Animal Attack: স্টান্ট দেখাতে গিয়ে ভয়ঙ্কর হাল! হিংস্র প্রাণীর আক্রমণ আহত স্টান্টম্যান, দেখুন ভিডিয়ো

Last Updated:

Animal Attack: স্টান্ট দেখাতে গিয়ে ভয়ঙ্কর হাল! কুমিরের কামড়ে ভয়াবহ আহত স্টান্টম্যান, দেখুন সেই হাড় হমি করা ভিডিয়ো।

স্টান্ট দেখাতে গিয়ে ভয়ঙ্কর হাল! হিংস্র প্রাণীর আক্রমণ আহত স্টান্টম্যান, দেখুন ভিডিয়ো
স্টান্ট দেখাতে গিয়ে ভয়ঙ্কর হাল! হিংস্র প্রাণীর আক্রমণ আহত স্টান্টম্যান, দেখুন ভিডিয়ো
নয়াদিল্লি : সাহস ভালো তবে অতি সাহস ভালো নয়৷ আর এই অতি সাহস দেখাতে গিয়েই ভয়ঙ্কর সব বিপদের মুখে পড়েন অনেকে৷ এমনই এক ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল৷ যা দেখে রীতিমতো আতকে উঠেছেন সবাই৷
বাঘেদের বা সিংহদের সঙ্গে এক খাঁচায় খেলা, বা সাপ গলায় নিয়ে হেঁটে বেড়ানো৷ এমন অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আমাদের সামনে আসে৷ তবে প্রায় প্রতি ক্ষেত্রেই দেখা যায়, যিনি এই কাজগুলি করে দেখান, তাঁরা প্রফেশনাল স্টান্টম্যান হয়ে থাকেন৷ এক্ষেত্রেও ব্যাপারটি তাই হয়েছিল৷ কিন্তু এখানে ভাগ্য স্টান্টম্যানের সঙ্গে ছিল না৷ ফলে নিজের হাতকে বিসর্জন দিয়ে হল দর্শকদের সামনে৷
advertisement
advertisement
advertisement
ঘটনাটি ঠিক কী হয়েছিল? এক ভিডিয়োতে দেখা গিয়েছে, কুমিরের খাঁচার মধ্যে লাল গেঞ্জি ও প্যান্ট পরে এক ব্যক্তি স্টান্ট দেখাচ্ছিলেন৷ তাঁর ঠিক সামনে শুয়ে রয়েছে একটি বিশাল কুমির৷ দেখা যায়, স্টান্ট ম্যানটি প্রথম কুমিরটিকে একটি থাপ্পর মারেন৷ তাতে হিংস্র প্রাণীটি প্রথম বড় করে মুখ খোলে৷ এরপরেই সেই ভয়ঙ্কর কাজটি করেন স্টান্টম্যান৷ তিনি নিজের হাতটি সরাসরি কুমিরের ওই মুখের মধ্যে ঢুকিয়ে দেন৷
advertisement
তাঁর সাহস দেখে সবাই হাততালি দিতে থাকে৷ কিন্তু এরপরই যা হল তা আশা করতে পারেননি কেউই৷ দেখা গিয়েছে হঠাৎই কুমিরটিকে চোখ খুলে ফেলে৷ তারপর সজোড়ে কামড় বসায় সেই স্টান্টম্যানের হাতে৷ হিংস্র জন্তুর মুহূর্তের আক্রমণে হকচকিয়ে গিয়েছিলেন স্টান্টম্যান৷ একটা কামড় দেওয়ার পরই কুমিরটি সড়ে যায়৷ কিন্তু স্টান্টম্যানের হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়৷ তিনি তখনই ওই জায়গাটি ছেড়ে চলে যান৷
advertisement
দেখা গিয়েছি, ভিডিয়োটিতে প্রায় ৪২.৮ মিলিয়ন ভিউ এসেছে৷ লাইকের সংখ্যা সাত লাখেরও বেশি৷ ঘটনাটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের অনেকে সেই স্টান্টম্যানের পাশে দাঁড়িয়েছেন৷ কেউ লিখেছেন, লোকটি প্রতিদিন নিজের পরিবারের জন্য এত বড় ঝুঁকি নিচ্ছে৷ ওর সাহসকে কুর্ণিশ৷ একজন লিখেছেন, এমন কাজ থেকে বিরত থাকাই ভালো৷ কারণ, প্রাণ যাওয়ার ঝুঁকি থাকে৷ অন্য আর এক জন লিখেছেন, হিংস্র প্রাণীদের সঙ্গে এমন না করাই ভালো৷ ঘটনা থেকে স্টান্টম্যানের নিশ্চয়ই শিক্ষা হয়েছে!
advertisement
এমন ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও হয়েছে৷ এই কুমিরের আক্রমণেরই শিকার হয়েছে আর এক স্টান্টম্যান৷ সেই ভিডিয়োটিও ভাইরাল হয়েছে৷ সেখানেও দেখা গিয়েছে, কুমিরের হাঁ করা মুখে একজন হাত ঢুকিয়েছেন৷ এবং মুহুর্তে কুমিরের কামড়ে ছিন্নভিন্ন হয়েছে স্টান্টম্যানের হাত৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Animal Attack: স্টান্ট দেখাতে গিয়ে ভয়ঙ্কর হাল! হিংস্র প্রাণীর আক্রমণ আহত স্টান্টম্যান, দেখুন ভিডিয়ো
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement