Fraud Case : মাত্র ৯ হাজার টাকায় বাইক! গুটখা খাইয়ে কৃষককে সর্বশান্ত করল প্রতারকরা

Last Updated:

Fraud Case : মাত্র ৯ হাজার টাকা দিলেই মিলবে বাইক। মধ্যপ্রদেশের কৃষকে গুটখা খাইয়ে লুঠলেন প্রতারকরা৷ নয় হাজার টাকা হারিয়ে মাথায় হাত কৃষকের৷

মাত্র ৯ হাজার টাকায় বাইক! গুটখা খাইয়ে কৃষককে সর্বশান্ত করল প্রতারকরা
মাত্র ৯ হাজার টাকায় বাইক! গুটখা খাইয়ে কৃষককে সর্বশান্ত করল প্রতারকরা
ছাতারপুর : অতি লোভ ভালো নয়৷ চারপাশে এখন গিজগিজ করছে প্রতারকেদর দল৷ অনলাইন বা অফলাইন, বিন্দুমাত্র অসতর্ক হলেই বড় ক্ষতি হবে আপনার৷ এমনই এক ঘটনার শিকার মধ্যপ্রদেশের ছাতারপুরের এক কৃষক৷ মাথায় আকাশ ভেঙে পড়েছে তাঁর৷
জানা গিয়েছে, আর পাঁচদিনের মতোই নিজের মোষগুলি নিয়ে বাড়ির কাছেই এক মাঠে চরাতে গিয়েছিলেন সেই কৃষক৷ সেই সময় কিছুটা দূরে গাছের নীচে বসেছিল বেশ কয়েকজন ব্যক্তি৷ ভাইয়ারাম পাল নামের ওই কৃষককে দেখেই ডাকতে থাকে তারা৷ এমনকি একজন এগিয়ে এসে তার হাতে একটা পুরষ্কারও তুলে দেয়৷
advertisement
advertisement
এরপরই প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেন ভাইয়ারাম৷ তিনি আরও পুরষ্কারের লোভে সেই অপরিচিত গ্রুপের কাছে চলে যান৷ প্রতারকরা তাঁকে আরও নিজের মনে করাতে গুটখা দেয়৷ এরপর তারা বোঝাতে থাকে কী ভাবে মোটরসাইকেল, ফ্রিজ, ওয়াশিংমেশিনের মতো পুরষ্কার অতি সহজে পেতে পারেন ভাইয়ারাম৷ মধ্যপ্রদেশের কৃষক তো তখন দারুণ খুশি৷
পুরো ব্যাপারটাই আগে থেকে ছক কষা ছিল৷ ভাইয়ারামের সামনেই একজন বলে, কী ভাবে সে বাক্স খুলে ওয়াশিংমেশিন পেয়েছে৷ এরপর ওই কৃষককেও একটি বাক্স দেখানো হয়৷ বলা হয়, সেটার মধ্যে বাইক আছে৷ এবং মাত্র ৯০০০ টাকা দিলেই বাইকটি তিনি পেয়ে যাবেন৷
advertisement
এত কম টাকায় বাইক! মাথা ঠিক রাখতে পারেননি কৃষক৷ দৌড়ে বাড়ি গিয়ে টাকা এনে দিয়ে দেন অপরিচিত ব্যক্তিদের৷ তারা তখনই সেখান থেকে চলে যায়৷ এরপর বাক্স খুলতেই কৃষকের মাথায় হাত৷ দেখেন, বাক্সের মধ্যে কয়েকটি জামা আর মাদুর ছাড়া কিছুই নেই৷ তিনি যে প্রতারিত হয়েছেন তখনই বুঝে যান ভাইয়ারাম৷
advertisement
এরপরই তিনি ভেঙে পড়েন৷ বারবার বলতে থাকেন, তাঁর লোভই কাল হল৷ এই নয় হাজার টাকা তিনি রেখেছিলেন রবি শস্য কিনে চাষ করবেন বলে৷ গোটা ঘটনায় এতটাই হতাশা গ্রাস করে এই কৃষককে যে, তিনি দুদিন ঘুমোতেই পারেননি৷ মুখে তোলেননি খাবার৷ শিক্ষা পেয়ে তিনি এবার বাকি কৃষকদেরও সতর্ক থাকতে বলেছেন৷ বারবার জানিয়েছেন, তাঁর মতো ভুল যেন কেউ না করে৷
advertisement
প্রতারণার শিকার হয়ে মোটা টাকা খুইয়ে ফেলা৷ এমন ঘটনা নতুন নয়৷ এখন ফ্রডের ব্যাপারটা অনলাইন-অফলাইন দুই জায়গাতেই হয়৷ সামান্য অসতর্কতা মানেই আপনার টাকা গেল৷ কিছু বছর আগে তেলেঙ্গানার এক কৃষকের ছেলেও প্রতারণার শিকার হয়ে হারিয়েছিলেন সর্বস্ব৷ অনলাইন গেম খেলতে গিয়ে ৯২ লাখ টাকা চোট হয়ে গিয়েছিল পরিবারের৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Fraud Case : মাত্র ৯ হাজার টাকায় বাইক! গুটখা খাইয়ে কৃষককে সর্বশান্ত করল প্রতারকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement