Viral Video|| এ যেন এক অন্য বিয়ে! ভোপালের রাস্তায় কনের আজব কীর্তি! ভাবনাকে নেটদুনিয়ার কুর্নিশ

Last Updated:

Bhopal Bride Takes Out Her Baraat on Gypsy: নিয়ম ভাঙলেন ভোপালের এক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরতা তরুণী (IT professional bride)। ওই তরুণী জিপসি গাড়ির বনেটে বসে নাচতে নাচতে বর আনতে পৌঁছে যান পাত্রের বাড়িতে।

ভাইরাল।
ভাইরাল।
#ভোপাল, ভাইরাল ভিডিও: প্রাচীন যুগ থেকে চলে আসা রীতি অনুযায়ী বিয়ের দিন বরযাত্রীকে (wedding procession) সঙ্গে নিয়ে কনের বাড়িতে বিয়ে করতে আসেন বর। বিয়ে সেরে স্ত্রী-কে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে ফিরে যান। পরের দিন অর্থাৎ বউভাত বা রিসেপশনের দিন কনের বাড়ির সকলে উপস্থিত হন বরের বাড়িতে। সেই নিয়ম ভাঙলেন ভোপালের এক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরতা তরুণী (IT professional bride)। ওই তরুণী জিপসি গাড়ির বনেটে বসে নাচতে নাচতে বর আনতে পৌঁছে যান পাত্রের বাড়িতে। তাঁর সেই যাত্রাপথে যোগ দেন পথচলতি বহু সাধারণ মানুষ। তরুণীর সেই বরের বাড়ির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
বৈরাগড়ের বাসিন্দা ওই কনের নাম ভাবনা লালওয়ানি। তিনি উচ্চশিক্ষিত। কম্পিউটার নিয়ে ডিগ্রি অর্জনের পরে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। জানা গিয়েছে, যখন বিয়ে ঠিক হয় তখনই ভাবনার দাবি ছিল, তিনি যদি বরের বাড়িতে যাওয়ার অনুমতি পান, তবেই বিয়ে করতে রাজি। নচেৎ নয়। মেয়ের দাবি মেনে নেন বাবা। পাত্রপক্ষের সঙ্গে আলোচনার পরে মেলে সম্মতি। তারপরেই এ দিন বিয়ে জিপসির বনেটে বসে নাচ-গান করতে করতে বরের বাড়িতে পৌঁছে যান। ভাবনা চেয়েছিলেন, এই প্রথা ভাঙার মধ্যে দিয়ে কিছুটা হলেও সমাজে সমতা বাড়ুক।
advertisement
আরও পড়ুন: ভীষণ রেগে দাদাকে বেজায় বকাবকি, চোখ পাকিয়ে কড়া শাসন ইউভানের, ভাইরাল ভিডিও...
এ দিন বৈরাগড় থেকে কনের বারাত পৌঁছয় বরের বাড়ি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের স্যান্ট হৃদারামনগরে। সেই কয়েক কিলোমিটার রাস্তায় ভাবনার সঙ্গে নাচ জুড়ে দেন পথচারীদের অনেকেই। অনেকেই ঘটনা দেখে, তা ক্যামেরাবন্দি করে নেন। তারপরই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। ভাবনার এই কীর্তিতে খুশি নেটিজেনরা। অনেকেই তাঁর কাজের জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video|| এ যেন এক অন্য বিয়ে! ভোপালের রাস্তায় কনের আজব কীর্তি! ভাবনাকে নেটদুনিয়ার কুর্নিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement