সুখের সংসারে যেন কালো মেঘের ছায়া; ৬ জন স্ত্রী-কে নিয়ে বেজায় মুশকিলে যুবক !
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Man with 6 Wives: ব্রাজিলের সাও পাওলোর বাসিন্দা ৩৭ বছর বয়সী আর্থার ও উরসো। প্রথমে তাঁর ৯ জন স্ত্রী ছিলেন। কিন্তু তিন জনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে এখন রয়েছেন ৬ জন স্ত্রী।
একটা-দু’টো নয়, একসঙ্গে ছয়-ছয়টা বউ। তা-ও আবার একই ছাদের তলায়! যদিও এঁদের প্রত্যেকের প্রতিই রয়েছে স্বামীর গভীর ভালবাসা। কিন্তু এই বউদের নিয়েই বেজায় চিন্তায় পড়েছেন ওই ব্যক্তি। নিন্দুকদের টিপ্পনী, “একটা বউ সামলাতেই জীবন জেরবার হয়ে যাচ্ছে, আর সেখানে ওই ব্যক্তি একসঙ্গে ৬টি বউ সামলাচ্ছেন কী করে?” সেই সবে অবশ্য পাত্তা দিচ্ছেন না তিনি! Photo Courtesy: Jam Press/Co Press Office
advertisement
ব্রাজিলের সাও পাওলোর বাসিন্দা ৩৭ বছর বয়সী আর্থার ও উরসো। প্রথমে তাঁর ৯ জন স্ত্রী ছিলেন। কিন্তু তিন জনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে এখন রয়েছেন ৬ জন স্ত্রী। তাঁরা হলেন লুয়ানা কাজাকি (২৭), এমেলি স্যুজা (২১), ভালক্যুইরিয়া স্যান্টোস (২৪), ওলিন্ডা মারিয়া (৫১), দামিয়ানা (২৩) এবং আমান্ডা অ্যালবাকার্কি (২৮)। প্রত্যেক বউয়ের প্রতিই রয়েছে আর্থারের গভীর ভালবাসা। কিন্তু এই মুহূর্তে বেজায় মুশকিলে তিনি। কিন্তু কী কারণে? Photo: @ arthurourso/Instagram
advertisement
আসলে কোনও সঙ্গিনীর মনেই দুঃখ দিতে চান না আর্থার। আর সেই কারণে প্রত্যেককে সন্তানসুখ দিতে চান। কিন্তু মুশকিল হল, কার সঙ্গে প্রথম সন্তান আনতে চান, সেই সিদ্ধান্তই নিতে পারছেন না ওই ব্যক্তি। যদিও আর্থারের আগের সম্পর্কের সূত্রে তাঁর একটি বছর দশেকের কন্যাসন্তান রয়েছে। তবে এই মুহূর্তে একটা পুত্রসন্তানের আশায় রয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement