Viral Story: ভয়ঙ্কর ঘটনা, অজগরের সামনে মহিলা, তারপর যা ঘটল ভাবতে পারবেন না! জেনে শিউরে উঠবেন

Last Updated:

মেয়েটিকে বারবার কামড়ানোর চেষ্টা করে৷ কিন্তু তাতেও দমানো যায়নি, এর পরেই কোনওরকম পালিয়ে যেতে সক্ষম হয়েছে অজগর৷

খালি হাতে সাপ ধরলেন৷ তাও আবার যে সে সাপ নয়, একেবারে অজগর৷
খালি হাতে সাপ ধরলেন৷ তাও আবার যে সে সাপ নয়, একেবারে অজগর৷
খালি হাতে সাপ ধরলেন৷ তাও আবার যে সে সাপ নয়, একেবারে অজগর৷ মেয়েটির সাহস দেখে কুর্নিশ সমগ্র নেটিজেনদের৷
গ্রামের জীবন এমনিতেই রোমাঞ্চে ভরা৷ শুধু সংঘর্ষ নেই৷ সেখানে প্রতিনিয়ত চলে প্রকৃতির সঙ্গে সংঘর্ষ৷ এই ভিডিও তারই এক উৎকৃষ্ট নিদর্শন৷
advertisement
ভাইরাল এক ভিডিওতে একজন গ্রামের মেয়েকে ক্ষেতের মধ্যে কিছু কাজ করতে দেখা যাচ্ছিল৷ কর্দমাক্ত ক্ষেতে হঠাৎ কিছু একটা যেন নড়ে উঠল৷ মেয়েটিরও নজর এড়াল না৷
advertisement
একটু পর দেখা গেল, এ নিরীহ কিছু নয়, বরং একেবারে খোদ নাগরাজ৷ কিন্তু তা দেখে যে মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ল ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়৷
মেয়েটি করল কী! একেবারে সোজা অজগরের লেজ ধরে ফেলল৷ নাগরাজ মশাইও হয়তো এতে প্রস্তুত ছিল না৷ কোথায় ক্ষেতে ভয় দেখাতে ঢুকেছিল, মেয়েটির কাণ্ড-কারখানা দেখে একেবারে সোজা চম্পট দেওয়ার চেষ্টা করল৷ কিন্তু মেয়েটিও ছাড়ার নয়৷ বার বার লেজ ধরে সাপটিকে ধরার চেষ্টা করছিল৷
advertisement
কিন্তু বারবারই ব্যর্থ হয়৷ ক্ষেতটি কর্দমাক্ত থাকায় ধরতে অসমর্থ হয়৷ তবে অজগরই নিরীহভাবে পালিয়ে যাবে এমন কী আর হয়! মেয়েটিকে বারবার কামড়ানোর চেষ্টা করে৷ কিন্তু তাতেও দমানো যায়নি, এর পরেই কোনওরকম পালিয়ে যেতে সক্ষম হয়েছে অজগর৷
ভিডিওটি এক সোশ্যালমিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়৷ ৮৫.৫ মিলিয়ন ভিউ পেয়েছে৷ গ্রামীণ জীবনে এই ধরনের ঘটনা নতুন নয়৷ তাঁদের সারা জীবন প্রকৃতির সঙ্গে অসম লড়াই করতে হয়৷ অনেক নেটিজেনই গ্রামীণ মানুষের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দাবী করেছে৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Story: ভয়ঙ্কর ঘটনা, অজগরের সামনে মহিলা, তারপর যা ঘটল ভাবতে পারবেন না! জেনে শিউরে উঠবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement