Couple kicked off flight: ভরা ফ্লাইটে উদ্যম যৌনতা! ঘাড় ধরে নামিয়ে দেওয়া হল ব্রিটিশ দম্পতিকে৷

Last Updated:

Couple kicked off flight: ভরা ফ্লাইটে উদ্যম যৌনতায় মেতে ছিলেন ব্রিটিশ কাপল! ঘাড় ধরে নামিয়ে দেওয়া হল তাদের, মামলা কোর্টে গেলে মিলল উচিত শিক্ষা৷

ভরা ফ্লাইটে উদ্দম যৌনতা! ঘাড় ধরে নামিয়ে দেওয়া হল ব্রিটিশ দম্পতিকে৷
ভরা ফ্লাইটে উদ্দম যৌনতা! ঘাড় ধরে নামিয়ে দেওয়া হল ব্রিটিশ দম্পতিকে৷
নয়াদিল্লি : ভরা ফ্লাইটে অবাধ যৌনতা! ঘাড় ধরে নামিয়ে দেওয়া হল ব্রিটিশ দম্পতিকে৷ মিলল কঠিন সাজাও৷
গল্প নয়, একেবারে সত্যি ঘটনা৷ এই ঘটনার জেরে চরম শাস্তি পেয়েছেন ওই ব্রিটিশ দম্পতি৷ আদলতের নির্দেশে মুখ বুজে ঘণ্টার পর ঘণ্টা সামাজিক কাজ করছেন তাঁরা৷
advertisement
ঘটনাটি ঠিক কী হয়েছে? ছুটিতে স্পেন ঘুরতে গিয়েছিলেন ওই ব্রিটিশ কাপল৷ ইসিজেট ফ্লাইটে করে তাঁরা ইংল্যান্ডের ব্রিস্টলে ফিরছিলেন৷ ছেলেটির নাম ব্র্যাডলি স্মিথ, মেয়েটির অ্যান্টোনিয়া সুলিভান৷ দুজনেই থাকেন ওয়েলসের এক শহরে৷
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাতটার ফ্লাইটে পাশাপাশি সিটেই বসেছিলেন ওই কাপল৷ তার কীর্তি দেখতে পেয়েছেন পিছনের সিটে বসে থাকা এক মা ও তার মেয়েও৷
স্পেন থেকে ফ্লাইট ওড়ার কিছুক্ষণ পরেই না কি ব্র্যাডলি তাঁর বান্ধবীকে যৌনতায় লিপ্ত হতে বলেন৷ কোর্টে ব্যাপারটি নিয়ে সাক্ষী দিতে আসা এক প্রত্যক্ষদর্শী পুরো ঘটনাটি ব্যাখ্যা করেছেন৷ তিনি বলছিলেন, মেয়েটি ছেলেটির কোলে চেপে বসেছিল৷ তারপর কোট গায়ে দিয়ে অস্বস্তিকর আওয়াজ শুরু করে৷ তিনি এটাও জানিয়েছেন, “আমি একা নই, ওদের পাশের সিটে যে বসেছিল সেও ব্যাপারটা দেখেছে৷ সিটের পিছনে একজন টিন এজার ও তার মা ছিল৷ তারাও ব্যাপারটা খেয়াল করেছে৷”
advertisement
এরপরই আর মাথায় ঠিক রাখতে পারেননি ওই টিন এজারের মা৷ তিনি গিয়ে ফ্লাইটের কেবিন ক্রুদের পুরো ঘটনাটি জানান৷ তারা ঘটনাস্থলে এলে অ্যান্টোনিয়া বলেন, তিনি কোনও অশালীন কাজ করছেন না, শুধু বয়ফ্রেন্ডের কোলে বসে আছেন৷ দুজনকে এরপর পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার জল এগােয় কোর্ট পর্যন্ত৷
এই সপ্তাহেই এই অস্বাবিক ঘটনার রায় দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে৷ যেখানে শুধু জরিমানা নয়, কমিউনিটি সার্ভিসের কথা উল্লেখ করা হয়েছে৷ জানা গিয়েছে, যে তিন সদস্য ওই কাপলের বিরুদ্ধে মামলা করেছেন, তাঁরা প্রত্যেকে ভারতীয় মুদ্রায় এগারো হাজার টাকা করে পাবেন৷ যেটা আসবে ব্র্যাডলি ও তাঁর বান্ধবীর কাছ থেকেই৷ ব্র্যাডলিকে প্রায় তিনশো ঘণ্টা এবং তাঁর বান্ধবীকে প্রায় ২৭০ ঘণ্টা কমিউনিটি সার্ভিসে অংশ নিতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Couple kicked off flight: ভরা ফ্লাইটে উদ্যম যৌনতা! ঘাড় ধরে নামিয়ে দেওয়া হল ব্রিটিশ দম্পতিকে৷
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement