বাণিজ্যিক রেফ্রিজারেশনেই নজর, মার্কেট শেয়ার ৩৩-৩৫ শতাংশ করার লক্ষ্য Blue Star-এর, ৪০০ কোটি বিনিয়োগের পরিকল্পনা

Last Updated:
বর্তমানে ব্লু স্টারের বাণিজ্যিক রেফ্রিজারেশনের বাজারে প্রায় ৩০ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। যার বাজারমূল্য ৫,০০০ কোটি টাকা। বৃহস্পতিবার বাণিজ্যিক রেফ্রিজারেশনের নতুন প্রোডাক্ট লঞ্চ অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন ব্লু স্টার লিমিটিডের ম্যানেজিং ডিরেক্টর বি থিয়াগরাজন (B Thiagarajan)। বর্তমানে এই ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গিয়েছে।
1/8
আগামী তিন বছরে বাণিজ্যিক রেফ্রিজারেশন বাজারে নিজেদের মার্কেট শেয়ার ৩৩ থেকে ৩৫ শতাংশে নিয়ে যেতে চায় ব্লু স্টার। এর জন্য তারা নতুন পণ্য বাজারে আনবে। ইন্ডাস্ট্রির গড় বৃদ্ধির চেয়ে দ্রুত এগোনোর চেষ্টা করবে।
আগামী তিন বছরে বাণিজ্যিক রেফ্রিজারেশন বাজারে নিজেদের মার্কেট শেয়ার ৩৩ থেকে ৩৫ শতাংশে নিয়ে যেতে চায় ব্লু স্টার। এর জন্য তারা নতুন পণ্য বাজারে আনবে। ইন্ডাস্ট্রির গড় বৃদ্ধির চেয়ে দ্রুত এগোনোর চেষ্টা করবে।
advertisement
2/8
২০২৬ অর্থবর্ষে কোম্পানি প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে, যা রুম এয়ার কন্ডিশনার, বাণিজ্যিক এয়ার কন্ডিশনার ও বাণিজ্যিক রেফ্রিজারেশন উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে। বর্তমানে ব্লু স্টারের বাণিজ্যিক রেফ্রিজারেশনের বাজারে প্রায় ৩০ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। যার বাজারমূল্য ৫,০০০ কোটি টাকা।
২০২৬ অর্থবর্ষে কোম্পানি প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে, যা রুম এয়ার কন্ডিশনার, বাণিজ্যিক এয়ার কন্ডিশনার ও বাণিজ্যিক রেফ্রিজারেশন উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে। বর্তমানে ব্লু স্টারের বাণিজ্যিক রেফ্রিজারেশনের বাজারে প্রায় ৩০ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। যার বাজারমূল্য ৫,০০০ কোটি টাকা।
advertisement
3/8
বৃহস্পতিবার বাণিজ্যিক রেফ্রিজারেশনের নতুন প্রডাক্ট লঞ্চ অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন ব্লু স্টার লিমিটিডের ম্যানেজিং ডিরেক্টর বি থিয়াগরাজন (B Thiagarajan - Blue Star Ltd)। বর্তমানে এই ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গিয়েছে।
বৃহস্পতিবার বাণিজ্যিক রেফ্রিজারেশনের নতুন প্রডাক্ট লঞ্চ অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন ব্লু স্টার লিমিটিডের ম্যানেজিং ডিরেক্টর বি থিয়াগরাজন (B Thiagarajan - Blue Star Ltd)। বর্তমানে এই ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গিয়েছে।
advertisement
4/8
লঞ্চ অনুষ্ঠানে থিয়াগরাজন সাংবাদিকদের বলেন, “আশা করছি, আমাদের বাণিজ্যিক রেফ্রিজারেশন বাজারে কোম্পানির মার্কেট শেয়ার ৩৩ থেকে ৩৫ শতাংশে পৌঁছাবে। আমরা ইন্ডাস্ট্রির গড় বৃদ্ধির চেয়ে দ্রুত এগোতে চাই। পাশাপাশি, এই খাতে নতুন পণ্যও আনব।”
লঞ্চ অনুষ্ঠানে থিয়াগরাজন সাংবাদিকদের বলেন, “আশা করছি, আমাদের বাণিজ্যিক রেফ্রিজারেশন বাজারে কোম্পানির মার্কেট শেয়ার ৩৩ থেকে ৩৫ শতাংশে পৌঁছাবে। আমরা ইন্ডাস্ট্রির গড় বৃদ্ধির চেয়ে দ্রুত এগোতে চাই। পাশাপাশি, এই খাতে নতুন পণ্যও আনব।”
advertisement
5/8
ব্লু স্টার-এর অনুমান, ২০৩০ সাল পর্যন্ত এই বাজার বছরে গড়ে ২০ শতাংশ (CAGR) হারে বাড়বে। থিয়াগরাজনের কথায়, “মূলত তিনটি খাতে বাণিজ্যিক রেফ্রিজারেশন শিল্পের প্রবৃদ্ধি দেখা যাবে -ডেয়ারি ও আইসক্রিম, ফার্মাসিউটিক্যাল এবং কুইক সার্ভিস রেস্টুরেন্ট (QSR) ও কুইক কমার্স। বিশেষ করে কুইক কমার্সে, গত ছয় মাসে ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে।”
ব্লু স্টার-এর অনুমান, ২০৩০ সাল পর্যন্ত এই বাজার বছরে গড়ে ২০ শতাংশ (CAGR) হারে বাড়বে। থিয়াগরাজনের কথায়, “মূলত তিনটি খাতে বাণিজ্যিক রেফ্রিজারেশন শিল্পের প্রবৃদ্ধি দেখা যাবে -ডেয়ারি ও আইসক্রিম, ফার্মাসিউটিক্যাল এবং কুইক সার্ভিস রেস্টুরেন্ট (QSR) ও কুইক কমার্স। বিশেষ করে কুইক কমার্সে, গত ছয় মাসে ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে।”
advertisement
6/8
ব্লু স্টারের মোট আয়ের প্রায় ১২ শতাংশ আসে বাণিজ্যিক রেফ্রিজারেশন সেক্টর থেকে। গত অর্থবর্ষে সংস্থার মোট রাজস্ব ছিল ৯,৬৮৫.৩৬ কোটি টাকা। চলতি অর্থবর্ষে কোম্পানি ২৫ শতাংশ আয় বৃদ্ধির লক্ষ্য নিয়েছে। আর ২০২৬ অর্থবর্ষে এই প্রবৃদ্ধি ২০ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।
ব্লু স্টারের মোট আয়ের প্রায় ১২ শতাংশ আসে বাণিজ্যিক রেফ্রিজারেশন সেক্টর থেকে। গত অর্থবর্ষে সংস্থার মোট রাজস্ব ছিল ৯,৬৮৫.৩৬ কোটি টাকা। চলতি অর্থবর্ষে কোম্পানি ২৫ শতাংশ আয় বৃদ্ধির লক্ষ্য নিয়েছে। আর ২০২৬ অর্থবর্ষে এই প্রবৃদ্ধি ২০ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
7/8
ব্লু স্টার জানিয়েছে, দেশের রুম এয়ার কন্ডিশনারের বাজার ২০৩০ সাল পর্যন্ত গড়ে বছরে ১৯ শতাংশ (CAGR) হারে বাড়তে পারে। তবে সংস্থা এই সময়ে ২০ থেকে ২৫ শতাংশ (CAGR) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য রেখেছে। বর্তমানে রুম এয়ার কন্ডিশনারের বাজারে ব্লু স্টারের মার্কেট শেয়ার ১৩.৭৫ শতাংশ। “আমরা সম্ভবত ২০২৫ অর্থবর্ষে ১৩.৮০ বা ১৩.৯০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শেষ করব, আর পরবর্তী অর্থবর্ষে তা ১৪.২৫ শতাংশে পৌঁছাতে পারে,” বলেন থিয়াগরাজন।
ব্লু স্টার জানিয়েছে, দেশের রুম এয়ার কন্ডিশনারের বাজার ২০৩০ সাল পর্যন্ত গড়ে বছরে ১৯ শতাংশ (CAGR) হারে বাড়তে পারে। তবে সংস্থা এই সময়ে ২০ থেকে ২৫ শতাংশ (CAGR) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য রেখেছে। বর্তমানে রুম এয়ার কন্ডিশনারের বাজারে ব্লু স্টারের মার্কেট শেয়ার ১৩.৭৫ শতাংশ। “আমরা সম্ভবত ২০২৫ অর্থবর্ষে ১৩.৮০ বা ১৩.৯০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শেষ করব, আর পরবর্তী অর্থবর্ষে তা ১৪.২৫ শতাংশে পৌঁছাতে পারে,” বলেন থিয়াগরাজন।
advertisement
8/8
উৎপাদন ক্ষমতা বাড়াতে রুম এয়ার কন্ডিশনার সেগমেন্টে প্রায় ২০০ কোটি, বাণিজ্যিক এয়ার কন্ডিশনার সেগমেন্টে ১৫০ কোটি এবং বাণিজ্যিক রেফ্রিজারেশন সেগমেন্টে ৫৩ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে ব্লু স্টার। সংস্থার মতে, এই গ্রীষ্মে রুম এয়ার কন্ডিশনারের বিক্রি ২৫ থেকে ৩০ শতাংশ বাড়বে। গোটা ইন্ডাস্ট্রির ২০ থেকে ২৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
উৎপাদন ক্ষমতা বাড়াতে রুম এয়ার কন্ডিশনার সেগমেন্টে প্রায় ২০০ কোটি, বাণিজ্যিক এয়ার কন্ডিশনার সেগমেন্টে ১৫০ কোটি এবং বাণিজ্যিক রেফ্রিজারেশন সেগমেন্টে ৫৩ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে ব্লু স্টার। সংস্থার মতে, এই গ্রীষ্মে রুম এয়ার কন্ডিশনারের বিক্রি ২৫ থেকে ৩০ শতাংশ বাড়বে। গোটা ইন্ডাস্ট্রির ২০ থেকে ২৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
advertisement
advertisement
advertisement