Longest Runways in India: দৈর্ঘ্যের বিচারে সবচেয়ে বড় রানওয়ে রয়েছে ভারতের কোন কোন বিমানবন্দরে ? দেখে নিন তালিকা

Last Updated:
Top 5 Longest Airport Runways In India: এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বৃহত্তম রানওয়ে যুক্ত পাঁচটি বিমানবন্দরের বিষয়ে।
1/5
ভারতে ক্রমাগত বাড়ছে উড়ান পরিষেবার বাজার। মনে করা হচ্ছে আগামী কয়েক বছরে উড়ান পরিষেবার ক্ষেত্রে ভারত বড় সাফল্য লাভ করতে চলেছে। কিন্তু সেক্ষেত্রে বিমানবন্দর একটা বড় বিষয়। বিমানবন্দরের প্রকৃতি অনুযায়ী ওঠানামা করা বিমানের ধরন ঠিক করা হয়। ভূ-প্রকৃতিও গুরুত্বপূর্ণ, তার উপর নির্ভর করে রানওয়ের দৈর্ঘ্য এবং সংখ্যা। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বৃহত্তম রানওয়ে যুক্ত পাঁচটি বিমানবন্দরের বিষয়ে।
ভারতে ক্রমাগত বাড়ছে উড়ান পরিষেবার বাজার। মনে করা হচ্ছে আগামী কয়েক বছরে উড়ান পরিষেবার ক্ষেত্রে ভারত বড় সাফল্য লাভ করতে চলেছে। কিন্তু সেক্ষেত্রে বিমানবন্দর একটা বড় বিষয়। বিমানবন্দরের প্রকৃতি অনুযায়ী ওঠানামা করা বিমানের ধরন ঠিক করা হয়। ভূ-প্রকৃতিও গুরুত্বপূর্ণ, তার উপর নির্ভর করে রানওয়ের দৈর্ঘ্য এবং সংখ্যা। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বৃহত্তম রানওয়ে যুক্ত পাঁচটি বিমানবন্দরের বিষয়ে।
advertisement
2/5
 ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (Delhi Airport)- ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত এই বিমানবন্দর। এটিই দেশের বৃহত্তম বিমানবন্দর, বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি। ১১/২৯ রানওয়েটি চালু করা হয়েছিল ২০০৮ সালের ২১ অগাস্ট। এটি প্রায় ৪,৪৩০ মিটার দীর্ঘ। ২০০৮ সালের অক্টোবর মাস থেকে এই রানওয়েতে ওঠানামা করছে বিমান। প্রায় ১০০০ কোটি টাকা খরচ করে এই রানওয়ে তৈরি হয়। এখানে প্রতি ঘন্টায় ১০০টি বিমান ওঠানামা করতে পারে।
ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (Delhi Airport)- ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত এই বিমানবন্দর। এটিই দেশের বৃহত্তম বিমানবন্দর, বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি। ১১/২৯ রানওয়েটি চালু করা হয়েছিল ২০০৮ সালের ২১ অগাস্ট। এটি প্রায় ৪,৪৩০ মিটার দীর্ঘ। ২০০৮ সালের অক্টোবর মাস থেকে এই রানওয়েতে ওঠানামা করছে বিমান। প্রায় ১০০০ কোটি টাকা খরচ করে এই রানওয়ে তৈরি হয়। এখানে প্রতি ঘন্টায় ১০০টি বিমান ওঠানামা করতে পারে।
advertisement
3/5
রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (Hyderabad Airport)- হায়দরাবাদের কাছে অবস্থিত রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ০৯আর/২৭এল রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে। ওই বিমানবন্দরের এটিই প্রাথমিক রানওয়ে। প্রায় ৪,২৬০ মিটার দীর্ঘ, এয়ারবাস এ৩৮০ ওঠানামার জন্য যথেষ্ট। ঘটনা হল, এই রানওয়েটি আদতে অনেক ছোট একটি সেকেন্ডারি রানওয়ে, কিন্তু এর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে ০৯এল/২৭আর রানওয়েটি, যার দৈর্ঘ্য ৩,৭০৭ মিটার।
রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (Hyderabad Airport)- হায়দরাবাদের কাছে অবস্থিত রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ০৯আর/২৭এল রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে। ওই বিমানবন্দরের এটিই প্রাথমিক রানওয়ে। প্রায় ৪,২৬০ মিটার দীর্ঘ, এয়ারবাস এ৩৮০ ওঠানামার জন্য যথেষ্ট। ঘটনা হল, এই রানওয়েটি আদতে অনেক ছোট একটি সেকেন্ডারি রানওয়ে, কিন্তু এর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে ০৯এল/২৭আর রানওয়েটি, যার দৈর্ঘ্য ৩,৭০৭ মিটার।
advertisement
4/5
আইএনএস রাজালি (INS Rajali)- তামিলনাড়ুর আরাককোনাম বিমানবন্দর, আইএনএস রাজালি নামে বেশি পরিচিত। এটি ভারতীয় নৌবাহিনীর দক্ষিণ নৌ কমান্ডের অধীনে পরিচালিত হয়। এই বিমানবন্দরের রানওয়ে ০৬/২৪ তৈরি হয়েছে ১৯৯২ সালে। এর দৈর্ঘ্য ৪,১০৩ মিটার। এটি এশিয়ার দীর্ঘতম সামরিক রানওয়েগুলির মধ্যে একটি। এখানে একটি রেলপথও ছিল। তাই এই রানওয়েটি রেলপথের থেকে ৮৭ মিটার উঁচুতে তৈরি করা হয়। এখন অবশ্য রেলপথ পশ্চিম দিকে সরিয়ে নেওয়া হয়েছে। Photo Courtesy: Eastern Naval Command/ X (Formerly Known as Twitter)
আইএনএস রাজালি (INS Rajali)- তামিলনাড়ুর আরাককোনাম বিমানবন্দর, আইএনএস রাজালি নামে বেশি পরিচিত। এটি ভারতীয় নৌবাহিনীর দক্ষিণ নৌ কমান্ডের অধীনে পরিচালিত হয়। এই বিমানবন্দরের রানওয়ে ০৬/২৪ তৈরি হয়েছে ১৯৯২ সালে। এর দৈর্ঘ্য ৪,১০৩ মিটার। এটি এশিয়ার দীর্ঘতম সামরিক রানওয়েগুলির মধ্যে একটি। এখানে একটি রেলপথও ছিল। তাই এই রানওয়েটি রেলপথের থেকে ৮৭ মিটার উঁচুতে তৈরি করা হয়। এখন অবশ্য রেলপথ পশ্চিম দিকে সরিয়ে নেওয়া হয়েছে। Photo Courtesy: Eastern Naval Command/ X (Formerly Known as Twitter)
advertisement
5/5
 কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (Bengaluru Airport)- বেঙ্গালুরু শহরে রয়েছে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে সমান্তরাল দু’টি রানওয়ে রয়েছে- উত্তর রানওয়ে ০৯এল/২৯আর এবং দক্ষিণ রানওয়ে হিসাবে ০৯আর/২৭এল। শেষেরটি সম্প্রতি ২০১৯ সালের ডিসেম্বর থেকে কাজ করছে। এই দু’টি রানওয়েই ৪,০০০ মিটার দীর্ঘ। শেখ উল আলম বিমানবন্দর- ভারতের শীর্ষ পাঁচটি দীর্ঘতম রানওয়ের এই তালিকায় পঞ্চমস্থানে থাকবে শ্রীনগর শেখ উল আলম বিমানবন্দরের রানওয়ে ১৩/৩১। এটি ৩,৬৮৫ মিটার দীর্ঘ। ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে এখানে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম পরিচালনা করা হয়।
কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (Bengaluru Airport)- বেঙ্গালুরু শহরে রয়েছে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে সমান্তরাল দু’টি রানওয়ে রয়েছে- উত্তর রানওয়ে ০৯এল/২৯আর এবং দক্ষিণ রানওয়ে হিসাবে ০৯আর/২৭এল। শেষেরটি সম্প্রতি ২০১৯ সালের ডিসেম্বর থেকে কাজ করছে। এই দু’টি রানওয়েই ৪,০০০ মিটার দীর্ঘ। শেখ উল আলম বিমানবন্দর- ভারতের শীর্ষ পাঁচটি দীর্ঘতম রানওয়ের এই তালিকায় পঞ্চমস্থানে থাকবে শ্রীনগর শেখ উল আলম বিমানবন্দরের রানওয়ে ১৩/৩১। এটি ৩,৬৮৫ মিটার দীর্ঘ। ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে এখানে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম পরিচালনা করা হয়।
advertisement
advertisement
advertisement