নয়াদিল্লি: অ্যালকোহল কিডনি, লিভার থেকে শুরু করে হার্টেরও ক্ষতি করে। তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যালকোহলের উপকারিতাও রয়েছে।
একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে, একজন ব্যক্তি যদি সীমিত পরিমাণে মদ্যপান করেন, তবে তাঁর অন্য বা বিদেশী ভাষা শেখার ক্ষমতা বাড়ে। যদি সেই ব্যক্তি সেই ভাষা কিছুটা কম জানেন, তবে মদ্যপান তাঁর শেখার ক্ষমতা বাড়াতে পারে।
ভারতীয়দের ক্ষেত্রে এটি ইংরেজি ভাষা হতে পারে। অর্থাৎ, যাঁরা তাঁদের মাতৃভাষায় কথা বলেন তাঁরা সীমিত পরিমাণে মদ্যপান করলে কিছুদিন বাদে অনর্গল ইংরেজি বলতে শুরু করতে পারেন।
আরও পড়ুন- ৩০-৪০ কাপ চা রোজ! ছানার পদ হলে কথাই নেই! আর কী কী খেতে ভালবাসতেন নেতাজি!
সায়েন্সডেইলিতে প্রকাশিত এই গবেষণার রিপোর্ট অনুযায়ী, ইংরেজির মতো বিদেশী ভাষায় কথা বলার ক্ষমতা কিছুটা বাড়ায় মদ্যপান। তবে কতটা পান করতে হবে সেই সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।
অ্যালকোহল বুদ্ধি বাড়ানোর ক্ষমতা নষ্ট করে না। সমীক্ষায় যা ফল বেরিয়েছে তাতে অনেকেই অবাক হবেন। গবেষণায় দেখা গেছে, অ্যালকোহল আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।
সোশ্যাল অ্যাংজাইটি অনেক মানুষকে সমস্যায় ফেলে। অনেক মানুষকে দেখলে অস্বস্তি হয় অনেকের। সেটা সীমিত মদ্যপানে কেটে যেতে পারে। এছাড়া অন্য ভাষায় কথা বলার ক্ষমতাও বেড়ে যায়। এ
নেশা কেটে যাওয়ার পর সেই ব্যক্তি অনুভব করতে পারেন, তাঁর দ্বিতীয় ভাষায় কথা বলার দক্ষতা অনেক উন্নত হয়েছে। গবেষকরা নেদারল্যান্ডসের কিছু জার্মান মাতৃভাষার লোকের উপর এই পরীক্ষা করেছিলেন।
আরও পড়ুন- দেশে নেতাজির নামে একমাত্র রেল জংশন, কোথায় জানেন? বাংলায় নয় কিন্তু
ডাচ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর এই পরীক্ষা হয়েছিল। সবাই জার্মান ভাষায় কথা বলেন। তাঁরা সম্প্রতি ডাচ শিখছিলেন। তাঁদের সঙ্গে কয়েকজন ডাচ লোকও বসে ছিলেন যাঁরা মদ পান করেনি। তার পর তাঁদের মধ্যে ডাচ ভাষায় কথাবার্তা শুরু হয়।
গবেষকরা তাঁদের কথাবার্তা রেকর্ড করেছেন। তাতেই দেখা যায়, অল্প পরিমাণে মদ্যপান করা ব্যক্তিরা ডাচ ভাষায় আগের থেকে বেশি স্বচ্ছন্দ্য বোধ করছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।