মায়ের গয়না বন্ধক রেখে শুরু করেছিলেন ব্যবসা, অথচ ৪৫ দিনের মধ্যেই আয় করলেন ৩০ কোটি টাকা ! এই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং যোগী আদিত্যনাথও

Last Updated:

নিজের পরিবারকে নিয়ে পিন্টু থাকেন নৈনির আরাইল এলাকায়। আসলে পিন্টুর পরিবার বিশাল বড়। রয়েছেন প্রায় ১০০ জন সদস্য। বিগত কয়েক মাস ধরে সকলে মিলে মহাকুম্ভের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। বিল্ডিং এবং ১৩০টি নৌকার জন্য বিনিয়োগ করেছিলেন তাঁরা।

পিন্টু মাল্লাহ ৪৫ দিনের মধ্যেই আয় করলেন ৩০ কোটি টাকা !
পিন্টু মাল্লাহ ৪৫ দিনের মধ্যেই আয় করলেন ৩০ কোটি টাকা !
প্রয়াগরাজ: সদ্য শেষ হয়েছে মহাকুম্ভ। আর এই সময় প্রচুর উপার্জন করে রীতিমতো সকলের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছেন প্রয়াগরাজের পিন্টু মাল্লাহ। এমনকী, উত্তর প্রদেশের বিধানসভায় তাঁর সাফল্যের এই উপাখ্যান উল্লেখ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। Aaj Tak-এর সঙ্গে আলাপচারিতায় নিজের এই কাহিনি ভাগ করে নিতে গিয়ে আবেগঘন হয়ে পড়েছিলেন খোদ পিন্টুও। কীভাবে মাসের পর মাস ধরে পূর্ব পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন, সেটাই তুলে ধরেছেন তিনি।
নিজের পরিবারকে নিয়ে পিন্টু থাকেন নৈনির আরাইল এলাকায়। আসলে পিন্টুর পরিবার বিশাল বড়। রয়েছেন প্রায় ১০০ জন সদস্য। বিগত কয়েক মাস ধরে সকলে মিলে মহাকুম্ভের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। বিল্ডিং এবং ১৩০টি নৌকার জন্য বিনিয়োগ করেছিলেন তাঁরা। যাতে পুণ্যার্থীদের জলপথে পারাপার করানো যেতে পারে।
advertisement
advertisement
এই ব্যবসা করার জন্য পিন্টু নিজের মায়ের গয়না পর্যন্ত বন্ধক দিয়েছিল। প্রথমে টাকা খোওয়ানোর আশঙ্কা করেছিলেন তাঁর মা। কিন্তু মহাকুম্ভ যত এগোতে থাকে, দেখা যায়, প্রচুর অর্থ হাতে আসতে শুরু করেছে। ভয়-আতঙ্ক পরিণত হয় আনন্দে। এদিকে তাঁদের সকলের কঠোর পরিশ্রম এবং সাফল্যের স্বীকৃতি দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। সেটার জন্যও উচ্ছ্বসিত তাঁরা।
advertisement
পিন্টুর বক্তব্য, ৪৫ দিন ব্যাপী মহাকুম্ভে ১৩০টি নৌকা পারপার করিয়ে তাঁর পরিবার ৩০ কোটি টাকা আয় করেছে। অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট করে দেন যে, তাঁরা শুধুমাত্র সরকার নির্ধারিত ভাড়া অনুসরণ করেছেন। পুণ্যার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি। এমনকী, কিছু পুণ্যার্থী তো অনুদান হিসেবে অতিরিক্ত টাকা দিয়েছেন তাঁদের।
advertisement
এক-একটি নৌকা তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। কিন্তু উৎসবের সময় এক-একটি নৌকা দৈনিক ৫০ হাজার টাকা আয় করেছিল। এক মাসেরও বেশি সময় ধরে এক-একটি নৌকা আয় করেছে ২৩ লক্ষ টাকা। সব মিলিয়ে ১৩০টি নৌকা থেকে তাঁদের আয় হয়েছে ৩০ কোটি টাকা।
advertisement
মহাকুম্ভ মেলার সময় নৌকার অফিসিয়াল ভাড়া ছিল জনপ্রতি ৪৮৩ টাকা। যদিও একাধিক প্রতিবেদনে দাবি যে, যাত্রীদের থেকে প্রতি রাইডের জন্য ২০০০ থেকে ৪০০০ টাকা নেওয়া হয়েছে। একটি ১০টি আসনবিশিষ্ট নৌকায় যদি প্রতি যাত্রীর থেকে ১৫০০ টাকা নেওয়া হয়, তাহলে এক-একটি ট্রিপে আয় হবে ১৫ হাজার টাকা।
পিন্টু মাল্লাহ জানান যে, এই সময় অক্লান্ত ভাবে কাজ করে গিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “যোগীজি এবং মোদিজিকে ধন্যবাদ। এই দুর্দান্ত অনুষ্ঠানকে সম্ভব করার জন্য। আর আমাদের মতো নৌকাচালকদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। জীবনে এত পরিমাণ টাকা একসঙ্গে কখনওই দেখিনি।”
advertisement
পিন্টুর পরিবারেই রয়েছে ৭০টি নৌকা। এমনকী, ওই এলাকার একাধিক পরিবারের রয়েছে ১০-২০টি করে নৌকা। ফলে তাঁদের গ্রামের প্রায় প্রতিটি পরিবার রোজগারের মুখ দেখেছে। এমনকী, তা নাটকীয় ভাবে অর্থনৈতিক পরিস্থিতিতেও এনেছে বদল। পিন্টুর কথায়, “আমরা কখনওই ভাবিনি যে, এতটা আয় হবে। আর মহাকুম্ভ আমাদের জীবন বদলে দিয়েছে।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মায়ের গয়না বন্ধক রেখে শুরু করেছিলেন ব্যবসা, অথচ ৪৫ দিনের মধ্যেই আয় করলেন ৩০ কোটি টাকা ! এই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং যোগী আদিত্যনাথও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement