মহাসাগরের ৬০০০ মিটার গভীরে হদিশ মিলল ‘এলিয়েন দুনিয়ার’ ! হাজার হাজার নতুন প্রজাতির জীব দেখে চমকে গেলেন বিজ্ঞানীরাও

Last Updated:

Science News : আসলে মহাসাগরের এই এলাকাকে ‘হ্যাডল জোন’ নামে ডাকা হয়। এটি শুরু হয় ৬ কিলোমিটার গভীরতা থেকে। আর তা বিস্তৃত ১১ কিলোমিটার গভীরতা পর্যন্ত। যার অর্থ হল, এটা এতটাই গভীর যে, ৩০টি এম্পায়ার স্টেট বিল্ডিং অথবা দেড় খানা মাউন্ট এভারেস্ট সেখানে এঁটে যাবে।

মহাসাগরের ৬০০০ মিটার গভীরে হদিশ মিলল ‘এলিয়েন দুনিয়ার’  (Photo : NOAA, USA)
মহাসাগরের ৬০০০ মিটার গভীরে হদিশ মিলল ‘এলিয়েন দুনিয়ার’ (Photo : NOAA, USA)
মহাসাগরের মাত্র ৬ কিলোমিটার (প্রায় ৪ মাইল) গভীরে একটি অন্যরকম দুনিয়ার অস্তিত্ব রয়েছে। নতুন এক আবিষ্কারে এমনটাই জানা গিয়েছে। একটি নতুন গবেষণায় বিজ্ঞানীরা হাজার হাজার অদৃশ্য মাইক্রোব প্রজাতি আবিষ্কার করেছেন। যা আগে কখনওই দেখা যায়নি। মারিয়ানা ট্রেঞ্চ-সহ মহাসাগরের গভীরতম স্থান থেকেই এই হদিশ মিলেছে। আসলে মহাসাগরের এই এলাকাকে ‘হ্যাডল জোন’ নামে ডাকা হয়। এটি শুরু হয় ৬ কিলোমিটার গভীরতা থেকে। আর তা বিস্তৃত ১১ কিলোমিটার গভীরতা পর্যন্ত। যার অর্থ হল, এটা এতটাই গভীর যে, ৩০টি এম্পায়ার স্টেট বিল্ডিং অথবা দেড় খানা মাউন্ট এভারেস্ট সেখানে এঁটে যাবে।
প্রতিকূলতার মধ্যেও জীবনের আলো
advertisement
মহাসাগরের এত গভীরে বেঁচে থাকা অত্যন্ত কঠিন। কারণ এখানকার তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকে। জলের চাপ থাকে প্রবল। খাওয়ার মতো নিউট্রিয়েন্টের পরিমাণও কম। তবু তা সত্ত্বেও বিজ্ঞানীরা এখানে ৭৫০০ অনন্য প্রজাতির মাইক্রোব খুঁজে পেয়েছেন। এর মধ্যে ৯০ শতাংশ আবার সম্পূর্ণ ভাবে নতুন।
advertisement
(Image: Xiao et al., Cell, 2025)
(Image: Xiao et al., Cell, 2025)
চিনা বিজ্ঞানীরা এই গভীরতায় ৩৩ বার ডুব দিয়েছেন। এর জন্য মনুষ্য-চালিত সাবমার্সিবল ব্যবহার করা হয়েছিল। তাঁরা সেখান থেকে পলি এবং সামুদ্রিক জলের নমুনা সংগ্রহ করেছেন। এরপর সেই সমস্ত নমুনা খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে। আর যা ফল প্রকাশ্যে এসেছে, তা রীতিমতো চমকপ্রদ।
advertisement
এই সমস্ত এলিয়েন মাইক্রোব কীভাবে বেঁচে থাকে
বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে, এই সমস্ত মাইক্রোঅর্গ্যানিজমের দুটি প্রধান বেঁচে থাকার কৌশল রয়েছে। সেগুলি নিম্নলিখিত:
সাধারণ কিন্তু কার্যকর জীবনযাত্রা:
advertisement
এই ধরনের মাইক্রোবগুলির রয়েছে ছোট জিনোম। যার ফলে সীমিত রসদেও বেঁচে থাকতে পারে তারা। তাদের মধ্যে রয়েছে এমন অনুঘটক, যা অতিরিক্ত চাপ এবং মহাসাগরের ঠান্ডাতেও তাদের বাঁচিয়ে রাখে।
নমনীয় এবং বহুমুখী মাইক্রোব:
কয়েকটি মাইক্রোবের রয়েছে বড় জিনোম। তারা একাধিক রকম পরিবেশেও বাঁচতে পারে। আর তারা ব্যবহার করে নানা ধরনের নিউট্রিয়েন্ট।
advertisement
ভিন্ন ভিন্ন মাইক্রোব সব জায়গায় রয়েছে:
আরও একটি চমকপ্রদ বিষয় সামনে এসেছে। মহাসাগরের গভীর জায়গায় একাধিক ধরনের মাইক্রোব বসবাস করে। ছোট জায়গায় তারা থাকতে পারে এবং সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। গভীরতা যত বেশি, মাইক্রোবগুলি তত বেশি করে একে অপরকে সাহায্য করে। একে অপরের সঙ্গে তারা নিউট্রিয়েন্ট ভাগ করে নেয়। এরপর বায়োফিল্ম তৈরি করে নিজেদের রক্ষা করার জন্য।
advertisement
ভবিষ্যতের জন্য বড়সড় উদ্ভাবন:
MEER (মারিয়ানা ট্রেঞ্চ এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি রিসার্চ) প্রজেক্টের অধীনে এই গবেষণার তথ্য অনলাইনে দিয়েছেন বিজ্ঞানীরা। এই গবেষণা প্রকাশ পেয়েছে Cell Journal-এ। বিজ্ঞানীদের মতে, এই গবেষণা আমাদের বুঝতে সাহায্য করবে যে, চরম পরিস্থিতিতেও প্রাণ কীভাবে বিকশিত হয়
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মহাসাগরের ৬০০০ মিটার গভীরে হদিশ মিলল ‘এলিয়েন দুনিয়ার’ ! হাজার হাজার নতুন প্রজাতির জীব দেখে চমকে গেলেন বিজ্ঞানীরাও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement