Viral Story: ভয়ঙ্কর ঘটনা, অজগরের সামনে মহিলা, তারপর যা ঘটল ভাবতে পারবেন না! জেনে শিউরে উঠবেন

Last Updated:

মেয়েটিকে বারবার কামড়ানোর চেষ্টা করে৷ কিন্তু তাতেও দমানো যায়নি, এর পরেই কোনওরকম পালিয়ে যেতে সক্ষম হয়েছে অজগর৷

খালি হাতে সাপ ধরলেন৷ তাও আবার যে সে সাপ নয়, একেবারে অজগর৷
খালি হাতে সাপ ধরলেন৷ তাও আবার যে সে সাপ নয়, একেবারে অজগর৷
খালি হাতে সাপ ধরলেন৷ তাও আবার যে সে সাপ নয়, একেবারে অজগর৷ মেয়েটির সাহস দেখে কুর্নিশ সমগ্র নেটিজেনদের৷
গ্রামের জীবন এমনিতেই রোমাঞ্চে ভরা৷ শুধু সংঘর্ষ নেই৷ সেখানে প্রতিনিয়ত চলে প্রকৃতির সঙ্গে সংঘর্ষ৷ এই ভিডিও তারই এক উৎকৃষ্ট নিদর্শন৷
advertisement
ভাইরাল এক ভিডিওতে একজন গ্রামের মেয়েকে ক্ষেতের মধ্যে কিছু কাজ করতে দেখা যাচ্ছিল৷ কর্দমাক্ত ক্ষেতে হঠাৎ কিছু একটা যেন নড়ে উঠল৷ মেয়েটিরও নজর এড়াল না৷
advertisement
একটু পর দেখা গেল, এ নিরীহ কিছু নয়, বরং একেবারে খোদ নাগরাজ৷ কিন্তু তা দেখে যে মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ল ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়৷
মেয়েটি করল কী! একেবারে সোজা অজগরের লেজ ধরে ফেলল৷ নাগরাজ মশাইও হয়তো এতে প্রস্তুত ছিল না৷ কোথায় ক্ষেতে ভয় দেখাতে ঢুকেছিল, মেয়েটির কাণ্ড-কারখানা দেখে একেবারে সোজা চম্পট দেওয়ার চেষ্টা করল৷ কিন্তু মেয়েটিও ছাড়ার নয়৷ বার বার লেজ ধরে সাপটিকে ধরার চেষ্টা করছিল৷
advertisement
কিন্তু বারবারই ব্যর্থ হয়৷ ক্ষেতটি কর্দমাক্ত থাকায় ধরতে অসমর্থ হয়৷ তবে অজগরই নিরীহভাবে পালিয়ে যাবে এমন কী আর হয়! মেয়েটিকে বারবার কামড়ানোর চেষ্টা করে৷ কিন্তু তাতেও দমানো যায়নি, এর পরেই কোনওরকম পালিয়ে যেতে সক্ষম হয়েছে অজগর৷
ভিডিওটি এক সোশ্যালমিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়৷ ৮৫.৫ মিলিয়ন ভিউ পেয়েছে৷ গ্রামীণ জীবনে এই ধরনের ঘটনা নতুন নয়৷ তাঁদের সারা জীবন প্রকৃতির সঙ্গে অসম লড়াই করতে হয়৷ অনেক নেটিজেনই গ্রামীণ মানুষের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দাবী করেছে৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Story: ভয়ঙ্কর ঘটনা, অজগরের সামনে মহিলা, তারপর যা ঘটল ভাবতে পারবেন না! জেনে শিউরে উঠবেন
Next Article
advertisement
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর
  • তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ !

  • মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল?

  • পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর

VIEW MORE
advertisement
advertisement