৮ কেজি পায়জোর, ২ কেজির আংটি; পরার মতো পা পেলে বিনামূল্যে দেবে নির্মাতা সংস্থা !

Last Updated:

Agra 8 Kg Anklet, 2 Kg Toe Ring: এক গহনা প্রস্তুতকারী সংস্থা পেশ করলেন আট কেজি ওজনের পায়জোর বা মল। আর এক সংস্থার তরফে হাজির দু’কেজি ওজনের চুটকি বা পায়ের আঙুলের আংটি।

৮ কেজি পায়জোর, ২ কেজির আংটি; পরার মতো পা পেলে বিনামূল্যে দেবে নির্মাতা সংস্থা
৮ কেজি পায়জোর, ২ কেজির আংটি; পরার মতো পা পেলে বিনামূল্যে দেবে নির্মাতা সংস্থা
হরিকান্ত শর্মা, আগরা: অলঙ্কার নারীকে না কি আরও মোহময়ী করে তোলে। তার অঙ্গ জুড়ে থাকে নানা রকম গয়না। তবে যতই সৌন্দর্য বৃদ্ধি হোক না কেন, এই সব অলঙ্কারের উৎপত্তি নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। হাতের বালা, পায়ের মল— সবই আসলে নারীকে খানিকটা বেঁধে রাখার কৌশল! এমনই মনে করেন অনেকে। পায়ের মল নিয়ে বিতর্ক একেবারে সরাসরি। কারণ তার সঙ্গে বেড়ির যোগ প্রত্যক্ষ।
এবার তেমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন উত্তরপ্রদেশের মানুষ। এক গহনা প্রস্তুতকারী সংস্থা পেশ করলেন আট কেজি ওজনের পায়জোর বা মল। আর এক সংস্থার তরফে হাজির দু’কেজি ওজনের চুটকি বা পায়ের আঙুলের আংটি। ওই আংটি পরার মতো উপযুক্ত আঙুল পাওয়া গেলে সেটি বিনামূল্যে দিয়ে দেওয়া হবে বলেও ঘোষণা করল সংস্থা।
advertisement
advertisement
উত্তরপ্রদেশের আগ্রায় আয়োজিত হয়েছিল তিন দিনের জুয়েলারি এক্সপো। গত রবিবার উদ্বোধন হওয়া অল ইন্ডিয়া জুয়েলার্স এক্সপোর বি-২-বি ২০২৩-এ যোগ দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের ৯০টির বেশি গহনা প্রস্তুতকারক সংস্থা।
এই প্রদর্শনীর যাবতীয় আকর্ষণ কেড়ে নিয়েছে ওই আট কেজির মল এবং দুই কেজির পায়ের আংটি। সকলেই আসছেন ওই বিচিত্র গহনা একবার চোখের দেখা দেখতে। আর দেখার পর অবাক না হয়ে পারছেন না। কিন্তু এমন গহনার ‘মালকিন’ পাওয়া ভার। একজোড়া উপযুক্ত পায়ের অপেক্ষায় বসে রয়েছে গহনারা।
advertisement
সেই কথা ভেবেই গহনা নির্মাতা সংস্থা ঘোষণা করে দিয়েছে, যেদিন ওই আংটির জন্য উপযুক্ত আকারের একজোড়া পা পাওয়া যাবে, সেদিনই সেই পায়ে ওই আংটি পরিয়ে দেওয়া হবে বিনামূল্যে।ং
advertisement
আগ্রা বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি নীতীশ আগরওয়ালের নিজের সংস্থা এই প্রদর্শনীতে আট কেজির মল প্রদর্শন করছে। নীতীশ বলেন, ‘কারিগরদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই ৮ কেজির মল। এটি আমাদের ব্র্যান্ডের পরিচয় বহন করে।’ প্রদর্শনীতে সকলেই এই মলের সঙ্গে সেলফি তুলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রুপোর তৈরি এই ভারী মলের নকশা দিনে তিনবার পরিবর্তন করা হয়।
advertisement
মলের যোগ্য দোসর হিসেবে এখানে প্রদর্শিত হচ্ছে ২ কেজি ওজনের পায়ের আংটি। এটি তৈরি করেছে রাজকোটের জিডি অর্নামেন্টস নামে একটি গহনা প্রস্তুতকারী সংস্থা। এই বিশাল আংটি দেখেও মানুষ যারপরনাই অবাক। ইতিমধ্যেই এই গয়নার নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ। নির্মাতা সংস্থার মালিক বিপুল জোশী বলেন, আজও যোগ্য পায়ের খোঁজ করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
৮ কেজি পায়জোর, ২ কেজির আংটি; পরার মতো পা পেলে বিনামূল্যে দেবে নির্মাতা সংস্থা !
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement