Karnataka News: ফাঁকা ঘরে বউ-এর সঙ্গে লটর পটর, প্রেমিককে হাতে পেতেই চরম সিদ্ধান্ত স্বামীর!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Karnataka News: ফাঁকা ঘরে দিনের পর দিন বউ-এর সঙ্গে লটর পটর৷ প্রেমিককে ঘরের মধ্যে বন্ধ করে রাখল প্রতিবেশি৷ হাতে পেতেই চরম সিদ্ধান্ত স্বামীর! কাটা গেল যৌনাঙ্গ৷
বিদার: বাড়ির বউ-এর সঙ্গে লটর পটর। বেশ অনেকদিন ধরেই চলছিল ব্যাপারটা৷ তক্কে তক্কে ছিল প্রতিবেশীরা৷ সুযোগ পেতেই উত্তম মধ্যম দেওয়া হল পাগল প্রেমিককে৷ বউ-এর স্বামীও সুযোগ বুঝে দিলেন উচিৎ শিক্ষা৷
ঘটনাটি ঠিক কী হয়েছে? কর্ণাটকের বিদারের ঘটনা৷ বিয়ের পরও এক যুবকের সঙ্গে পরকীয়া চালাচ্ছিলেন এক মহিলা৷ জানা গিয়েছে, স্বামী না থাকলেও না কি সেই যুবক হাজির হয়ে যেতে বাড়িতে৷ ব্যাপারটাকে প্রথমে প্রতিবেশিরা বিশেষ গুরুত্ব দেয়নি৷ কিন্তু রোজ রোজ ছেলেটিকে আসতে দেখে তাদের সন্দেহ হয়৷ মেয়েটিকে না জানিয়েই যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নেয় তারা৷
advertisement
advertisement
চারপাশের বাড়ির লোকেরা কী ভেবে রেখেছে সেটা বুঝতেও পারেনি ওই বিবাহিত মহিলা এবং তার প্রেমিক৷ ছেলেটির নাম সুনীল বাবুরাওয়৷ যে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক করছিল ইরাপা সারেপা বীরশেট্টির স্ত্রী-এর সঙ্গে৷ প্রতিবেশীদের তরফে জানানো হয়েছে, এর মধ্যে একদিন সুনীল ঘরে ঢুকতেই তারা বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে দেয়৷
advertisement
এখানেই শেষ নয়৷ এরপর খবর দেওয়া হয় মহিলার স্বামী বীরশেট্টিকেও৷ তিনি কাজ ফেলে রেখে ছুটে আসেন বাড়িতে৷ এরপর উত্তম মধ্যম দেন সেই যুবককে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্তকে বেদম প্রহারের পরও শান্ত থাকেননি বীরশেট্টি৷ তিনি এরপর ২৭ বছরের ওই যুবকের যৌনাঙ্গ কেটে দেন রাগে৷ সুনীলকে মান্নাখেলি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর বিদারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
বিদারের এসপি প্রদীপ গুন্ডি জানিয়েছেন, এই ঘটনার পর শুক্রবার গ্রেফতার করা হয়েছে ইরাপ্পাকে৷ তার বিচার হবে৷ সুনীল হাসপাতালে সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছেন তিনি৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2024 3:06 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Karnataka News: ফাঁকা ঘরে বউ-এর সঙ্গে লটর পটর, প্রেমিককে হাতে পেতেই চরম সিদ্ধান্ত স্বামীর!