল প্ল্যান
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement